চীনের সাম্রাজ্য

চীনের সাম্রাজ্য চীনের ইতিহাসের কালানুক্রমিক সাম্রাজ্যগুলোর তালিকা।

চীনের ইতিহাসে বিভিন্ন সাম্রাজ্য ও রাজ্যের সম্ভাব্য অঞ্চল

ইতিহাস

ইতিহাসে কোন সাম্রাজ্যই সহজ স্বাভাবিকভাবে বিবর্তিত হয়ে অন্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় নি। সাম্রাজ্যগুলো অন্য কোন সাম্রাজ্য দ্বারা স্থলাভিষিক্ত হয়েছে কিংবা পরাজিত হয়ে নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। চীনের সাম্রাজ্যগুলোও এই বিবর্তনের নিয়মের বাইরে নয়। ব্যাম্বু অ্যানালস, ক্ল্যাসিকস অব হিস্ট্রি, ইতিহাসের আলেখ্য গ্রন্থ অনুসারে প্রাচীন চীনের প্রথম সাম্রাজ্য হল সিয়া সাম্রাজ্য[১] সম্রাট ইয়ু দ্য গ্রেট এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং তার পরে উত্তরাধিকারী হিসেবে তার পুত্র সিয়া কির সিংহাসনের আরোহণের মধ্য দিয়ে চীনে সাম্রাজ্য প্রথা শুরু হয়।[১] চীনের পৌরাণিক কাহিনী অনুসারে, সিয়া সাম্রাজ্য মিংতিয়া যুদ্ধের মধ্য দিয়ে বিলুপ্ত হয় এবং শাং সাম্রাজ্য গড়ে ওঠে। সিয়া সাম্রাজ্যকে চীনের প্রথম সাম্রাজ্য বলে অনুমান করা হলেও লিখিত ভাষায় বর্ণিত চীনের প্রাচীনতম সাম্রাজ্য হল শাং সাম্রাজ্য। পরবর্তী সময়ে কচ্চপের খোলসের উপর লিখিত লিপি ওরাকল হাড় থেকে এই সময়ের ইতিহাস জানা যায়।[২] প্রাচীন চীনের তৃতীয় ও শেষ সম্রাজ্য ছিল ঝাও সাম্রাজ্য বা চৌ সাম্রাজ্য। এটি চীনের দীর্ঘতম সাম্রাজ্য।[৩] এই সাম্রাজ্য পশ্চিম ও পূর্ব দুই ভাগে বিভক্ত ছিল। পূর্ব ঝাও সাম্রাজ্য আবার শরৎ বসন্ত কালযুদ্ধরত রাজ্য কাল এই দুই সময়কালে বিভক্ত ছিল। যুদ্ধরত রাজ্য কালে সমগ্র চীন সাতটি রাজ্য যুদ্ধে লিপ্ত হয়।[৪]

চীনের প্রথম সামন্ততান্ত্রিক সাম্রাজ্য ছিল কিন সাম্রাজ্য। চীনের প্রথম সম্রাট হিসেবে পরিচিত কিন শি হুয়াং ঝাও সাম্রাজ্য সময়ের সাত যুদ্ধরত রাজ্য বিজয় করে সমগ্র চীনকে একত্রিত করেন এবং এই সাম্রাজ্য গড়ে তুলেন। এই সময়ে প্রথম সম্রাট বিভিন্ন যাযাবর সম্প্রদায়ের আক্রমণ থেকে চীনের নিরাপত্তা জন্য চীনের মহাপ্রাচীর নির্মাণ কাজ শুরু করেন।[৫] পরবর্তী সাম্রাজ্য হান সাম্রাজ্যকে চীনের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য হিসেবে ধরা হয়। এসময়ে চীন সমৃদ্ধির শিখরে পৌঁছালে হান সময়কালকে চীনের ইতিহাসের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়।[৩] এই সাম্রাজ্য সময়ের মধ্যবর্তী সময়ে সিন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলে সাম্রাজ্যটি পশ্চিম ও পূর্ব দুই ভাগে বিভক্ত হয়।[৬] দ্বিতীয় শতাব্দীর শেষের দিকে পূর্ব হান সাম্রাজ্যের অধিপত্য কমতে থাকে এবং চীন পুনরায় বিভিন্ন অঞ্চলে বিভক্ত হওয়া শুরু করে। এই সময়ে চীন ওয়েই, শু ও য়ু এই তিনটি রাজ্যে বিভক্ত হয়, যা পরবর্তীতে জিন সাম্রাজ্য সময়ে পুনরায় একত্রিত হয়।[৭]

পরবর্তী সময়ের চীন আবার উত্তর ও দক্ষিণ সাম্রাজ্যে বিভক্ত হয়ে যায় এবং বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন অঞ্চলসমূহ শাসন করা শুরু করে। ফলে সমগ্র চীনকে শাসন করার মত একক সাম্রাজ্য ছিল না। পশ্চিম ঝাও সাম্রাজ্য সময়ের পরে এই বিভক্তি লক্ষ্যণীয় হয় এবং গণতান্ত্রিক চীন প্রতিষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত এই বিভক্তি ও সংযুক্তি চলতে থাকে। চীনের ইতিহাস লেখার ঐতিহ্য অনুসারে প্রত্যেক নতুন সাম্রাজ্য তার পূর্বের সাম্রাজ্যে ইতিহাস লিখত। এই ঘটনা চক্রে বিচ্ছেদ ঘটে সিনহাই বিপ্লবের ফলে কিং সাম্রাজ্যের পতন হলে, এমনকি কিং সাম্রাজ্যের ইতিহাসের খসড়াও চীনের গৃহযুদ্ধের ফলে হারিয়ে যায়।[৮]

সাম্রাজ্য

সাম্রাজ্যশাসকশাসকের সম্প্রদায়শুরুশেষসময়কাল
নামচীনা

(ঐতিহ্যবাহী

/সরলীকৃত)

পিনয়িনঅর্থ
সংঘবদ্ধ সাম্রাজ্য
সিয়া সাম্রাজ্যXiàসম্প্রদায়-এর নাম(সিয়া শাসক)Sì (姒)খ্রিস্টপূর্ব ২০৭০ অব্দখ্রিস্টপূর্ব ১৬০০ অব্দ৪৭০ বছর
শাং সাম্রাজ্যShāngস্থানের নাম(শাং শাসক)Zǐ (子)খ্রিস্টপূর্ব ১৬০০ অব্দখ্রিস্টপূর্ব ১০৪৬ অব্দ৫৫৪ বছর
পশ্চিম ঝাও সাম্রাজ্য西周Xī Zhōuস্থানের নাম(ঝাও শাসক)জি (姬)খ্রিস্টপূর্ব ১০৪৬ অব্দখ্রিস্টপূর্ব ৭৭১ অব্দ২৭৫ বছর
পূর্ব ঝাও সাম্রাজ্য東周 / 东周Dōng Zhōuস্থানের নাম(ঝাও শাসক)জি (姬)খ্রিস্টপূর্ব ৭৭০ অব্দখ্রিস্টপূর্ব ২৫৬ অব্দ৫১৫ বছর
শরৎ বসন্ত কাল春秋Chūn Qiūইংরেজিতেখ্রিস্টপূর্ব ৭৭০ অব্দখ্রিস্টপূর্ব ৪৭৬ অব্দ২৯৫ বছর
যুদ্ধরত রাজ্য কাল戰國 / 战国Zhàn Guóইংরেজিতেখ্রিস্টপূর্ব ৪৭৬ অব্দখ্রিস্টপূর্ব ২২১ অব্দ২৫৫ বছর
সামন্ততান্ত্রিক সাম্রাজ্য
কিন সাম্রাজ্যQínস্থানের নাম(কিন শাসক)য়িং (嬴)খ্রিস্টপূর্ব ২২১ অব্দখ্রিস্টপূর্ব ২০৬ অব্দ১৫ বছর
পশ্চিম হান সাম্রাজ্য西漢 / 西汉Xī Hànস্থানের নাম(হান শাসক)লিউ (劉)খ্রিস্টপূর্ব ২০৬ বা ২০২ অব্দ৯ খ্রিষ্টাব্দ২১৫ বছর
সিন সাম্রাজ্যXīn"নতুন"(ওয়াং মাং)ওয়াং (王)৯ খ্রিষ্টাব্দ২৩ খ্রিষ্টাব্দ১৪ বছর
পূর্ব হান সাম্রাজ্য東漢 / 东汉Dōng Hànস্থানের নাম(হান শাসক)লিউ (劉)২৫ খ্রিষ্টাব্দ২২০ খ্রিষ্টাব্দ১৯৫ বছর
তিন রাজ্য三國 / 三国Sān Guóইংরেজিতে(তিন রাজ্য শাসক)চাও (曹)
লিউ (劉 / 刘)
সুন (孫 / 孙)
২২০ খ্রিষ্টাব্দ২৮০ খ্রিষ্টাব্দ৬০ বছর
পশ্চিম জিন সাম্রাজ্য西晉 / 西晋Xī Jìnস্থানের নাম(জিন সাম্রাজ্য)সিমা (司馬)২৬৫ খ্রিষ্টাব্দ৩১৭ খ্রিষ্টাব্দ৫২ বছর
পূর্ব জিন সাম্রাজ্য東晉 / 东晋Dōng Jìnস্থানের নাম(জিন শাসক)সিমা (司馬)৩১৭ খ্রিষ্টাব্দ৪২০ খ্রিষ্টাব্দ১০৩ বছর
উত্তর ও দক্ষিণ সাম্রাজ্য南北朝Nán Běi Cháoইংরেজিতে(উত্তর ও দক্ষিণ শাসক)বিভিন্ন৪২০ খ্রিষ্টাব্দ৫৮৯ খ্রিষ্টাব্দ১৬৯ বছর
সুই সাম্রাজ্যSuíডিউক উপাধি(সুই শাসক)ইয়াং (楊)৫৮১ খ্রিষ্টাব্দ৬১৮ খ্রিষ্টাব্দ৩৭ বছর
তাং রাজবংশTángডিউক উপাধি(তাং শাসক)লি (李)৬১৮ খ্রিষ্টাব্দ৯০৭ খ্রিষ্টাব্দ২৮৯ বছর
পাঁচ রাজবংশ ও দশ রাজ্য কাল五代十國

/ 五代十国

Wǔ Dài Shí Guóইংরেজিতে(পাঁচ সাম্রাজ্য ও দশ রাজ্য শাসক)বিভিন্ন৯০৭ খ্রিষ্টাব্দ৯৬০ খ্রিষ্টাব্দ৫৩ বছর
ডালি রাজ্য大理國

/ 大理国

Dà Lǐ Guóস্থানের নাম(ডালি রাজা)ডুয়ান (段)৯৩৭ খ্রিষ্টাব্দ১২৫৩ খ্রিষ্টাব্দ৩১৬ বছর
উত্তর সং রাজবংশ北宋Běi Sòngস্থানের নাম(সং শাসক)ঝাও (趙)৯৬০ খ্রিষ্টাব্দ১১২৭ খ্রিষ্টাব্দ১৬৭ বছর
দক্ষিণ সং রাজবংশ南宋Nán Sòngস্থানের নাম(সং শাসক)ঝাও (趙)১১২৭ খ্রিষ্টাব্দ১২৭৯ খ্রিষ্টাব্দ১৫২ বছর
লিয়াও রাজবংশ / Liáo"বিস্তৃত" বা "লৌহ"
(খাইতান ভাষা)
(লিয়াও শাসক)য়েলু সম্প্রদায় ( ; 耶律)৯০৭ বা ৯১৬ খ্রিষ্টাব্দ১১২৫ খ্রিষ্টাব্দ২০৯ বছর
জিন সাম্রাজ্যJīn"স্বর্ণ"(জিন শাসক)ওয়াংগিয়া
( ; 完顏)
১১১৫ খ্রিষ্টাব্দ১২৩৪ খ্রিষ্টাব্দ১১৯ বছর
পশ্চিম সিয়া西夏Xī Xiàস্থানের নাম(পশ্চিম সিয়া শাসক)লি (李)১০৩৮ খ্রিষ্টাব্দ১২২৭ খ্রিষ্টাব্দ১৮৯ বছর
পশ্চিম লিয়াও西遼Xī Liáo"বিস্তৃত" বা "লৌহ"
(খাইতান ভাষা)
(পশ্চিম লিয়াও শাসক)য়েলু সম্প্রদায় ( ; 耶律)১১২৪ খ্রিষ্টাব্দ১২১৮ খ্রিষ্টাব্দ৯৪ বছর
ইউয়ান রাজবংশYuán"মহৎ" বা "প্রথম স্থান"(ইউয়ান শাসক)বোরজিগিন
(ᠪᠣᠷᠵᠢᠭᠢᠨ; 孛兒只斤)
১২৭১ খ্রিষ্টাব্দ১৩৬৮ খ্রিষ্টাব্দ৯৭ বছর
মিং রাজবংশMíng"উজ্জ্বল"(মিং শাসক)ঝু (朱)১৩৬৮ খ্রিষ্টাব্দ১৬৪৪ বা ১৬৬২ খ্রিষ্টাব্দ২৭৬ বছর
ছিং রাজবংশQīng"পবিত্র"(ছিং শাসক)আইসিন গিওরো
( ᠠᡳᠰᡳᠨ ᡤᡳᠣᡵᠣ; 愛新覺羅)
১৬৩৬ বা ১৬৪৪ খ্রিষ্টাব্দ১৯১২ খ্রিষ্টাব্দ২৬৮ বছর
Timeline graph

আরও দেখুন

  • চীনের ইতিহাস
  • চীনের শাসকদের তালিকা
  • সিয়া–শাং–ঝাও কালানুক্রমিক প্রকল্প

তথ্যসূত্র

গ্রন্থপঞ্জি

  • China Handbook Editorial Committee, China Handbook Series: History (trans., Dun J. Li), Beijing, 1982, 188-89; and Shao Chang Lee, "China Cultural Development" (wall chart), East Lansing, 1984.

বহিঃসংযোগ

  • Columbia University. Dynasties song sung to the tune of "Frère Jacques" that repeats the major Chinese dynasties in chronological order.
🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ