ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন ফুটবল ক্লাব

ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন ফুটবল ক্লাব (/ˈbrɒmɪ, -ɪ/, ইংরেজি: West Bromwich Albion Football Club; এছাড়াও ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন এফসি, শুধুমাত্র ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন অথবা ওয়েস্ট ব্রম নামে পরিচিত) হচ্ছে ওয়েস্ট ব্রমউইচ ভিত্তিক একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ফুটবল লিগ ইএফএল চ্যাম্পিয়নশিপে খেলে। এই ক্লাবটি ১৮৭৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ওয়েস্ট ব্রম তাদের সকল হোম ম্যাচ ওয়েস্ট ব্রমউইচের দ্য হোথর্নসে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৬,৬৮৮। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন কার্লোস কোরবেরান এবং সভাপতির দায়িত্ব পালন করছেন লাই গুচান। বর্তমানে ইংরেজ আক্রমণভাগের খেলোয়াড় জেড ওয়ালেস এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন
পূর্ণ নামওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন ফুটবল ক্লাব
ডাকনামদ্য ব্যাগিস, দ্য থোর্স্টলস, দি অ্যালবিয়ন
সংক্ষিপ্ত নামডাব্লিউবিএ, ওয়েস্ট ব্রম, অ্যালবিয়ন
প্রতিষ্ঠিত১৮৭৮; ১৪৬ বছর আগে (1878)
মাঠদ্য হোথর্নস
ধারণক্ষমতা২৬,৮৫২[১]
মালিকচীন লাই গুচান
সভাপতিচীন লি পিউয়ে
ম্যানেজারস্পেন কার্লোস কোরবেরান
লিগইএফএল চ্যাম্পিয়নশিপ
২০২২–২৩৯ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

অ্যালবিয়ন ১৮৮৮ সালে প্রতিস্থিত দ্য ফুটবল লিগের প্রতিষ্ঠাতা সদস্য এবং ক্লাবটির ইতিহাসের অধিকাংশ সময় তারা শীর্ষ স্তরের লিগে অংশগ্রহণ করেছে। ক্লাবটি ১৯১৯–২০ মৌসুমে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করে। এছাড়া তারা ১৯৬৬ সালে ফুটবল লিগ কাপ জয়লাভ করে। ক্লাবটির ঐতিহ্যবাহী জার্সিটি নীল সাদা স্ট্রাইপ যুক্ত। ক্লাবটির পশ্চিম মধ্যপ্রদেশের অন্যান্য দল যেমন অ্যাস্টন ভিলা, উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের সাথে দীর্ঘ সময়ের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে এবং তাদের সাথে ওয়েস্ট ব্রমের খেলাগুলো ব্ল্যাক কাউন্টি ডার্বি হিসেবে পরিচিত।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন