অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

নোবেল বিজয়ী ভারতীয়-মার্কিন অর্থনীতিবিদ

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (জন্ম ১৯৬১) হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন-বাঙালি অর্থনীতিবিদ। বর্তমানে তিনি এমআইটির ফোর্ড ফাউন্ডেশনের অর্থনীতি বিভাগের একজন আন্তর্জাতিক অধ্যাপক।[৩] ব্যানার্জি, আব্দুল লতিফ জামিল পোভার্টি অ্যাকশন ল্যাব-এর সহ-প্রতিষ্ঠাতা এবং কনসোর্টিয়াম অন ফিন্যান্সিয়াল সিস্টেমস অ্যান্ড পোভার্টি এর একজন সদস্যও। এছাড়াও ব্যানার্জি অর্থনীতি বিশ্লেষণ ও উন্নয়ন বিষয়ক গবেষণা সংস্থা ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ এর সাবেক প্রেসিডেন্ট এবং সেন্টার ফর ইকোনমিক পলিসি রিসার্চ, কিইল ইনস্টিটিউট, আমেরিকান একাডেমি অব আর্টস এন্ড সায়েন্স ও ইকোনমিক সোসাইটির সম্মানিত ফেলো। এছাড়াও তিনি পুওর ইকোনমিকস এর একজন সহকারী লেখকও। "বৈশ্বিক দারিদ্র্যতা দূরীকরণে" তাদের কাজের জন্য অভিজিৎ[৪] ও তার স্ত্রী এস্তের দুফ্লো এবং মাইকেল ক্রেমারসহ যৌথভাবে ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি অমর্ত্য সেন এর পর অর্থনীতিতে নোবেল পাওয়া দ্বিতীয় বাঙালি এবং নোবেলজয়ী চতুর্থ বাঙালি। এছাড়াও অভিজিৎ-এস্থার দম্পতি হলো ৫ম নোবেল বিজয়ী দম্পতি।[৫]

অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
২০১১ সালে এফটি গোল্ডম্যান স্যাকস বিজনেস বুক অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অভিজিৎ
জন্ম (1961-02-21) ২১ ফেব্রুয়ারি ১৯৬১ (বয়স ৬৩)
কলকাতা, ভারত
নাগরিকত্বভারত (১৯৬১-২০১৭)
যুক্তরাষ্ট্র (২০১৭-বর্তমান)
দাম্পত্য সঙ্গীঅরুন্ধতী তুলি ব্যানার্জি (বিবাহবিচ্ছেদ)
এস্তের দুফ্লো (২০১৫)
প্রতিষ্ঠানম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি
কাজের ক্ষেত্রঅর্থনৈতিক উন্নয়ন
ঘরানা/গোষ্ঠী/ঐতিহ্যসাউথ পয়েন্ট স্কুল, কলকাতা
শিক্ষায়তনপ্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় (বি.এসসি)
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (এমএ)
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (পিএইচডি)
ডক্টরেট
উপদেষ্টা
এরিক মাসকিন
ডক্টরেট
শিক্ষার্থীরা
এস্তের দুফ্লো (১৯৯৯)[১]
ডীন কার্লেন[২]
বেঞ্জামিন জোনস
পুরস্কারঅর্থনীতিতে নোবেল পুরস্কার (২০১৯)

প্রারম্ভিক জীবন

অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ১৯৬১ সালে ২১ ফেব্রুয়ারি, ভারতের মুম্বইতে জন্মগ্রহণ করেন। তার বাবা দীপক বন্দ্যোপাধ্যায় ছিলেন কলকাতা প্রেসিডেন্সি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ও অধ্যাপক এবং তার মা নির্মলা বন্দ্যোপাধ্যায় ছিলেন সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস, কলকাতা এর অর্থনীতি বিভাগের একজন অধ্যাপক।তিনি সাউথ পয়েন্ট স্কুল এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজে লেখাপড়া করেন, যেখান থেকে ১৯৮১ সালে অর্থনীতিতে বি.এস ডিগ্রি অর্জন করেন।পরবর্তীতে তিনি ১৯৮৩ সালে দিল্লীর জওহরলাল বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.এ ডিগ্রি সম্পন্ন করেন। জেএনইউ তে পড়ার সময় তৎকালীন উপাচার্য পিএন শ্রীবাস্তব কে ঘেরাও করে বিদ্রোহ করার অপরাধে তাকে তিহার জেলে বন্দী করা হয়। পরবর্তীকালে তিনি জামিনে মুক্তি পান এবং ছাত্রদের উপর থেকে সমস্ত অভিযোগ তুলে নেওয়া হয়।[৬]১৯৮৮ সালে তিনি অর্থনীতিতে পিএইচডিতে পড়াশুনার জন্য হার্ভার্ডে ভর্তি হন। অর্থনীতিতে পিএইচডি গবেষণায় তার বিষয়টি ছিলো "এসেস ইন ইনফরমেশন ইকোনমিকস"

কর্মজীবন

অভিজিৎ বর্তমানে ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি'র অধীনে ফোর্ড ফাউন্ডেশন এর অর্থনীতি বিভাগে আন্তর্জাতিক অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।তার কাজের মূল লক্ষ্য হলো অর্থনীতিতে উন্নয়ন।এস্তের দুফ্লো, মাইকেল ক্রেমার, জন অ্যা. লিস্ট এবং সেন্দিল মুলাইনাথান কে সাথে নিয়ে অর্থনীতিতে কার্যসম্বন্ধীয় সম্পর্ক বিষয়ের পদ্ধতি উদ্ভাবনে ফিল্ড এক্সপেরিমেন্ট এর প্রস্তাব করেন।তিনি ২০০৪ সালে আমেরিকান একাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস এর ফেলো নির্বাচিত হন।[৭] তিনি ২০০৯ সালে অর্থনীতির সামাজিক বিজ্ঞান ক্যাটাগরিতে ইনফোসিস পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি অর্থনীতির সামাজিক বিজ্ঞান ক্যাটাগরিতে ইনফোসিস পুরস্কার উদ্বোধনী করার অভ্যর্থনাকারীদের একজন।[৮]

২০১২ সালে পুওর ইকোনমিকস বইয়ের জন্য এস্তের দুফ্লো ও অভিজিৎ যৌথভাবে জেরাল্ড লুয়েব অ্যাওয়ার্ড লাভ করেন।[৯]২০১৩ সালে তৎকালীন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন কর্তৃক সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার বিশেষজ্ঞ প্যানেলে কাজের জন্য নিয়োগপ্রাপ্ত হন।[১০]২০১৪ সালে তিনি কিইল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমি থেকে বার্নহার্ড-হামস-পুরস্কার পান।২০১৯ সালে এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব ইন্ডিয়ার ৩৪তম বার্ষিক সম্মেলনে তিনু সামাজিক নীতির পুনঃপ্রণয়ন বিষয়ক বক্তৃতা দেন।[১১]

বৈশ্বিক দারিদ্র্যতা দূরীকরণে ভূমিকা রাখায় এস্তের দুফ্লো এবং মাইকেল ক্রেমার এর সাথে অর্থনীতিতে ২০১৯ সালে যৌথভাবে নোবেল পুরস্কার বিজয়ী হন।

ব্যক্তিগত জীবন

অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, এমআইটির সাহিত্য বিভাগের প্রভাষক ড. অরুন্ধতী তুলি বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেন।[১২][১৩]অভিজিৎ ও অরুন্ধতী একসাথে কলকাতাতেই বেড়ে ওঠেন, কবির বন্দ্যোপাধ্যায় নামে তাদের এক পুত্র সন্তান ছিলো, যিনি ২০১৬ সালে মারা যান।[১২][১৪] পরে, অভিজিৎ ও অরুন্ধতীর মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে।অভিজিৎ ও এস্তের দুফ্লো বিবাহপূর্ব দীর্ঘ ১৮ মাস একত্রে বসবাস করেন। ২০১২ সালে তাদের এক সন্তান জন্ম নেয়।[১৫][১৬]১৯৯৯ সালে এস্তের এমআইটিতে অর্থনীতিতে পিএইচডি করার সময় অভিজিৎ তার যুগ্ম-তত্ত্বাবধায়ক ছিলেন।[৩][১৫]এস্তেরও এমআইটির পোভার্টি অ্যালিভিয়েশন এন্ড ডেভেলপমেন্ট ইকোনমিকস বিভাগের একজন অধ্যাপক।[১৭]অভিজিৎ ও এস্তের আনুষ্ঠানিকভাবে একে-অপরকে ২০১৫ সালে বিয়ে করেন।

প্রকাশনা

বইসমূহ

  • আগিয়ন, ফিলিপ; ব্যানার্জি, অভিজিৎ (২০০৫)। ভোটেলিটি অ্যান্ড গ্রোথ। অক্সফোর্ড: অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসআইএসবিএন 9780199248612 
  • ব্যানার্জি, অভিজিৎ; বেনাব্যু, রোল্যান্ড; মুখার্জি, Dilip, সম্পাদকগণ (২০০৬)। আন্ডারস্ট্যান্ডিং পোভার্টি। অক্সফোর্ড; নিউইয়র্ক: অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসআইএসবিএন 9780195305203 
  • ব্যানার্জি, অভিজিৎ (২০০৫)। মেকিং এইড ওয়ার্ক। কেমব্রিজ: এমআইটি প্রেস। আইএসবিএন 9780262026154 
  • ব্যানার্জি, অভিজিৎ; দুফ্লো, এস্তের (২০১১)। পুওর ইকোনমিকস: অ্যা র্যাডিকেল রিথিংকিং অব দ্য ওয়ে টু ফাইট গ্লোবাল পোভার্টি। নিউ ইয়র্ক: পাবলিক এফেয়ার্স। আইএসবিএন 9781610390408 
  • ব্যনার্জি, অভিজিৎ; দুফ্লো, এস্তের, সম্পাদকগণ (২০১৭)। হ্যান্ডবুক অব ফিল্ড এক্সপেরিমেন্ট, ১ম খন্ড। নর্থ-হল্যান্ড। আইএসবিএন 9780444633248 
  • ব্যানার্জি, অভিজিৎ; দুফ্লো, এস্তের, সম্পাদকগণ (২০১৭)। হ্যান্ডবুক অব ফিল্ড এক্সপেরিমেন্ট, ২য় খন্ড। নর্থ-হল্যান্ড। আইএসবিএন 9780444640116 
  • ব্যানার্জি, অভিজিৎ (২০১৯). অ্যা শর্ট হিস্ট্রি অব পোভার্টি মেজারমেন্টস

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ