এইচএসবিসি

এইচএসবিসি হোল্ডিং পিএলসি বা এইচএসবিসি হল একটি বহুজাতিক ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান । যুক্তরাজ্যের লন্ডনে এর সদর দফতর অবস্থিত। এটি পৃথিবীর অন্যতম বৃহৎ ব্যাংক। ১৯৯১ সালে দি হংকং এন্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন থেকে নতুন একটি হোল্ডিং কোম্পানি গঠিত হয়ে এইচএসবিসি তে রূপ নেয়।[৪][৫] এর পূর্বোক্তোন কোম্পানি দি হংকং এন্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন হংকং এবং সাংহাইতে ১৮৬৫ সালে সর্বপ্রথম এর শাখা খোলে।[১]

এইচএসবিসি হোল্ডিং পিএলসি
ধরনপাবলিক লিমিটেড কোম্পানি
আইএসআইএনGB0005405286
শিল্পব্যাংকিং, আর্থিক সেবা
প্রতিষ্ঠাকাল১৮৬৫[১] (হংকং সাংহাই ব্যাঙ্কিং কর্পোরেশন লিমিটেড)
১৯৯১[২] (HSBC Holdings plc)
প্রতিষ্ঠাতাথমাস সথারল্যান্ড
সদরদপ্তরলন্ডন, যুক্তরাজ্য
বাণিজ্য অঞ্চল
বিশ্বব্যাপী
প্রধান ব্যক্তি
ডগলাস ফ্লিন্ট
(চেয়ারম্যান)
স্টুয়ার্ট গালিভার
(সিইও)
পরিষেবাসমূহক্রেডিট কার্ড, সাধারণ ব্যাংকিং, ব্যবসায়িক ব্যাংকিং, বিনিয়োগ ব্যাংকিং, জামানত ঋণ, ব্যক্তিগত ব্যাংকিং, সম্পদ ব্যবস্থাপনা
আয়হ্রাস $৭৫.৬০বিলিয়ন (২০১২)[৩]
সুদ ও করপূর্ব আয়
হ্রাস $২০.৬৪বিলিয়ন (২০১২)[৩]
নীট আয়
হ্রাস $১৪.০২বিলিয়ন (২০১২)[৩]
মোট সম্পদবৃদ্ধি $২.৬৯২ট্রিলিয়ন (২০১২)[৩]
মোট ইকুইটিবৃদ্ধি $১৭৫.২বিলিয়ন (২০১২)[৩]
কর্মীসংখ্যা
২৬০,৫৯১ (২০১২)[৩]
ওয়েবসাইটwww.hsbc.com
www.hsbc.com.bd

আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকা সহ প্রায় ৮৫ টি দেশে এইচএসবিসির প্রায় ৭২০০ টি অফিস রয়েছে। সারা বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা প্রায় ৮৯ মিলিয়ন।[৬] ৩১ ডিসেম্বর ২০১২ এর পরিসংখ্যান অনুযায়ী প্রতিষ্ঠানটির মোট সম্পদের পরিমাণ প্রায় ২.৬৯৩ বিলিয়ন মার্কিন ডলার যার প্রায় অর্ধেক সম্পদ রয়েছে ইউরোপে , মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় রয়েছে চার ভাগের এক ভাগ এবং এশিয়া প্যাসিফিক ও আমেরিকায় রয়েছে বাকী চার ভাগের এক ভাগ।[৩] ফোর্বস ম্যাগাজিনের মতে এটি সম্পদের দিক দিয়ে ২০১২ সালের পৃথিবীর সর্ববৃহৎ ব্যাংক এবং পৃথিবীর ষষ্ঠ বৃহৎ পাবলিক লিমিটেড কোম্পানি।[৭]

এইচএসবিসি মূলত চারটি প্রধান ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এর মধ্যে রয়েছে বিনিয়োগ ব্যাংকিং, গ্লোবাল ব্যাংকিং, সম্পদ ব্যবস্থাপনা ও ব্যক্তিগত ব্যাংকিং।[৮]

ব্যাংকটি বিশ্বের অন্যতম বৃহৎ দুটি শেয়ার বাজার হংকং এবং লন্ডন স্টক মার্কেটে নিবন্ধিত।[৯] ৬ জুলাই ২০১২ এর উপাত্ত অনুযায়ী প্রতিষ্ঠানটির মোট বাজার মূল্য ছিল ১০২.৭ বিলিয়ন মার্কিন ডলার। এটি রয়েল ডাচ শেল কোম্পানির পরে লন্ডন স্টক এক্সচেঞ্জে সর্ববৃহৎ কোম্পানি।[১০]

এইচএসবিসি বাংলাদেশ

এইচএসবিসি বাংলাদেশে ১৯৯৬ সালে কাজকর্ম শুরু করে। এইচএসবিসি বাংলাদেশে প্রাথমিকভাবে শহরাঞ্চলের উপর গুরুত্ত্ব দেয় এবং ঢাকা রাজধানী শহরের অধিকাংশ এলাকায় শাখা খুলে, চট্টগ্রামসিলেট শহরেও শাখা রয়েছে। এইচএসবিসি ব্যাংকের শহরে এটিএম বুথের ভাল সংখ্যা আছে, এবং বেশিভাগের পাঁচ তারকা হোটেলগুলিতেও বুথ রয়েছে।

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

ব্যবসায়িক তথ্য
🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ