গারট্রুড এলিয়ন

গারট্রুড বেল এলিয়ন[২] (ইংরেজি: Gertrude Belle Elion; ২৩শে জানুয়ারি, ১৯১৮ – ২১শে ফেব্রুয়ারি, ১৯৯৯) একজন মার্কিন প্রাণরসায়নবিদ ও ঔষধবিজ্ঞানী, যিনি ১৯৮৮ সালে জর্জ হিচিংস ও স্যার জেমস ব্ল্যাকের সাথে যৌথভাবে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। নতুন ঔষধ উদ্ভাবনের জন্য যুক্তিভিত্তিক ঔষধ নকশাকরণের ব্যবহারের জন্য তাদেরকে এই পুরস্কার প্রদান করা হয়।[৩] ঔষধ নকশাকরণের এই নতুন পদ্ধতিটিতে সাধারণ প্রচেষ্টা ও ত্রুটির পরিবর্তে ঔষধের লক্ষ্য অনুধাবনের উপর জোর দেওয়া হয়। তাঁর গবেষণাকর্মের সূত্র ধরে এইডস নামক সংলক্ষণের বিরুদ্ধে ব্যবহৃত প্রথম ঔষধ এজেডটি নামক রেট্রোভাইরাসরোধক ঔষধটি সৃষ্টি করা হয়। তার অন্যান্য সুপরিচিত গবেষণাকর্মের মধ্যে রয়েছে অঙ্গ প্রতিস্থাপন প্রত্যাখ্যানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ব্যবহৃত প্রথম অনাক্রম্য-অবদমক ঔষধ অ্যাজাথিওপ্রিন এবং হার্পিস সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত প্রথম সফল ভাইরাসনিরোধক ঔষধ অ্যাসাইক্লোভির।[৪]

গারট্রুড এলিয়ন
১৯৮৩ খ্রিস্টাব্দে এলিয়ন
জন্ম
গারট্রুড বেল এলিয়ন

(১৯১৮-০১-২৩)২৩ জানুয়ারি ১৯১৮
মৃত্যু২১ ফেব্রুয়ারি ১৯৯৯(1999-02-21) (বয়স ৮১)
চ্যাপেল হিল, নর্থ ক্যারোলাইনা, US
মাতৃশিক্ষায়তনহান্টার কলেজ
নিউ ইয়র্ক ইউনিভার্সিটি
পুরস্কার
  • Garvan-Olin Medal (1968)
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৮৮)
  • জাতীয় বিজ্ঞান পদক (মার্কিন যুক্তরাষ্ট্র) (১৯৯১)
  • লেমেলসন-এমআইটি পুরস্কার (১৯৯৭)
  • জাতীয় উদ্ভাবকদের National Inventors Hall of Fame (১৯৯১)
  • ForMemRS (১৯৯৫)[১]
বৈজ্ঞানিক কর্মজীবন
প্রতিষ্ঠানসমূহ
ওয়েবসাইটwww.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/1988/elion-bio.html

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ