ফিফা কনফেডারেশন্স কাপ

ফিফা কনফেডারেশন্স কাপ জাতীয় দলগুলোর একটি সংযুক্ত ফুটবল টুর্নামেন্ট যেটি ফিফার ব্যবস্থাপনায় প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে ছয়টি মহাদেশীয় প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল; যথা: উয়েফা, কনমেবল, কনকাকাফ, সিএএফ, এএফসি, ওএফসি চ্যাম্পিয়ন দল এবং বিশ্বকাপ জয়ী দল ও স্বাগতিক দেশ; অর্থ্যাৎ মোট ৮টি দল। ২০০৫ সাল থেকে এই প্রতিযোগিতাটি পরবর্তী বছর যে দেশে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেখানে অনুষ্ঠিত হচ্ছে।

ফিফা কনফেডারেশন্স কাপ
কনফেডারেশন্স কাপ ট্রফি
প্রতিষ্ঠিত১৯৯২
বিলুপ্ত২০১৯
অঞ্চলআন্তর্জাতিক (ফিফা)
দলের সংখ্যা
সর্বশেষ চ্যাম্পিয়ন জার্মানি (১ম শিরোপা)
সবচেয়ে সফল দল ব্রাজিল (৪র্থ শিরোপা)
ওয়েবসাইটঅফিসিয়াল সাইট

শুরুর ইতিহাস

সর্বপ্রথম ১৯৯২ সালে এটি কিং ফাহাদ কাপ টুর্নামেন্ট নামে সৌদি আরবে শুরু হয়।

ফলাফল

কিং ফাহাদ কাপ

বছরস্বাগতিকফাইনালতৃতীয় স্থান নির্ধারনী
বিজয়ীফলাফলরানার্স-আপতৃতীয় স্থানফলাফলচতুর্থ স্থান
১৯৯২ [১]  সৌদি আরব
আর্জেন্টিনা
৩–১
সৌদি আরব

মার্কিন যুক্তরাষ্ট্র
৫–২
কোত দিভোয়ার
১৯৯৫ [১]  সৌদি আরব
ডেনমার্ক
২–০
আর্জেন্টিনা

মেক্সিকো
১–১
(৫–৪ পে.)

নাইজেরিয়া

ফিফা কনফেডারেশন্স কাপ

বছরস্বাগতিকফাইনালতৃতীয় স্থান নির্ধারনী
বিজয়ীফলাফলরানার্স-আপতৃতীয় স্থানফলাফলচতুর্থ স্থান
১৯৯৭  সৌদি আরব
ব্রাজিল
৬–০
অস্ট্রেলিয়া

চেক প্রজাতন্ত্র
১–০
উরুগুয়ে
১৯৯৯  মেক্সিকো
মেক্সিকো
৪–৩
ব্রাজিল

মার্কিন যুক্তরাষ্ট্র
২–০
সৌদি আরব
২০০১  দক্ষিণ কোরিয়া
 জাপান

ফ্রান্স
১–০
জাপান

অস্ট্রেলিয়া
১–০
ব্রাজিল
২০০৩  ফ্রান্স
ফ্রান্স
১–০
(অ.স.প.)

ক্যামেরুন

তুরস্ক
২–১
কলম্বিয়া
২০০৫  জার্মানি
ব্রাজিল
৪–১
আর্জেন্টিনা

জার্মানি
৪–৩
(অ.স.প.)

মেক্সিকো
২০০৯  দক্ষিণ আফ্রিকা
ব্রাজিল
৩–২
মার্কিন যুক্তরাষ্ট্র

স্পেন
৩–২
(অ.স.প.)

দক্ষিণ আফ্রিকা
২০১৩  ব্রাজিল
ব্রাজিল
৩–০
স্পেন

ইতালি
২–২
(৩–২ পে.)

উরুগুয়ে
২০১৭  রাশিয়া
জার্মানি
১–০
চিলি

পর্তুগাল
২–১
মেক্সিকো

সেরা চারে পৌছানো দলগুলোর ফলাফল

দলবিজয়ীরানার্স-আপতৃতীয় স্থানচতুর্থ স্থান
 ব্রাজিল৪ (১৯৯৭, ২০০৫, ২০০৯, ২০১৩)১ (১৯৯৯)-১ (২০০১)
 ফ্রান্স২ (২০০১, ২০০৩*)---
 আর্জেন্টিনা১ (১৯৯২)২ (১৯৯৫, ২০০৫)--
 মেক্সিকো১ (১৯৯৯*)-১ (১৯৯৫)২ (২০০৫, ২০১৭)
 জার্মানি১ (২০১৭)-১ (২০০৫*)-
 ডেনমার্ক১ (১৯৯৫)---
 মার্কিন যুক্তরাষ্ট্র-১ (২০০৯)২ (১৯৯২, ১৯৯৯)-
 অস্ট্রেলিয়া-১ (১৯৯৭)১ (২০০১)-
 স্পেন-(২০১৩)১ (২০০৯)-
 সৌদি আরব-১ (১৯৯২*)-১ (১৯৯৯)
 ক্যামেরুন-১ (২০০৩)--
 জাপান-১ (২০০১*)--
 চিলি-(২০১৭)--
 চেক প্রজাতন্ত্র--১ (১৯৯৭)-
 পর্তুগাল--(২০১৭)-
 ইতালি--(২০১৩)-
 উরুগুয়ে---২ (১৯৯৭, ২০১৩)
 তুরস্ক--১ (২০০৩)-
 কলম্বিয়া---১ (২০০৩)
 কোত দিভোয়ার---১ (১৯৯২)
 নাইজেরিয়া---১ (১৯৯৫)
 দক্ষিণ আফ্রিকা---১ (২০০৯*)

*: স্বাগতিক

গোলদাতা

সব মিলিয়ে

খেলোয়াড়দেশগোল
কুয়াউহিটমোক ব্লাংকো  মেক্সিকো১৪
রোনালদিনহো  ব্রাজিল
আর্দ্রিয়ানো  ব্রাজিল
রোমারিও  ব্রাজিল
মারজুক আল-ওতাইবী  সৌদি আরব
আলেক্স  ব্রাজিল
জন আলোয়সি  অস্ট্রেলিয়া
লুইস ফাবিয়ানো  ব্রাজিল
রবার্ট পিরেজ  ফ্রান্স
ভ্লাদিমির স্মিকার  চেক প্রজাতন্ত্র

হ্যাট্রিক

সম্মাননা

গোল্ডেন বল

"গোল্ডেন বল" পুরস্কারটি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে দেয়া হয়, যা সংবাদ মাধ্যমের কর্মীদের দ্বারা নির্বাচন করা হয়।

প্রতিযোগিতাগোল্ডেন বল বিজয়ী
১৯৯৭ সৌদি আরব দানিলসন
১৯৯৯ ম্যাক্সিকো রোনালদিনহো
২০০১ দঃ কোরিয়া/জাপান রোবের পিরে
২০০৩ ফ্রান্স থিয়েরি অঁরি
২০০৫ জার্মানি আদ্রিয়ানো
২০০৯ দক্ষিণ আফ্রিকা রিকার্দো কাকা
২০১৩ ব্রাজিল নেইমার
২০১৭ রাশিয়া জুলিয়ান ড্রাক্সলার

গোল্ডেন সু

গোল্ডেন সু" পুরস্কারটি টুর্নামেন্টে সর্ব্বোচ্চ গোলদাতাকে দেয়া হয়। যদি একাধিক খেলোয়াড় সমান সংখ্যক গোল করে তবে সবার্ধিক অংশগ্রহকারীকে দেয়া হয়।

প্রতিযোগিতাগোল্ডেন সু বিজয়ীগোল
১৯৯৭ সৌদী আরব রোমারিও
১৯৯৯ ম্যাক্সিকো রোনালদিনহো
২০০১ কোরিয়া/জাপান রবার্ট পিরেজ
২০০৩ ফ্রান্স থিয়রী হেনরী
২০০৫ জার্মানি আর্দ্রিয়ানো
২০০৯ দক্ষিণ আফ্রিকা লুইস ফাবিয়ানো
২০১৩ ব্রাজিল ফের্নান্দো তোরেস
২০১৭ রাশিয়া টিমো ভেয়ার্নার

গোল্ডেন গ্লাভস্

"গোল্ডেন গ্লাভস্" পুরস্কারটি টুর্নামেন্টের সেরা গোলরক্ষক-কে দেয়া হয়।

প্রতিযোগিতাগোল্ডেন গ্লাভস্ বিজয়ী
২০০৫ জার্মানি অসোয়াল্ডো সানচেজ
২০০৯ দক্ষিণ আফ্রিকা টীম হাওয়ার্ড
২০১৩ ব্রাজিল হুলিও সিজার
২০১৭ রাশিয়া ক্লাউদিও ব্রাভো

ফিফা ফেয়ার প্লে পুরস্কার

ফিফা ফেয়ার প্লে পুরস্কার" প্রতিযোগিতার সবচেয়ে পরিচ্ছন্ন খেলা উপহার দানকারী দলকে প্রদান করা হয়, যার নিয়মাবলী ফিফা ফেয়ার প্লে কমিটি নির্ধারন করে দেয়।

প্রতিযোগিতাফিফা ফেয়ার প্লে পুরস্কার বিজয়ী
১৯৯৭ সৌদী আরব  দক্ষিণ আফ্রিকা
১৯৯৯ ম্যাক্সিকো  নিউজিল্যান্ড,  ব্রাজিল
২০০১ কোরিয়া/জাপান  জাপান
২০০৩ ফ্রান্স  জাপান
২০০৫ জার্মানি  গ্রিস
২০০৯ দক্ষিণ আফ্রিকা  ব্রাজিল
২০১৩ ব্রাজিল  স্পেন
২০১৭ রাশিয়া  জার্মানি

বিজয়ী কোচ

বছরপ্রধান কোচবিজয়ী দল
১৯৯২ আলফিও বাসিল  আর্জেন্টিনা
১৯৯৫ রিচার্ড মোলার নিলসেন  ডেনমার্ক
১৯৯৭ মারিও জাগালো  ব্রাজিল
১৯৯৯ ম্যানুয়েল ল্যাপুয়িন্তি  মেক্সিকো
২০০১ রজার লেমেরি  ফ্রান্স
২০০৩ জ্যাকুইস সান্তিনি  ফ্রান্স
২০০৫ কার্লোস আলবার্তো পেরেইরা  ব্রাজিল
২০০৯ দুঙ্গা  ব্রাজিল
২০১৩ লুইজ ফেলিপে স্কলারি  ব্রাজিল
২০১৭ জোয়াকিম লো  জার্মানি

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ