মুহাম্মদ বিন নায়েফ

মুহাম্মদ বিন নায়েফ বিন আবদুল আজিজ আল সৌদ (আরবি: محمد بن نايف بن عبد العزيز آل سعود; জন্মঃ ৩০ জানুয়ারি ১৯৫৯) ছিলেন সৌদি আরবের সাবেক যুবরাজ, প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।[১] তিনি রাজনীতি ও নিরাপত্তা বিষয়ক কাউন্সিলের চেয়ারম্যান।[২] ২০১৫ সালের ২৯ এপ্রিল বাদশাহ সালমান বিন আবদুল আজিজ তাকে যুবরাজ মনোনীত করেন। তিনি বাদশাহ সালমানের ভাইয়ের ছেলে।[৩] সাবেক বাদশাহ আবদুল আজিজের নাতিদের মধ্যে তিনি প্রথম যুবরাজ হন। ২০১৭ সালের ২১ জুন তাকে যুবরাজের পদ থেকে অপসারণ করা হয় এবং তার স্থলে মুহাম্মদ বিন সালমানকে যুবরাজ মনোনীত করা হয়।[৪] একই সাথে রাজকীয় ফরমানের মাধ্যমে তাকে সব পদ থেকে অপসারণ করা হয়।[৫]

মুহাম্মদ বিন নায়েফ
মুহাম্মদ বিন নায়েফ আল সৌদ
সৌদি আরবের যুবরাজ
প্রথম উপপ্রধানমন্ত্রী
রাজত্ব২৯ এপ্রিল ২০১৫ – ২১ জুন ২০১৭
পূর্বসূরিমুকরিন বিন আবদুল আজিজ
উত্তরসূরিমুহাম্মদ বিন সালমান
বাদশাহসালমান বিন আবদুল আজিজ
স্বরাষ্ট্রমন্ত্রী
দপ্তরকাল৫ নভেম্বর ২০১২ – ২১ জুন ২০১৭
পূর্বসূরিআহমেদ বিন আবদুল আজিজ
উত্তরসূরিআবদুল আজিজ বিন সৌদ আল সৌদ
সৌদি আরবের উপযুবরাজ
দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী
দপ্তরকাল২৩ জানুয়ারি ২০১৫ — ২৯ এপ্রিল ২০১৫
পূর্বসূরিমুকরিন বিন আবদুল আজিজ
উত্তরসূরিমুহাম্মদ বিন সালমান
বাদশাহসালমান বিন আবদুল আজিজ
জন্ম (1959-08-30) ৩০ আগস্ট ১৯৫৯ (বয়স ৬৪)
জেদ্দা, সৌদি আরব
দাম্পত্য সঙ্গীরিমা বিনতে সুলতান আস সৌদ
পূর্ণ নাম
মুহাম্মদ বিন নায়েফ বিন আবদুল আজিজ বিন আবদুর রহমান বিন ফয়সাল বিন তুর্কি বিন আবদুল্লাহ বিন মুহাম্মদ বিন সৌদ
রাজবংশআল সৌদ
পিতানায়েফ বিন আবদুল আজিজ আল সৌদ
মাতাআল জাওহারা বিনতে আবদুল আজিজ বিন মুসাইদ বিন জিলুওয়ি
ধর্মইসলাম (সুন্নি)

প্রারম্ভিক জীবন

মুহাম্মদ বিন নায়েফ ১৯৫৯ সালের ৩০ আগস্ট জেদ্দায় জন্মগ্রহণ করেন।[৬][৭] তিনি নায়েফ বিন আবদুল আজিজের দ্বিতীয় ছেলে।[৮][৯] তার মায়ের নাম আল জাওহারা বিনতে আবদুল আজিজ বিন মুসাইদ আল জিলুয়ি।[৯][১০] জাওহারা আল সৌদ রাজবংশের আল জিলুয়ি শাখার সদস্য।[১১]

মুহাম্মদ বিন নায়েফ যুক্তরাষ্ট্রে লেখাপড়া করেছেন।[১২] তিনি লিউইস ও ক্লার্ক কলেজের কোর্সে অংশ নিলেও শিক্ষা সমাপ্ত করেননি।[১৩] ১৯৮৫ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত তিনি এফবিআইয়ের নিরাপত্তা কোর্সে অংশ নিয়েছেন এবং পরবর্তীতে ১৯৯২ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত স্কটল্যান্ড ইয়ার্ডের সন্ত্রাসবিরোধী ইউনিটে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।[৮]

কর্মজীবন

হিলারি ক্লিনটনের সাথে মুহাম্মদ বিন নায়েফ, ১৬ জানুয়ারি ২০১৩

তিনি ১৯৯৯ সালে সহকারী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান। এর পূর্বে তিনি ব্যবসায় নিয়োজিত ছিলেন।[১৪] মন্ত্রণালয়ের সন্ত্রাস বিরোধী কার্যক্রমের সাফল্যের জন্য তাকে কৃতিত্ব দেয়া হয়।[১৫] সহকারী মন্ত্রীর দায়িত্বকালীন সময়ে তিনি বেসামরিক প্রতিরক্ষা পরিচালক হিসেবেও কাজ করেছেন।[১৬]

২০০৪ সালে তিনি মন্ত্রীর পদে নিয়োগ পান। আহমেদ বিন আবদুল আজিজ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর মুহাম্মদ বিন নায়েফ ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী হন।[৩][১৭] ২০০৯ সালে বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ তাকে সুপ্রিম ইকোনমিক কাউন্সিলের সদস্য নিযুক্ত করেন।[১৮] ২০১২ সালের ৫ নভেম্বর বাদশাহ আবদুল্লাহ তাকে স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করেন।[৩]

২০১৩ সালের জানুয়ারিতে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাথে সাক্ষাত করেন।[১৯] একই বছরের ১৪ জানুয়ারি তিনি মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার সাথে সাক্ষাত করেন।[২০]

উপযুবরাজ

২০১৫ সালের ২৩ জানুয়ারি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ তাকে উপযুবরাজ মনোনীত করেন।[২১][২২] সৌদি সিংহাসনের উত্তরাধিকারের ক্ষেত্রে তিনি তার প্রজন্মের প্রথম ব্যক্তি।

যুবরাজ

২০১৫ সালের ২৯ এপ্রিল তৎকালীন যুবরাজ মুকরিন বিন আবদুল আজিজের বদলে মুহাম্মদ বিন নায়েফকে যুবরাজ মনোনীত করা হয়।[২৩]

হত্যাচেষ্টা

মুহাম্মদ বিন নায়েফকে চারবার হত্যার চেষ্টা করা হয়েছে। তৃতীয়বারের চেষ্টায় তিনি আহত হয়েছেন। তবে বাকি চেষ্টায় অক্ষত ছিলেন।[২৪]

২০০৯ সালের ২৭ আগস্ট তৃতীয় হত্যাচেষ্টা সংঘটিত হয়।[২৪] এসময় আল কায়েদার আত্মঘাতী বোমা হামলাকারী আবদুল্লাহ হাসান আল আসিরি তার উপর হামলা চালায়।[২৫][২৬] ২০১০ সালের আগস্টে তাকে শেষবার হত্যার চেষ্টা করা হয়।[২৪]

ব্যক্তিগত জীবন

মুহাম্মদ বিন নায়েফ ব্যক্তিজীবনে সুলতান বিন আবদুল আজিজের ভ্রাতুষ্পুত্র ও জামাতা। এছাড়াও তিনি বাদশাহ ফাহাদ ও বাদশাহ সালমানের ভ্রাতুষ্পুত্র।[২৭] তার স্ত্রী রিমা বিনতে সুলতান আল সৌদ। তাদের দুইজন মেয়ে রয়েছে।[২৮]

বংশলতিকা

মুহাম্মদ বিন নায়েফর পরিবার
16. ফয়সাল বিন তুর্কি বিন আবদুল্লাহ আল সৌদ
8. আবদুর রহমান বিন ফয়সাল
17. সারাহ বিন মিশারি বিন আবদুর রহমান বিন হাসান আল সৌদ
4. আবদুল আজিজ ইবনে সৌদ
18. আহমেদ আল কবির বিন মুহাম্মদ বিন তুর্কি আল সুদাইরি
9. সারাহ বিনতে আহমেদ আল কবির বিন মুহাম্মদ আল সুদাইরি
2. নায়েফ বিন আবদুল আজিজ
20. মুহাম্মদ বিন আহমেদ আল কবির আল সুদাইরি
10. আহমেদ বিন মুহাম্মদ আল সুদাইরি
5. হাসা বিনতে আহমেদ আল সুদাইরি
22. আলি বিন মুহাম্মদ আল সুওয়াইদি
11. শরিফা বিনতে আলি বিন মুহাম্মদ আল সুওয়াইদি
1. মুহাম্মদ বিন নায়েফ[২৯]
24. জিলুয়ি বিন তুর্কি বিন আবদুল্লাহ আল জিলুয়ি
12. মুসাইদ বিন জিলুয়ি বিন তুর্কি আল জিলুয়ি
25. নুরা বিনতে আহমেদ আল সুদাইরি
6. আবদুল আজিজ বিন মুসাইদ বিন জিলুয়ি আল জিলুয়ি
26. নাসির বিন ফয়সাল বিন নাসির আল সুনাইন
13. আল-জাওহারা বিনতে নাসির বিন ফয়সাল আল সুনাইয়ান
3. আল-জাওহারা বিনতে আবদুল আজিজ বিন মুসাইদ বিন জিলুয়ি
28. বাত্তাল আল মুতাইরি
14. মুসাইদ বিন বাত্তাল আল মুতাইরি
7. তারফা বিনতে মুসাইদ বিন বাত্তাল আল মুতাইরি

তথ্যসূত্র

উইকিমিডিয়া কমন্সে মুহাম্মদ বিন নায়েফ সম্পর্কিত মিডিয়া দেখুন।


Saudi Arabian royalty
পূর্বসূরী
মুকরিন বিন আবদুল আজিজ
সৌদি আরবের যুবরাজ
২৮ এপ্রিল ২০১৫ – ২১ জুন ২০১৭
উত্তরসূরী
মুহাম্মদ বিন সালমান
রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
আহমেদ বিন আবদুল আজিজ
স্বরাষ্ট্রমন্ত্রী
৫ নভেম্বর ২০১২ – ২১ জুন ২০১৭
উত্তরসূরী
আবদুল আজিজ বিন সৌদ আল সৌদ
পূর্বসূরী
মুকরিন বিন আবদুল আজিজ
দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী
২৩ জানুয়ারি ২০১৫ – ২৮ এপ্রিল ২০১৫
উত্তরসূরী
মুহাম্মদ বিন সালমান
পূর্বসূরী
মুকরিন বিন আবদুল আজিজ
প্রথম উপপ্রধানমন্ত্রী
২৮ এপ্রিল ২০১৫ – ২১ জুন ২০১৭
উত্তরসূরী
মুহাম্মদ বিন সালমান
🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ