পাবমেড সেন্ট্রাল

টেমপ্লেট:তথ্যছক গ্রন্থপঞ্জির উপাত্তভাণ্ডারপাবমেড সেন্ট্রাল (PMC) একটি মুক্ত ডিজিটাল সংগ্রহস্থল, যেখানে 'চিকিৎসা জীববিজ্ঞান' এবং জীবন বিজ্ঞান জার্নালসমূহে প্রকাশিত হয়েছে এমন উন্মুক্ত প্রবেশাধিকার যুক্ত পাণ্ডিত্যপূর্ণ নিবন্ধসমূহ আর্কাইভ করা হয়। ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন (এনসিবিআই) দ্বারা বিকশিত একটি বৃহৎ গবেষণা ডাটাবেজ হিসেবে, পাবমেড সেন্ট্রাল একটি নথিপত্র সংগ্রহস্থলের (ডকুমেন্ট রিপোজিটরির) থেকেও বেশিকিছু। পিএমসির কাছে যেগুলো জমা হয় সেগুলোকে বর্ধিত মেটাডেটা, মেডিকেল তত্ত্ববিদ্যা (Medical ontology) এবং অনন্যরূপে শনাক্তকরণের জন্য সূচকযুক্ত ও ফরম্যাট করা হয়, যা প্রতিটি নিবন্ধের জন্য এক্সএমএল কাঠামোগত ডাটা সমৃদ্ধ করে।[১] পিএমসির মধ্যে থাকা সামগ্রীগুলোর সাথে অন্যান্য এনসিবিআই ডাটাবেজের সংযোগ স্থাপন করা যেতে পারে; এন্ট্রেজ (Entrez) অনুসন্ধান ও সংগ্রহ পদ্ধতির মাধ্যমে খুব সহজে এই সামগ্রীগুলোতে প্রবেশ করা যেতে পারে; যার ফলে সাধারণ জনগণ পিএমসির বায়োমেডিকেল জ্ঞানের ভিত্তিতে অত্যন্ত দক্ষতার সহিত আবিষ্কার এবং অধ্যয়ন করতে পারে।[২]

পাবমেড সেন্ট্রাল এবং পাবমেড দুটি স্বতন্ত্র ক্ষেত্র।[৩] পাবমেড সেন্ট্রাল পূর্ণ নিবন্ধগুলোর একটি মুক্ত ডিজিটাল সংরক্ষণাগার। যেকোন ব্যক্তি যেকোন জায়গা থেকে ওয়েব ব্রাউজারের মাধ্যমে পিএমসি-তে প্রবেশ (পুনর্ব্যবহারের বিভিন্ন বিধান সহ) করতে পারেন। অপরদিকে, যদিও পাবমেড বায়োমেডিকেল উদ্ধৃতি ও বিমূর্তের একটি অনুসন্ধানযোগ্য ডাটাবেজ, পূর্ণ-পাঠ্য নিবন্ধটি অন্য কোথাও (মুদ্রণ বা অনলাইন সংস্করণ, বিনামূল্যে বা পরিশোধকৃত গ্রাহক পরিষেবার অন্তরালে) থাকে।

পিএমসিআইডি

পিএমসিআইডি (পাবমেড সেন্ট্রাল আইডেন্টিফায়ার), যা পিএমসি রেফারেন্স নম্বর হিসেবেও পরিচিত, হল পাবমেড সেন্ট্রাল ডাটাবেজের জন্য একটি গ্রন্থপঞ্জি শনাক্তকারী, অনেকটা পিএমআইডি যেমন পাবমেড ডাটাবেজের জন্য একটি গ্রন্থপঞ্জি শনাক্তকারী। তবে যাইহোক, দুটি শনাক্তকারী সম্পূর্ণ আলাদা। এটিতে প্রথমে লেখা থাকে "পিএমসি", এর পরে সাতটি সংখ্যার একটি ধারা (String[৪]) থাকে । ফর্ম্যাটটি হল: [৫]

  • পিএমসিআইডিঃ পিএমসি১৮৫২২২২১; (মূল ইংরেজিতে- PMCID: PMC1852221)

জাতীয় স্বাস্থ্য ইনস্টিউট (National Institutes of Health বা NIH [৬]) পুরষ্কারের জন্য আবেদনকারী লেখকদের আবেদনপত্রে পিএমসিআইডি উল্লেখ করা একটি আবশ্যিক শর্ত।

বহিঃসংযোগ

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ