ডিসি কমিকস

মার্কিন কমিক বই প্রকাশনী

ডিসি কমিকস মার্কিন কমিক প্রকাশনী সংস্থা, এটি আমেরিকার অন্যতম বৃহৎ ও প্রাচীন কমিক বই কোম্পানি। ওয়ার্নার ব্রস. গ্লোবাল ব্র‍্যান্ডস অ্যান্ড এক্সপিরিয়েন্স এর অধীনস্থ প্রতিষ্ঠানটি ডিসি এন্টারটেইনমেন্টের এর প্রকাশনা ইউনিট হিসেবে কাজ করে[১][২]। এদের সিংহভাগ প্রকাশনা কাল্পনিক ডিসি ইউনিভার্স বা ডিসি জগৎ নিয়ে। ডিসি ইউনিভার্সে রয়েছে ব্যাটম্যান, সুপারম্যান, ওয়ান্ডার ওম্যান সহ উল্লেখযোগ্য সব আইকনিক চরিত্রের সম্ভার। এছাড়া ডিসি কমিকসের নাম শোনলেই মনে পড়ে ডার্ক সাইড, লেক্স লুথার বা জোকারের মতো বিশ্বখ্যাত কাল্পনিক সুপারভিলেনদের, যারা সুপারহিরোদের ব্যর্থ করতে সবসময়ই প্রস্তুত। প্রতিষ্ঠানটি ডিসি ইউনিভার্সের বাইরেও কমিকস প্রকাশ করে থাকে; ওয়াচম্যান, ভি ফর ভেন্ডাটা, ফ্যাবলস কয়েকটি এর মধ্যে উল্লেখযোগ্য নাম। ভার্টিগো নামেও এরা আরো নানান কমিকস প্রকাশ করে থাকে।

ডিসি কমিকস ইনক্.
ডিসির বর্তমান লোগো
মালিক প্রতিষ্ঠানডিসি এন্টারটেইনমেন্ট
ওয়ার্নার ব্রস.
অবস্থাসক্রিয়
প্রতিষ্ঠাকাল২৫ জুন ১৯৩৪; ৮৯ বছর আগে (1934-06-25)( ন্যাশানাল অ্যালিয়েড পাবলিকেশন হিসেবে)
প্রতিষ্ঠাতাম্যালকম হুইলার-নিকোলসন
দেশযুক্তরাষ্ট্র
সদরদপ্তর২৯০০০ ওয়েস্ট আলামেডা অ্যাভ, বারবাঙ্ক, ক্যালিফোর্নিয়া
পরিবেশনপেঙ্গুইন র‍্যান্ডম হাউজ
প্রধান ব্যক্তি
  • জিম লী ( প্রকাশক, প্রধান নির্বাহী কর্মকর্তা )
  • বব হ্যারিস ( প্রধান সম্পাদক )
প্রকার
  • সুপারহিরো
  • কল্পকথা
  • কল্পবিজ্ঞান কাহিনি
  • অ্যাকশন ফিকশন
  • অ্যাডভেঞ্চার ফিকশন
ওয়েবসাইটwww.dccomics.com

"ডিসি" এসেছে প্রতিষ্ঠানটির জনপ্রিয় সিরিজ ডিটেকটিভ কমিকস থেকে। এই সিরিজেই ব্যাটম্যানকে প্রথমবারের মতো দেখা যায়, পরবর্তীতে সিরিজটি প্রতিষ্ঠানটির নামের সাথে যুক্ত হয়ে যায়।[৩]

র‍্যান্ডম হাউজ ডিসি কমিকসের বই বিপণনের কাজ করে থাকে[৪]; অন্যদিকে ডাইমন্ড কমিক ডিস্ট্রিবিউটরস কমিকস শপ স্পেশালিটি মার্কেটে ডিসির বই সরবরাহ করে[৫]। ২০১৭ এর হিসাব অনুযায়ী আমেরিকার কমিক বই মার্কেটের প্রায় ৭০ শতাংশ ডিসি কমিকস ও ডিসির চিরপ্রতিদ্বন্দ্বী মার্ভেল কমিকস এর দখলে, গ্রাফিক নভেল বিক্রির হিসাব বাদ দিলে হিস্যার চিত্রটা ভিন্ন হতে পারে[৬] । উল্লেখ্য, ওয়ার্নার মিডিয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি ২০০৯ সালে মার্ভেলকে অধিগ্রহণ করে[৭]। সবধরনের বইয়ের বিক্রিবাট্টা মিলিয়ে ডিসি ২য় বৃহত্তম প্রকাশনী। প্রথম ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে ভিজ মিডিয়া ও মার্ভেল[৮]

ডিসি কমিকস প্রতিষ্ঠার অগ্রপথিকেরা
ম্যালকম হুইলার নিকোলসনজেরি সিজেলজো সাস্টারবব কেইনবিল ফিঙ্গারশেল্ডন মায়ারগার্ডনার ফক্স
ডিসি কমিকস এর সহপ্রতিষ্ঠাতাসুপারম্যান চরিত্রের স্রষ্টাসুপারম্যান চরিত্রের স্রষ্টাব্যাটম্যান চরিত্রের স্রষ্টাব্যাটম্যান চরিত্রের স্রষ্টাপ্রথমদিকের প্রতিষ্ঠাতাবিভিন্ন চরিত্রের স্রষ্টা

টিভি ও চলচ্চিত্র ভিত্তিক ইউনিভার্স সমূহ

ডিসি অ্যানিমেটেড ইউনিভার্স

ডিসি অ্যানিমেটেড মুভি ইউনিভার্স

ডিসি অ্যানিমেটেড মুভি ইউনিভার্স (সংক্ষেপে ডিএএমইউ) ডিসির অ্যানিমেশন চলচ্চিত্র ভিত্তিক সহ ইউনিভার্স। ছবিগুলোর প্রযোজনার দায়িত্বে রয়েছে ওয়ার্নার ব্রোস. অ্যানিমেশন এবং ডিসি এন্টারটেইনমেন্ট এবং পরিবেশক হিসেবে কাজ করে ওয়ার্নার হোম ভিডিও। ছবিগুলো ডিসির কমিক অবলম্বনে নির্মিত ডিসি ইউনিভার্স অ্যানিমেটেড অরিজিনাল মুভিজ এর অংশ। ছবিগুলোর কাহিনি দ্য নিউ ৫২ এর কাহিনিধারা অনুসরণ করে, একই ইউনিভার্সের অধীনে হওয়ায় ছবিগুলোকে পরস্পরের সাথে সংযুক্ত রাখা হয়। প্রথম ছবি জাস্টিস লীগ: ফ্ল্যাশপয়েন্ট প্যারাডক্স মুক্তির পর ২০১৯ সাল পর্যন্ত মোট ১৪টি ছবি মুক্তি পেয়েছে।[৯]

ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্স

চলচ্চিত্র

সালচলচ্চিত্রনির্মাতাকাহিনিকারচিত্রনাট্যকারউৎসপ্রযোজনাবাজেটআয়
২০০৫ব্যাটম্যান বিগিনসক্রিস্টোফার নোলানডেভিড এস গয়ারক্রিস্টোফার নোলান এবং ডেভিড এস গয়ারবব কেইন ও বিল ফিঙ্গার কর্তৃক 
ব্যাটম্যান
ওয়ার্নার ব্রোস. / লিজেন্ডারি পিকচার্স / প্যাটালেক্স থ্রি প্রডাকশন / সিনকপি$১৫৯ মিলিয়ন$৩৭৪.২ মিলিয়ন
২০০৬সুপারম্যান রিটার্নসব্রিয়ান সিঙ্গারব্রিয়ান সিঙ্গার, মাইকেল ডটার্টি এবং ড্যান হ্যারিসমাইকেল ডটার্টি এবং ড্যান হ্যারিসজেরি সিগাল এবং কর্তৃক 
সুপারম্যান
ওয়ার্নার ব্রোস. / লিজেন্ডারি পিকচার্স / ব্যাড হ্যাট হ্যারি প্রডাকশনস / জন পিটার্স$২০৪ মিলিয়ন$৩৯১.১ মিলিয়ন
২০০৮দ্য ডার্ক নাইটক্রিস্টোফার নোলানক্রিস্টোফার নোলান এবং ডেভিড এস গয়ারজোনাথন নোলানএবং ক্রিস্টোফার নোলানব্যাটম্যানওয়ার্নার ব্রোস. / লিজেন্ডারি পিকচার্স / প্যাটালেক্স থ্রি প্রডাকশন / সিনকপি$১৮৫ মিলিয়ন$১.০০৫ বিলিয়ন
২০০৯ওয়াচমেনজ্যাক স্নাইডারডেভিড হ্যায়টার ও অ্যালেক্স সেঅ্যালান মুর ও ডেভ গিবন্স কর্তৃক 
ওয়াচমেন
ওয়ার্নার ব্রোস. / লিজেন্ডারি পিকচার্স / প্যারামাউন্ট পিকচার্স / লরেন্স গর্ডন$১৩০ মিলিয়ন$১৮৫.৩ মিলিয়ন
২০১০জোনাহ হেক্সজিমি হ্যাওয়ার্ডনেভেল্ডাইন/টেইলর এবং উইলিয়াম ফার্মারনেভেল্ডাইন/টেইলরজন অ্যালবানো ও টনি ডিজুনিগা কর্তৃক 
জোনাহ হেক্স
ওয়ার্নার ব্রোস. / লিজেন্ডারি পিকচার্স / প্যারামাউন্ট পিকচার্স / উইড রোড পিকচার্স / আকিভস গোল্ডস্ম্যান$৪৭ মিলিয়ন$১০.৯ মিলিয়ন
২০১১গ্রিন ল্যান্টার্নমার্টিম ক্যাম্পবেল'গ্রেগ বারলান্টি, মাইকেল গ্রিন (লেখক) ও মার্ক গাগেনহাইমগ্রেগ বারলান্টি, মাইকেল গ্রিন (লেখক) ও মার্ক গাগেনহাইমগ্রেগ বারলান্টি, মাইকেল গ্রিন, মার্ক গাগেনহাইম ও মাইকেল গোল্ডেলবার্গওয়ার্নার ব্রোস. / ডে লাইন পিকচার্স$ ২০০ মিলিয়ন২১৯.৯ মিলিয়ন
২০১২দ্য ডার্ক নাইট রাইজেসক্রিস্টোফার নোলানক্রিস্টোফার নোলান এবং ডেভিড এস গয়ারক্রিস্টোফার নোলান এবং জোনাথন নোলানব্যাটম্যানওয়ার্নার ব্রোস. / লিজেন্ডারি পিকচার্স / সিনকপি$২৩০ মিলিয়ন$১.০৮৫ বিলিয়ন
২০১৩ম্যান অভ স্টিলজ্যাক স্নাইডার'ক্রিস্টোফার নোলান এবং ডেভিড এস গয়ারডেভিড এস গয়ারসুপারম্যানওয়ার্নার ব্রোস. / লিজেন্ডারি পিকচার্স / প্যাটালেক্স থ্রি প্রডাকশন / সিনকপি$২২৫ মিলিয়ন$৬৬৮ মিলিয়ন
২০১৬ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অভ জাস্টিসজ্যাক স্নাইডারক্রিস টেরিও ও ডেভিড এস গয়ারব্যাটম্যান
সুপারম্যান
ওয়ার্নার ব্রোস. / র‍্যাটপ্যাক এন্টারটেইনমেন্ট / আটলাস এন্টারটেইনমেন্ট / ক্রুয়েল অ্যান্ড আনইউজুয়াল ফিল্মস$২৫০ মিলিয়ন$৮৭৩.৬ মিলিয়ন
২০১৭দ্য লেগো ব্যাটম্যান মুভিক্রিস ম্যাকক্যায়সেথ গ্রাহাম-স্মিথসেথ গ্রাহাম-স্মিথ, ক্রিস ম্যাককেনা, এরিক সমার্স, জ্যারেড স্টার্ন এবং জন উইংটনব্যাটম্যানওয়ার্নার ব্রোস. / দ্য লেগো গ্রুপ / ওয়ার্নার ব্রোস অ্যানিমেশন / র‍্যাটপ্যাক এন্টারটেইনমেন্ট / লর্ড মিলার প্রডাকশনস / ভার্টিগো এন্টারটেইনমেন্ট$৮০ মিলিয়ন[১০]$৩১০.৭ মিলিয়ন[১১]
ওয়ান্ডার ওমেনপ্যাটি জ্যানকিন্সজ্যাক স্নাইডার এবং জ্যাসন ফাচঅ্যালান হাইনবার্গওয়ান্ডার ওমেনওয়ার্নার ব্রোস. / র‍্যাটপ্যাক এন্টারটেইনমেন্ট / আটলাস এন্টারটেইনমেন্ট / ক্রুয়েল অ্যান্ড আনইউইউয়াল ফিল্মস$১৫০ মিলিয়ন [১২]$৮২১.৮ মিলিয়ন [১৩]
জাস্টিস লীগজ্যাক স্নাইডারক্রিস টেরিও এবং জ্যাক স্নাইডারক্রিস টেরিও এবং জস ওয়েহডনজাস্টিস লীগ - গার্ডনার ফক্সওয়ার্নার ব্রোস. / র‍্যাটপ্যাক এন্টারটেইনমেন্ট / আটলাস এন্টারটেইনমেন্ট / ক্রুয়েল অ্যান্ড আনইউইউয়াল ফিল্মস$৩০০ মিলিয়ন$৬৫৭.৯ মিলিয়ন [১৪]
২০২০জোকারটড ফিলিপসটড ফিলিপস ও স্কট সিলভারজোকার - বব কেইন, বিল ফিঙ্গার ও জেরি রবিনসনওয়ার্নার ব্রোস. পিকচার্স / ডিসি এন্টারটেইনমেন্ট / জয়েন্ট ইফোর্ট/ সাইকেলিয়া প্রডাকশনস$৫৫ - ৭০ মিলিয়ন[১৫]$১.০৬১ বিলিয়ন[১৬]
২০২০বার্ডস অভ প্রেক্যাথি ইয়ানক্রিস্টিন হডসনবার্ডস অভ প্রে - জর্ডান বি গরফিনকেল ও চাক ডিক্সনওয়ার্নাস ব্রোস. পিকচার্স / ডিসি ফিল্মস / লাকিচ্যাপ এন্টারটেইনমেন্ট / ক্রল অ্যান্ড কোং এন্টারটেইনমেন্ট / ক্লাবহাউজ$৮২ - ১০০ মিলিয়ন[১৭]$১৭৯.৫ মিলিয়ন[১৮]

সমালোচক ও দর্শক প্রতিক্রিয়া

ছবিরটেন টমাটোসমেটা ক্রিটিকসিনেমা স্কোর
ব্যাটম্যান বিগিনস৮৪% (২৭৮টি রিভিউ বা পর্যালোচনা)[১৯]৭০ (৪১টি রিভিউ বা পর্যালোচনা)[২০]
সুপারম্যান রিটার্নস৭৫% (২৬৩ টি রিভিউ)[২১]৭২ (৪০টি রিভিউ)[২২]বি+
দ্য ডার্ক নাইট৯৪% (৩৩৪টি রিভিউ)[২৩]৮২ (৩৯টি রিভিউ)[২৪]
ওয়াচম্যান৬৪% (305টি রিভিউ)[২৫]৫৬ (৩৯টি রিভিউ)[২৬]বি
জোনাহ হেক্স১২% (১৪৯টি রিভিউ)[২৭]৩৩ (৩২টি রিভিউ)[২৮]সি+
গ্রিন ল্যান্টার্ন২৬% (২৩৬টি রিভিউ)[২৯]৩৯ (৩৯ টি রিভিউ)[৩০]বি
দ্য ডার্ক নাইট রাইজেস৮৭% (৩৫৮ টি রিভিউ)[৩১]৭৪ (৪৫টি রিভিউ)[৩২]
ম্যান অভ স্টিল৫৬% (৩২৯টি রিভিউ)[৩৩]৫৫ (৪৭টি রিভিউ)[৩৪]এ−
ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান : ডন অভ জাস্টিস২৮% (৪১১ টি রিভিউ)[৩৫]৪৪ (৫১টি রিভিউ)[৩৬]বি
সুইসাইড স্কোয়াড২৭% (৩৬২টি রিভিউ)[৩৭]৪৯ (৫৩টি রিভিউ)[৩৮]বি+
দ্য লেগো ব্যাটম্যান মুভি৯০% (৩০১টি রিভিউ)[৩৯]৭৫ (৪৮টি রিভিউ)[৪০]এ−
ওয়ান্ডার ওমেন৯৩% (৪৩৩ টি রিভিউ)[৪১]৭৬ (৩৬টি রিভিউ)[৪২]
জাস্টিস লীগ৪০% (৩৭৭টি রিভিউ)[৪৩]৪৫ (৫২টি রিভিউ)[৪৪]বি+
টিন টাইটান গো! টু দ্য মুভিজ৯১% (১২১টি রিভিউ)[৪৫]৬৯ (২৫টি রিভিউ)[৪৬]বি+
আকুয়াম্যান৬৬% (৩৭৪টি রিভিউ)[৪৭]৫৫ (৪৯জন সমালোচকের মতামতের ভিত্তিতে)[৪৮]এ−
শ্যাজাম!৯১% (৩৭৮টি রিভিউ)[৪৯]৭২ (৫২জন সমালোচকের মতামতের ভিত্তিতে)[৫০]
জোকার৬৯% (৫২৪ টি রিভিউ)[৫১]৫৯ (৫৮ টি রিভিউ)[৫২]বি+
বার্ডস অভ প্রে৭৯% (৩৪২টি রিভিউ )[৫৩]৬০ (৫৯ টি রিভিউ)[৫৪]বি+
গড় হিসাব৬৭%৫৭বি+

ডিসি ইউনিভার্স

ডিসি ইউনিভার্স ডিসি এন্টারটেইনমেন্ট এর ভিডিও অন ডিমান্ড পরিষেবা। ২০১৭ এর এপ্রিলে এর ঘোষণা দেওয়া হয়; নাম ও পরিষেবার বিষয়ে ২০১৮ এর মে মাসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এর মাধ্যমে ডিসির নিজস্ব টেলিভিশন প্রোগ্রাম, অ্যানিমেটেড সিরিজ ও চলচ্চিত্র, বিভিন্ন কমিকস, ডিসি অনুরাগীদের জন্য আলোচনাসভা, বিভিন্ন পণ্য সামগ্রীর সম্ভার সহ নানা সেবা পাওয়া যায়।[৫৫][৫৬][৫৭][৫৮]

ডিজিটাল পরিবেশনা

ডিসি কমিকসের কন্টেন্ট বা আধেয়গুলো বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যায়।

নিখরচা পরিষেবা: ২০১৫ তে হুপলা ডিজিটালকে ডিসির কমিক পরিবেশনের জন্য প্রথম লাইব্রেরি-ভিত্তিক ডিজিটাল সিস্টেম হিসেবে ঘোষণা দেওয়া হয়। [৫৯]

অর্থের বিনিময়ে পরিষেবা: গুগল প্লে, কমিক্সোলজি। [৬০]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ