বেন ফেরিঙ্গা

রসায়নে ডাচ নোবেল বিজয়ী

বের্নার্ড ল্যুকাস "বেন" ফেরিঙ্গা (ওলন্দাজ উচ্চারণ: [ˈbɛrnɑrt ˈlykɑs ˈbɛn ˈfeːrɪŋɣaː]; জন্ম: ১৮ মে, ১৯৫১) ঘ্রোনিঙেন এলাকায় জন্মগ্রহণকারী বিশিষ্ট ওলন্দাজ কৃত্রিম জৈব রসায়নবিদ। আণবিক ন্যানোপ্রযুক্তি এবং সমজাতীয় অনুঘটন বিশেষজ্ঞ। তিনি স্ট্রাটিং রসায়ন ইনস্টিটিউটের[২] ইয়াকোবুস হেনরিকুস ফান্ট হফ আণবিক বিজ্ঞান বিভাগের ডিস্টিংগুইসড অধ্যাপক।[৩][৪] এছাড়াও, নেদারল্যান্ডসের ঘ্রোনিঙেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষানুক্রমিক অধ্যাপক ও রয়্যাল নেদারল্যান্ডস বিজ্ঞান একাডেমির বিজ্ঞান বিভাগের পরিচালনা কমিটির সভাপতি তিনি।[৫]

বেন ফেরিঙ্গা
২০১৭ সালে বেন ফেরিঙ্গা
জন্ম
বের্নার্ড ল্যুকাস ফেরিঙ্গা

(1951-05-18) ১৮ মে ১৯৫১ (বয়স ৭২)
বার্ঘার-কোম্পাসকুয়াম, নেদারল্যান্ডস
জাতীয়তাওলন্দাজ
মাতৃশিক্ষায়তনঘ্রোনিঙেন বিশ্ববিদ্যালয়, পিএইচডি
ঘ্রোনিঙেন বিশ্ববিদ্যালয়, বিজ্ঞানে স্নাতক
পরিচিতির কারণআণবিক সুইচ/মোটর, হোমোজেনাস ক্যাটালাইসিস, স্টেরিওকেমিস্ট্রি, আলোক-রসায়ন
দাম্পত্য সঙ্গীবেটি ফেরিঙ্গা
পুরস্কাররসায়নে নোবেল পুরস্কার (২০১৬)[১]
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রজৈব রসায়ন
বস্তু বিজ্ঞান
ন্যানোপ্রযুক্তি
আলোক-রসায়ন
প্রতিষ্ঠানসমূহঘ্রোনিঙেন বিশ্ববিদ্যালয়, ১৯৮৪-বর্তমান
রয়্যাল ডাচ শেল, ১৯৭৯-১৯৮৪
অভিসন্দর্ভের শিরোনামAsymmetric oxidation of phenols. Atropisomerism and optical activity (১৯৭৮)
ডক্টরাল উপদেষ্টাঅধ্যাপক হান্স উইনবার্গ
ওয়েবসাইটbenferinga.com

কর্মজীবন

১৯৭৮ সালে প্রয়াত অধ্যাপক হান্স উইনবার্গের তত্ত্বাবধানে ঘ্রোনিঙেন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। নেদারল্যান্ডসের শেলে স্বল্পকালীন অবস্থান শেষে যুক্তরাজ্যে চলে যান। এরপর ১৯৮৪ সালে ঘ্রোনিঙেন বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে মনোনীত হন। ১৯৮৮ সালে পূর্ণাঙ্গ অধ্যাপকরূপে অধ্যাপক উইনবার্গের স্থলাভিষিক্ত হন।

ফেরিঙ্গার গবেষণাক্ষেত্রের সাফল্য মৌলিক থেকে আধুনিক স্টেরিওকেমিস্ট্রি পর্যন্ত বিস্তৃত।

ইতোমধ্যে ৩০-এর অধিক স্বত্ত্ব ও ৬৫০-এর অধিক গবেষণা কর্ম প্রকাশিত হয়েছে। ত্রিশ সহস্রাধিকবার তার গবেষণাকে উদ্বৃত্ত করা হয়েছে ও এইচ-সূচকে ৯০ অতিক্রম করেছেন।[৬] তার কর্মজীবনে শতাধিক পিএইচডি ছাত্রের গবেষণাকর্মে নেতৃত্ব দিয়েছেন।[৭]

২০১৬ সালে তিনি "আণবিক যন্ত্রসমূহের নকশা প্রণয়ন ও সংশ্লেষণের জন্য"[৮] স্যার জে. ফ্রেজার স্টডার্টজঁ-পিয়ের সোভাজের সাথে যৌথভাবে রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন।[১][৯]

তথ্যসূত্র

বহিঃসংযোগ


🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ