মাস

পঞ্জিকাতে ব্যবহৃত সময়ের একক

মাস হলো সময় গণনা করার একটি একক, যা পঞ্জিকাতে ব্যবহার করা হয়। সাধারণত চাঁদের পূর্ণ একটি পরিক্রমকালের সাথে এর সম্পর্ক আছে। মাসের ধারণার উদ্ভব হয় চাঁদের কলা হতে। এধরনের মাসকে চান্দ্র মাস বলা হয়ে থাকে। পুরাতত্ত্ববিদেরা পঞ্জিকা হিসাবে ব্যবহৃত মাপকাঠি পেয়েছেন, যা দেখে বোঝা যায়, প্যালিওলিথিক যুগ হতে মানুষ চাঁদের কলার ভিত্তিতে মাস হিসাব করে আসছে।

মাসের ধরন

২০২৪

১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১ 
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১ 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০ 
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১ 
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০ 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১ 
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
 
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০ 
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১ 
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
 
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১ 
 

জুলিয়ান এবং গ্রেগরীয় বর্ষপঞ্জি

জুলিয়ান বর্ষপঞ্জির পূর্বে গ্রেগরীয় বর্ষপঞ্জিরও বারো মাস রয়েছেঃ

#বর্ণানুক্রমদিন
জানুয়ারি৩১ দিন
ফেব্রুয়ারি২৮ দিন, ২৯ দিন অধিবর্ষ
মার্চ৩১ দিন
এপ্রিল৩০ দিন
মে৩১ দিন
জুন৩০ দিন
জুলাই৩১ দিন
আগস্ট৩১ দিন
সেপ্টেম্বর৩০ দিন
১০অক্টোবর৩১ দিন
১১নভেম্বর৩০ দিন
১২ডিসেম্বর৩১ দিন

গ্রেগরীয় বর্ষপঞ্জিতে গড়ে মাসের দৈর্ঘ্য হয় ৩০.৪১৬৭ দিন। যদি অধিবর্ষ না হয় তাহলে ৪.৩৪৫ সপ্তাহ এবং ৩০.৫ দিনের মাস হয়। আর যদি অধিবর্ষ হয় তাহলে ৪.৩৫৭ সপ্তাহ এবং ৩০.৪৩৬৮৭৫ দিনের মাস হয়।

অতীতে রোমান বর্ষপঞ্জিতে মাসের অন্তর্ভুক্ত:

  • মেরচেদোনিয়াস, ফেব্রুয়ারি মাসের পরে বর্ষপঞ্জি নতুন করে সাজানো হয়।
  • কুইনতিলিস, জুলিও চেজারের সম্মানার্থে জুলাইতে নামান্তর করেছিল।
  • সেক্সতিলিস, আউগুস্তুসের সম্মানার্থে আগস্টে নামান্তর করেছিল।
আঙুলের গাটের ওপর (হলুদ): ৩১ দিন
আঙুলের গাটের মধ্যে(নীল): ৩০ দিন
ফেব্রুয়ারি (লাল) ২৮ অথবা ২৯ দিন।

বিখ্যাত স্মৃতিসহায়ক ত্রিশ দিনের সেপ্টেম্বর মাসের দৈর্ঘ্য ইংলিশ ভাষার বিশ্বে শিক্ষা প্রদানে সর্বাপেক্ষা সাধারণ রাস্তা। একের হাতের চার আঙুলের গাট এবং তাদের মধ্যে মাসের দৈর্ঘ্য স্মরণ করতে ব্যবহার করা যায়। দুই হাতের মুঠ একত্র করে প্রত্যেকে মাস হিসেবে তালিকাভুক্ত করা যায়। মুঠের উচু অংশকে ৩১ দিন এবং নিচু অংশকে ৩০ দিন ধরে ১২ মাসে ভাগ করা যায়। যখন এক হাতের মুঠ হিসাবে করে জুলাইতে পৌছায়, তখন দ্বিতীয় হাতের মুঠ এক করে মুঠের উচু অংশকে আগস্ট হিসেবে শুরু করা হয়।

হুব্রু বর্ষপঞ্জি

হুব্রু বর্ষপঞ্জির ১২ অথবা ১৩ মাস রয়েছে।

#বর্ণানুক্রমদিনহুব্রু ভাষা
নিসান৩০ দিনניסן
ইয়্যার২৯ দিনאייר
সাইভান৩০ দিনסיון
তাম্মুয২৯ দিনתמוז
আভ৩০ দিনאב
এলুল২৯ দিনאלול
তিশরি৩০ দিনתשרי
হেশভান২৯/৩০ দিনחשון
কিসলেভ২৯/৩০ দিনכסלו
১০টেভেত২৯ দিনטבת
১১শেভাত৩০ দিনשבט
১২আদার ১৩১ দিনאדר א
ইন্টারকালারি মাস৩০ দিনאדר א
১৩আদার ২২৯ দিনאדר ב

আদার ১ শুধু ১৯ বছরে ৭ সময় কেবল যোগ করা হয়। সাধারণ বছরে, আদার ২ সহজভাবে আদার ডাক দেওয়া হয়।

ফরাসি প্রজাতন্ত্রের বর্ষপঞ্জি

এই বর্ষপঞ্জিটি ফরাসি বিপ্লব সময় প্রস্তাব করা হয়েছিল এবং ফরাসি সরকার একে ১৭৯৩ সাল থেকে প্রায় বারো বছরের ব্যবহার করেছিল। এটি ১২ মাসের বর্ষপঞ্জি এবং প্রত্যেক মাস ৩০ দিনের ছিল। ১০ দিনে ১ সপ্তাহ যাকে বলা হতো দেকাদেস। একে তিন মাস করে চার ভাগে ভাগ করা হয়েছিল। অতিরিক্ত পাচ অথবা ছয় দিন যথাযথ যোগ করার প্রয়োজন বোধ হয়েছে ক্রান্তি বছর জন্য যা প্রত্যেক বছরের শেষে মাস গুলোর পরে স্থাপিত করা হতো। প্রত্যেক চার বছর পর একটি অধিবর্ষ ছিল যাকে বলা হতো ফ্রানচাড। এইটি শরত্‍কাল থেকে শুরু হতো:

শরত্‍কালশীতকালবসন্তকালগ্রীষ্মকাল
ভেনদেমিয়াইরেনিভসেজেরমিনালমেসসিদর
ব্রুমাইরেপ্লুভিওসেফ্লরেয়ালথেরমিদর
ফ্রিমাইরেভেন্তসেপ্রাইরিয়ালফ্রুকটিদর

ইরানীয়ান/পেরসীয়ান বর্ষপঞ্জি

ইরানী/পেরসীয়ান বর্ষপঞ্জি, বর্তমানে ইরান এবং আফগানিস্তানে ব্যবহার হচ্ছে। তাতেও ১২ মাস রয়েছে। পেরসীয়ান নামগুলো তদ্বোধক চিহ্নেতে অন্তর্ভুক্ত করা হয়।

#বর্ণানুক্রমদিনআরবি
ফারভারদিন৩১ দিনفروردین
অরদিবেহেশ্ত৩১ দিনاردیبهشت
খারদাদ৩১ দিনخرداد
তীর৩১ দিনتیر
মরদাদ৩১ দিনمرداد
শাহরিভার৩১ দিনشهریور
মেহ্র৩০ দিনمهر
আবান৩০ দিনآبان
আযার৩০ দিনآذر
১০দেয়৩১ দিনدی
১১বাহমান৩০ দিনبهمن
১২এশফান্দ২৯ দিন, ৩০ দিন অধিবর্ষاسفند

ইসলামি বর্ষপঞ্জি

ইসলামি বর্ষপঞ্জিতে ও বারো মাস রয়েছে। তাদেরকে নাম ক্রমাণয়ে লেখা হলো:

#বর্ণানুক্রমদিনআরবি
মুহররম৩০ দিনمحرّم
সফর২৯ দিনصفر
রবিউল আউয়াল৩০ দিনربيع الأول
রবিউস সানি২৯ দিনربيع الآخر أو ربيع الثاني
জমাদিউল আউয়াল৩০ দিনجمادى الأول
জমাদিউস সানি২৯ দিনجمادى الآخر أو جمادى الثاني
রজব৩০ দিনرجب
শা'বান২৯ দিনشعبان
রমজান৩০ দিনرمضان
১০শাওয়াল২৯ দিনشوّال
১১জ্বিলকদ৩০ দিনذو القعدة
১২জ্বিলহজ্জ২৯ দিন অথবা ৩০ দিনذو الحجة

বাংলা বর্ষপঞ্জি

বাংলা বর্ষপঞ্জির মাসের নাম করার বিভিন্ন পদ্ধতি রয়েছে। বঙ্গাব্দের মাসসমূহ এবং তাদের দৈর্ঘ্য:

#বর্ণানুক্রমদিনযে রাশিতে সূর্য অবস্থিত
বৈশাখ৩১ দিনমেষ
জ্যৈষ্ঠ৩১ দিনবৃষ
আষাঢ়৩১ দিনমিথুন
শ্রাবণ৩১ দিনকর্কট
ভাদ্র৩১ দিনসিংহ
আশ্বিন৩০ দিনকন্যা
কার্তিক২৯ দিনতুলা
অগ্রহায়ণ২৯ দিনবৃশ্চিক
পৌষ২৯ দিনধনু
১০মাঘ২৯ দিনমকর
১১ফাল্গুন২৯ দিনকুম্ভ
১২চৈত্র৩০ দিনমীন

তামিল বর্ষপঞ্জি

তামিল বর্ষপঞ্জিতে ও বারো মাস রয়েছে। তাদেরকে নাম ক্রমাণয়ে লেখা হলো:

#বর্ণানুক্রমদিন
চিতিরাই
ভাইকাসি
আনি়
আদি
আভানি
পুররাথিসি
আইয়পাসি
কারথিগাই
মারগাযহি
১০থাই
১১মাসি
১২পাঙ্গুনি

সিংহলি বর্ষপঞ্জি

সিংহলি বর্ষপঞ্জি হল বুদ্ধ বর্ষপঞ্জি যা সিংহলি ভাষায় নামগুলোর সঙ্গে শ্রীলঙ্কাতে বর্ষপঞ্জি হিসেবে ব্যবহার হয়। প্রত্যেক পূর্ণিমা পয়, একটি বুদ্ধ চান্দ্রমাসের শুরু চিহ্নিত করে। প্রথম মাস হল ভেসাক। সিংহলি এবং তামিল নব্বর্ষ শুরু হয় হিন্দু সৌর বর্ষপঞ্জির অনুসারে (সাধারণত ১৪ এপ্রিল), যা বুদ্ধ বর্ষপঞ্জিতে সম্পর্কহীন ঘটনা।

#বর্ণানুক্রমদিন
ভেসাক
পসন
এসাল
নিকিন
বিনার
ভাপ
ইল
অন্দুভাপ
দুরুথ
১০নাভাম
১১মেদিন
১২বাক

আইসল্যন্ডিক/পুরোনো নোরস বর্ষপঞ্জি

পুরোনো ইংরেজি বর্ষপঞ্জি

পুরোনো হাঙ্গেরীয় বর্ষপঞ্জি

ঐতিহাসিকভাবে হাঙ্গেরি একটি ১২ মাসের বর্ষপঞ্জি ব্যবহার করতো যা প্রকৃতি রাশিচক্রর বলে মনে হতো। কিন্তু পরে তা গ্রেগরীয় বর্ষপঞ্জির সাথে সম্পকৃত ছিল।

পুরোনো মিশরীয় বর্ষপঞ্জি

প্রাচীন মিশরীয় লোকেরা একটি বর্ষপঞ্জির ব্যবহার করতো যা ৩৬৫ দিন দীর্ঘ ছিল। বর্ষপঞ্জিকাটি ১২ মাসে ভাগ করা ছিল এবং প্রত্যেক মাস ৩০ দিনে ভাগ ছিল। বছর শেষে অতিরিক্ত ৫ দিন যোগ করা হতো। মাস গুলো ৩ সপ্তাহে ভাগ করা ছিল এবং প্রত্যেক সপ্তাহ ১০ দিনে ভাগ ছিল। কারণ প্রাচীন মিশরীয় বছর সৌর বছরের চেয়ে এক চতুর্থাংশ কম ছিল।

#বর্ণানুক্রমদিন
থউট
পাওপি
হাঠর
কইয়াক
তওবা
এমশির
পারেমহাট
পারেমউদ
পাশন্স
১০পনি
১১এপিপ
১২মেসরি

নিসগা বর্ষপঞ্জি

নিসগা বর্ষপঞ্জি গ্রেগরীয় বর্ষপঞ্জির সঙ্গে সামঞ্জস্যপূর্ণয় প্রত্যেক মাসে সিদ্ধান্ত নেয় কি ধরনের ফসল তুলবে যা পিছের মাস গুলোতে বুনে ছিল।

নোট

সংযোগ শিরোনাম

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ