দাভিদ ভিয়া

স্পেনের ফুটবল তারকা

ডেভিড ভিয়া (ইংরেজি: David Villa; স্পেনীয় উচ্চারণ: [daˈβið ˈβiʎa]; জন্মঃ ৩ ডিসেম্বর ১৯৮১) স্পেনীয় পেশাদার ফুটবলার যিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) এর ক্লাব নিউইয়র্ক সিটি এফসি এবং স্পেন জাতীয় দল এর হয়ে স্ট্রাইকার হিসেবে খেলেন।

ডেভিড ভিয়া
ডেভিড ভিয়া সালে এ্যাথলেটিকো মাদ্রিদ এর হয়ে খেলছেন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামডেভিড ভিয়া সনছেজ[১]
জন্ম (1981-12-03) ৩ ডিসেম্বর ১৯৮১ (বয়স ৪২)[২]
জন্ম স্থানল্যাংরো, স্পেন
উচ্চতা১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)[৩]
মাঠে অবস্থানস্ট্রাইকার
ক্লাবের তথ্য
বর্তমান দল
নিউ ইয়র্ক সিটি
জার্সি নম্বর
যুব পর্যায়
১৯৯১–১৯৯৯ল্যাংরো
১৯৯৯-২০০০স্পোর্তিং গিহন
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
২০০০–২০০১স্পোর্তিং গিহন বি৬৫(২৫)
২০০১–২০০৩স্পোর্তিং গিহন৮০(৩৮)
২০০৩–২০০৫রিয়াল জারাগোজা৭৩(৩২)
২০০৫–২০১০ভালেনসিয়া১৬৬(১০৮)
২০১০–২০১৩বার্সেলোনা৭৭(৩৩)
২০১৩–২০১৪আতলেতিকো মাদ্রিদ৩৬(১৩)
২০১৪–নিউ ইয়র্ক সিটি১০৪(৭১)
২০১৪–২০১৫→ মেলবোর্ন সিটি (ধারে)(২)
জাতীয় দল
২০০০–২০০৩স্পেন অনূর্ধ্ব-২১(০)
২০০৫–স্পেন৯৮(৫৯)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৬ মে ২০১৮ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ভিয়া ২০০৫ সালের স্পেন জাতীয় দলে হয়ে তার আন্তর্জাতিক অঙ্গনে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি চারটি প্রধান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং ২০০৮ সালের ইউরো এবং ২০১০ সালে স্পেন জাতীয় দলের বিশ্বকাপ জয়ী দলের অবিচ্ছেদ্য একজন সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এছাড়াও তিনি ২০০৬ সালের বিশ্বকাপে ৩টি গোল করেন, ২০০৮ সালে ইউরো কাপে সর্ব্বোচ্চ গোলদাতার মর্যাদা এবং ২০১০ সালের বিশ্বকাপে সিলভার বুট অর্জন করেন। তিনি হলেন প্রথম কোন স্প্যানিশ খেলোয়াড় যিনি ৫০টি আন্তর্জাতিক গোল করেন এবং ৯৭ ম্যাচে ৫৯টি গোল নিয়ে ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপে আন্তর্জাতিক খেলা থেকে অবসরগ্রহণ করেন। তিনি স্পেনের সর্বকালের সর্ব্বোচ্চ গোলদাতা এবং বিশ্বকাপে ৯টি গোল নিয়েও তিনি দেশের হয়ে সর্ব্বোচ্চ গোলদাতার মর্যাদা অর্জনকারী একমাত্র খেলোয়াড়।[৪]

বাল্যকাল ও প্রাথমিক ক্যারিয়ার

ভিয়া উত্তর স্পেনের অঞ্চল তুইল্লা, ল্যাঙ্গিরিও, আস্তুরিয়াস এর একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জোসে ম্যানুয়েল ভিয়া, যিনি একজন খনিজীবী।[৫][৬] ডেভিড ভিয়ার বাবার স্বপ্ন ছিল ছেলে বড় ফুটবলার হবে। মূলত বাবার অনুপ্রেরণাতেই ভিয়ার ফুটবল জগতে আসা। ২০০০ সালে স্পোর্টিং ডি গিজন ক্লাবের হয়ে স্প্যানিশ সেকেন্ড ডিভিশনে তিনি পেশাদার ফুটবল শুরু করেন। এরপর লা লীগায় জারগোজা ক্লাবের হয়ে অভিষেক ঘটে ভিয়ার। সেখানে ৭৩ খেলায় ৩১ গোল করেন।

ক্লাব ক্যারিয়ার

ভালেনসিয়া

২০০৫ সালে তিনি ভালেনসিয়ার সাথে চুক্তিবদ্ধ হন। সেবার ২০০৫-২০০৬ মৌসুমে ২৫টি গোল করে ভিয়া লা লীগার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হন। ২০০৬-২০০৭ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লীগে তার অভিষেক ঘটে।

বার্সেলোনা

২০১০ সালের ১৯ মে তিনি ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে তিনি বার্সেলোনার সঙ্গে ৪ বছরের জন্য চুক্তিবদ্ধ হন[৭][৮]। ক্লাবে তাকে তার প্রিয় ৭ নম্বর জার্সি দাওয়া হয়। ডেভিড ভিয়া বার্সেলোনার হয়ে নিয়মিত গোল করে ও গোল করিয়ে যাচ্ছেন। তিনি ২৯ নভেম্বর ২০১০-এর এল ক্লাসিকোতে দলের ৫-০ জয়ের প্রথম ২টি গুরুত্বপূর্ণ গোল করেন[৯]

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০০৬ সালের শেষের দিক থেকেই ভিয়া স্পেন জাতীয় ফুটবল দলের একজন গুরুতবপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে নেন । ২০০৮ সালের ইউরো কাপে তিনি গোল্ডেন বুট লাভ করেন[১০]। ২০১০ সালের বিশ্বকাপে ভিয়া অসাধারণ দক্ষতার পরিচয় দেন। তিনি এ আসরে ৫টি গোল করে সিলভার শু অর্জন করেন। ২০১১ সালের ২৫ মার্চ মাসে তিনি রাউলকে অতিক্রম করে স্পেন জাতীয় দলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোল করেন।

ব্যক্তিগত জীবন

ব্যক্তিগত জীবনে ভিয়া বিবাহিত। ২০০৩ সালে তিনি বাল্যবান্ধবী প্যাট্রিসিয়া গঞ্জালেজকে বিয়ে করেন। তিনি তিন সন্তানের জনক।

কর্মজীবনের পরিসংখ্যান

ক্লাব

২০১৪ সালের মে মাসের হিসাব অনুযায়ী[১১][১২][১৩]

ক্লাবমৌসুমলীগকাপ[nb ১]মহাদেশ[nb ২]সর্বমোট
এপসগোলসহযোগীএপসগোলসহযোগীএপসগোলসহযোগীএপসগোলসহযোগী
স্পোর্টিং গিজন বি১৯৯৯–২০০০৩০১২৩০১২
২০০০–০১৩৫১৩৩৫১৩
মোট৬৫২৫৬৫২৫
স্পোর্টিং গিজন২০০০–০১
২০০১–০২৪০১৮৪৪২০
২০০২–০৩৩৯২০৪০২০
মোট৮০৩৮৮৫৪০
জারাগোজা২০০৩–০৪৩৮১৭1৪৬২১
২০০৪–০৫৩৫১৫১০৪৬২০
মোট৭৩৩২১১১০৯২৪১১৪
ভালেনসিয়া২০০৫–০৬৩৫২৫৪০২৮
২০০৬–০৭৩৬১৫১২১১৪৯২০১৭
২০০৭–০৮৩০১৮৪৩২২১১
২০০৮–০৯৩৩২৮৪০৩০
২০০৯–১০৩২২১১১৪৫২৮১০
মোট১৬৬১০৭৩৮১৬৩৫১৭১০২১৭১২৮৫৩
বার্সেলোনা২০১০–১১৩৪১৮১২৫২২৩
২০১১–১২১৫২৪
২০১২–১৩২৮১০৪০১৬
মোট৭৭৩৩১৩১৪২৫১১৬৪৮১৭
আতলেতিকো মাদ্রিদ২০১৩–১৪৩৬১৩৪৭১৫
মোট৩৬১৩৪৭১৫
নিউ ইয়র্ক সিটি এফসি২০১৫---
মোট
কর্মজীবনের সর্বমোট৪৯৭২৪৮৬৫৪৮২১৭৭২৮১৬৬২২২৯৭৮৮

আন্তর্জাতিক

ভিয়া (৭ নাম্বার) অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচে নামার আগে স্পেন জাতীয় দলের সঙ্গে তোলা ছবির দৃশ্য

আন্তর্জাতিক পরিসংখ্যান

২০১৩ সালের ২০ জুন এর হিসাব মোতাবেক

জাতীয় দলক্লাববছরবন্ধুত্বপূর্ণপ্রতিযোগিতামোট
এপসগোলএপসগোলএপসগোলঅনুপাত
স্পেনজারাগোজা২০০৪–০৫[১৪]0
ভালেনসিয়া২০০৫–০৬[১৪]১২0.42
২০০৬–০৭[১৫]১১0.64
২০০৭–০৮[১৬]১২0.5
২০০৮–০৯[১৭]১০১৪১৩0.93
২০০৯–১০[১৮]১৫১১0.73
বার্সেলোনা২০১০–১১[১৯]১১0.42
২০১১–১২[২০]0.67
২০১২–১৩[২১]0.63
কর্মজীবনের মোট[২২][২৩]৩৬১৭৫৫৩৯৯১৫৬0.62

মন্তব্য: প্রতিটি মৌসুম সেপ্টেম্বর - আগস্ট

অর্জন

ক্লাব

রিয়াল জারাগোজা
ভালেনসিয়া
বার্সেলোনা
এ্যাটলেটিকো মাদ্রিদ

দেশ

স্পেন

নোট

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ