দমন ও দিউ

ভারতের প্রাক্তন কেন্দ্রশাসিত অঞ্চল

দমন ও দিউ (গুজরাটিতে: દમણ અને દિવ দামাণ্‌ আনে দিউ, মারাঠিতে: दमण आणि दीव দামাণ্‌ আণি দিউ, ইংরেজিতে: Daman and Diu ডামান্‌ অ্যান্ড্‌ ডিউ) ভারতের প্রাক্তন কেন্দ্রশাসিত অঞ্চল।

দমন ও দিউ
Damão e Diu
દમણ અને દીવ
दमण आणि दीव
কেন্দ্রশাসিত
দমন ও দিউয়ের অফিসিয়াল লোগো
দমন ও দিউ-এর সীল
দমন ও দিউ ভারত-এ অবস্থিত
দমন ও দিউ
দমন ও দিউ
স্থানাঙ্ক: ২০°২৫′ উত্তর ৭২°৫০′ পূর্ব / ২০.৪২° উত্তর ৭২.৮৩° পূর্ব / 20.42; 72.83
রাষ্ট্রভারত
রাজ্যদমন ও দিউ
স্থাপিত৩০ মে, ১৯৮৭
রাজধানীদমন
সরকার
 • প্রশাসকবি.এস. ভাল্লা, IAS
আয়তন
 • মোট১০২ বর্গকিমি (৩৯ বর্গমাইল)
এলাকার ক্রম৫ম (among u.t.)
জনসংখ্যা (2011)
 • মোট২,৪২,৯১১
 • ক্রম6th (among union territories)
 • জনঘনত্ব২,৪০০/বর্গকিমি (৬,২০০/বর্গমাইল)
ভাষা
 • দাপ্তরিকইংরেজি, গুজরাটি, হিন্দি, মারাঠি
সময় অঞ্চলIST (ইউটিসি+5:30)
আইএসও ৩১৬৬ কোডIN-DD
No. of districts2
HDIবৃদ্ধি 0.754 (2005)
HDI Categoryhigh

ইতিহাস

৪৫০ বছরেরও বেশি সময় ধরে আরব সাগর উপকূলে দমন (পর্তুগিজ: দামেসো) এবং দিউ উপকূলীয় ছিটমহলগুলি গোয়া এবং দাদরা এবং নগর হাভেলি মত পর্তুগিজ ভারতের অংশ ছিল। ১৯৬১ সালের ১৯ ডিসেম্বর সামরিক বিজয়ের মাধ্যমে গোয়া, দমন ও দিউকে ভারত প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত করা হয়। পর্তুগাল ১৯৭৪ সালের কার্নেশন বিপ্লবের আগ পর্যন্ত এই অঞ্চলগুলিকে ভারতীয় প্রজাতন্ত্রে সংযোজনের স্বীকৃতি দেয়নি।

গোয়া, দমন ও দিউ অঞ্চলটি ১৯৮৭ সাল পর্যন্ত একক কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে পরিচালিত হয়, ১৯৮৭ সালে গোয়াকে রাজ্য করা হলেও দমন ও দিউকে পৃথক কেন্দ্রশাতিত অঞ্চল হিসাবে রাখা হয়। প্রতিটি ছিটমহল কেন্দ্রশাসিত অঞ্চলটির দুটি জেলার একটি নিয়ে গঠিত। দমন এবং দিউ সড়কপথে একে অপর থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরত্বে অবস্থিত।

জনসংখ্যাতাত্ত্বিক

সাক্ষরতা

২০১১ সালের আদম শুমারি অনুসারে দমন ও দিউর সাক্ষরতার হার ৮৭.১%, যা জাতীয় গড় ৭৪.০৪% এর চেয়ে বেশি। পুরুষ এবং মহিলাদের সাক্ষরতার হার যথাক্রমে ৯১.৫ এবং ৭৯.৫ শতাংশ।

দমন ও দিউর সাক্ষরতার হার
পুরুষ
  
৯১.৫%
মহিলা
  
৭৯.৫%
মোট
  
৮৭.১%

লিঙ্গ অনুপাত

২০১১ সালের আদমশুমারি অনুসারে, ভারতে সর্বনিম্ন মহিলা-থেকে-পুরুষের অনুপাত (প্রতি হাজার পুরুষের বিপরীতে ৬১৮ জন মহিলা) দমন ও দিউতে রেকর্ড করা হয়।[১] দমন জেলার নারী-থেকে-পুরুষের অনুপাত ছিল .৫৩৩ যা ছিল সমস্ত জেলাগুলির মধ্যে নিম্নতম।

ধর্ম

দমন ও দিউয়ের সর্বপ্রধান ধর্ম হিন্দু ধর্ম । হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে সংখ্যাগরিষ্ঠ । মুসলমানরা এই অঞ্চলে দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী এবং এরপরে খ্রিস্টানরা রয়েছে।

দমন ও দিউতে ধর্ম[২]
হিন্দুধর্ম
  
৯০.৫০%
ইসলাম
  
৭.৯২%
খ্রিস্টান
  
১.১৬%
অন্যান্য
  
০.৪১%

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ