ক্যারিবীয় অঞ্চল

ক্যারিবীয় সাগরের দ্বীপপুঞ্জ

ক্যারিবীয় অঞ্চল (ইংরেজি: Caribbean; স্পেনীয়: Caribe; ওলন্দাজ: ; ফরাসি: Caraïbe বা সাধারণত এন্টিলস) একটি অঞ্চল যা গঠিত ক্যারিবীয় সাগর, এর দ্বীপপুঞ্জসমূহ (এর কিছু কিছু ক্যারিবীয় সাগর দ্বারা ঘেরা এবং কিছু কিছু ক্যারিবীয় সাগর ও উত্তর আটলান্টিক মহাসাগর উভয় দ্বারাই ঘেরা) এবং একে কেন্দ্র করে ঘেরা উপকূল নিয়ে গঠিত। এটি মূলভূখণ্ড উত্তর আমেরিকামেক্সিকো উপসাগরের দক্ষিণপূর্বে, মধ্য আমেরিকার দক্ষিণে ও দক্ষিণ আমেরিকার উত্তরে।

ক্যারিবীয় অঞ্চল
এলাকা২৭,৫৪,০০০ কিমি (১০,৬৩,০০০ মা)
ভূমী এলাকা২,৩৯,৬৮১ কিমি (৯২,৫৪১ মা)
জনসংখ্যা (২০০৯)৩,৯১,৬৯,৯৬২[১]
ঘনত্ব১৫১.৫/কিমি (৩৯২/বর্গমাইল)
জাতিগত গোষ্ঠীআফ্রো ক্যারেবীয়, ইউরোপীয়, ইন্দো ক্যারেবীয়, চীনা ক্যারেবীয়,[২] আমারিন্ডিয়ান্স (আরাওয়াক), ক্যারিবস, টায়নোস)
জাতীয়তাসূচক বিশেষণক্যারেবীয়, ক্যারেবিয়ান, ওয়েস্ট ইন্ডিয়ান
ভাষাস্পেনীয়, ইংরেজি, ফরাসি, ওলন্দাজ
সরকার১৩টি সার্বভৌম রাষ্ট্র
১৭টি নির্ভরশীল অঞ্চল
বৃহত্তম শহরক্যারেবীয় দ্বীপপুঞ্জে শহরের তালিকা
ডোমিনিকান প্রজাতন্ত্র সান্তো দোমিঙ্গো
কিউবা হাভানা
হাইতি পর্তোপ্রাঁস
ডোমিনিকান প্রজাতন্ত্র সান্তিয়াগো দে লস কাবাইয়েরোস
জ্যামাইকা কিংস্টন
কিউবা সান্তিয়াগো দে কিউবা
পুয়ের্তো রিকো স্যান জুয়ান
কিউবা ওলোগিন
মার্তিনিক ফোর্ট দে ফ্রান্স
ত্রিনিদাদ ও টোবাগো পোর্ট অব স্পেন
সময় অঞ্চলইউটিসি-৫ থেকে ইউটিসি-৪

এর অধিকাংশ অংশই ক্যারিবীয় প্লেটে অবস্থিত, এই অঞ্চল ৭০০-এর অধিক দ্বীপপুঞ্জ, ক্ষুদে দ্বীপ, প্রবাল প্রাচীর ও বেলে প্রাচীর দ্বারা গঠিত। ক্যারিবীয় অঞ্চল উত্তরে গ্রেটার এন্টিলস এবং দক্ষিণে লেসার এন্টিলস দ্বারা বিভাজিত।

ভূ-রাজনীতিতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জকে উত্তর আমেরিকার উপাঞ্চল বা উপমহাদেশ হিসেবে বিবেচিত হয়,[৩][৪][৫][৬][৭] যা তিরিশটি সার্বভৌম রাষ্ট্রনির্ভরশীল অঞ্চল নিয়ে গঠিত। ১৯৫৮ সালের ৩ জানুয়ারি থেকে ১৯৬২ সালের ৩১ মে পর্যন্ত ক্যারিবীয় অঞ্চলে ইংরেজি বলা অঞ্চলকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশন নামের একটি ক্ষণস্থায়ী রাষ্ট্র গঠিত হয়েছিল, যারা সকলেই ছিল ব্রিটিশ নির্ভরশীল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এখনও সেই সব অনেক রাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করছে।

ভূগোল

ক্যারিবিয়ার দ্বীপসমূহের তালিকা

রাষ্ট্রসমূহ

  1. ত্রিনিদাদ ও টোবাগো
  2. সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ
  3. সেন্ট লুসিয়া
  4. সেন্ট কিট্‌স ও নেভিস

চিত্রসম্ভার

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ


🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ