ম্যাজেলান প্রণালী

ম্যাজেলান প্রণালী (স্পেনীয়: Estrecho de Magallanes, ইংরেজি: Strait of Magellan) হল দক্ষিণ চিলির একটি নাব্য সমুদ্রপথ। এটি উত্তরে দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ডকে দক্ষিণে তিয়ের্‌রা দেল ফুয়েগো থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। এই প্রণালীটি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক যোগাযোগের রাস্তা হিসাবে বিবেচিত হয়। আধুনিক ইতিহাস ঘাঁটলে দেখা যায়, অভিযাত্রী এবং অন্যান্যরা অনেকবার এই প্রণালী অতিক্রম করেছে।

ম্যাজেলান প্রণালী
দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্তে ম্যাজেলান প্রণালী
অবস্থানম্যাগালেনেস অঞ্চল, চিলি
স্থানাঙ্ক৫৩°২৮′ দক্ষিণ ৭০°৪৭′ পশ্চিম / ৫৩.৪৬৭° দক্ষিণ ৭০.৭৮৩° পশ্চিম / -53.467; -70.783
ধরনপ্রণালী
অববাহিকার দেশসমূহ আর্জেন্টিনা  চিলি
সর্বাধিক দৈর্ঘ্য৫৭০ কিমি (৩৫০ মা)
ন্যূনতম প্রস্থ২ কিমি (১.২ মা)
ম্যাজেলান প্রণালীর উপগ্রহ চিত্র

এর আবিষ্কারক, পর্তুগিজ অভিযাত্রী ফার্ডিনান্ড ম্যাগেলান এই প্রণালীর নাম রেখেছিলেন এস্ত্রেচো ডি টোডোস লস সান্তোস ("সমস্ত প্রণালীর সেরা প্রণালী")। ম্যাজেলান অনুসন্ধানের অর্থদাতা, পঞ্চম চার্লস, তাঁকে সম্মান জানাতে নামটি পরিবর্তন করে ম্যাজেলান প্রণালী রেখেছিলেন।[১]

এই যাত্রাপথ প্রায়ই সংকীর্ণ এবং অনিশ্চিত বাতাস এবং স্রোতের কারণে এই পথে চলাচল করা কঠিন। এই পথে সামুদ্রিক নাবিক থাকা এখন বাধ্যতামূলক। এই প্রণালীটি ড্রেক জলপথের থেকে ছোট এবং কিছুটা নিরাপদ।[২] পানামা খাল নির্মাণের আগে, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যে যোগাযোগের জন্য কয়েকটি সমুদ্রপথের মধ্যে বিগ্‌ল প্রণালী এবং এই প্রণালী ছিল।

ইতিহাস

আদিবাসী মানুষ

হাজার বছর ধরে আদিবাসী আমেরিকানরা ম্যাজেলান প্রণালীতে বসবাস করে আসছে।[৩] কাওস্কার উপজাতি প্রণালীর উত্তরের উপকূলের পশ্চিম অংশে বাস করত। কাওস্করের পূর্ব দিকে ছিল তেহুয়েলচেরা, যাদের বসবাস উত্তরে পাতাগোনিয়া পর্যন্ত প্রসারিত হয়েছিল। তেহুয়েলচের দক্ষিণে প্রণালীর অপর পারে সেলক'নাম জনজাতি বাস করত, যারা তিয়ের্‌রা দেল ফুয়েগোর পূর্বদিকের বেশিরভাগ অংশে জুড়ে বাস করত। সেলক'নামের পশ্চিমে ছিল ইয়াঘান জনজাতি, যারা তিয়ের্‌রা দেল ফুয়েগোর দক্ষিণতম অঞ্চলে বাস করত।[৪]

এই অঞ্চলে সমস্ত উপজাতি যাযাবর শিকারী সংগ্রাহক। তেহুয়েলচে এই অঞ্চলের একমাত্র অ-সামুদ্রিক জনজাতি ছিল; তারা মাছ ধরত এবং শীতের সময় উপকূল জুড়ে শামুক জাতীয় খাদ্য সংগ্রহ করত। তারা গ্রীষ্মে শিকার করার জন্য দক্ষিণ আন্দিজে চলে আসত।[৫]

উনিশ শতকের শেষভাগ পর্যন্ত এই অঞ্চলের উপজাতিরা ইউরোপীয়দের সম্মুখীন হয়নি, এরপরে ইউরোপীয়দের সংক্রামক অসুস্থতায় আদিবাসীদের জনসংখ্যার বিশাল অংশ নিশ্চিহ্ন হয়ে যায়।[৬]

ইউরোপীয়দের আবিষ্কার

ম্যাগেলানের আগে অভিযান

১৫৬৩ সালে, আন্তোনিও গালভাও জানিয়েছিলেন যে এই প্রণালীর অবস্থানকে পূর্বেকার পুরানো তালিকাগুলিতে ড্রাগনের লেজ (ড্রাকো কোলা) বলে উল্লেখ করা হয়েছিল:[ক]

কইমব্রার ডিউক, পিটার এমন একটি মানচিত্র নিয়ে এসেছিলেন যাতে বিশ্বের সমস্ত সমুদ্রপথের বর্ণনা ছিল। ম্যাজেলান প্রণালীকে ড্রাগনের লেজ বলা হত; এবং সেই মানচিত্রে উত্তমাশা অন্তরীপ এবং আফ্রিকা উপকূল দেখানো ছিল। ... ফ্রান্সিসকো ডি সৌসা তাভারেস আমাকে বলেছিলেন যে ১৫২৮ সালে, শিশু ডি ফার্নান্দো তাঁকে একটি মানচিত্র দেখিয়েছিল যেটি আলকোবাকার কার্টোরিওতে পাওয়া গিয়েছিল, সেটি আরও ১২০ বছর আগে তৈরি হয়েছিল, যার মধ্যে উত্তমাশা অন্তরীপ থেকে ভারতের সমস্ত নাব্য পথ দেখানো ছিল।[৯]

এটি থেকে বোঝা যায়, যে ইউরোপীয়রা প্রথম আমেরিকা "আবিষ্কার" করার আগেই ম্যাজেলান প্রণালীর কথা মানচিত্রে উল্লেখ করা ছিল। ফলস্বরূপ, দাবিটি সন্দেহজনক হিসাবে বিবেচিত হয়েছে।[৭][খ]

ম্যাগেলান

ভিক্টোরিয়ার একটি প্রতিরূপ, ম্যাগেলানের একটি জাহাজ, মিউজিয়া নাও ভিক্টোরিয়া, পান্তা অ্যারেনাস, চিলি

পঞ্চম চার্লসের এক কর্মচারী ফার্ডিনান্ড ম্যাগেলান ছিলেন একজন পর্তুগিজ অভিযাত্রী এবং নাবিক। তিনি ১৫২০ সালে প্রথম ইউরোপীয় হিসেবে তাঁর বিশ্বব্যাপী পরিবাহী ভ্রমণের সময় এই প্রণালীতে অভিযান করেছিলেন।[১০][১১] ১৫১৮ সালের ২২শে মার্চ, ভালাদোলিড থেকে এই অভিযানের আয়োজন করা হয়েছিল। ম্যাগেলানকে নৌবাহিনীর ক্যাপ্টেন জেনারেল এবং সমস্ত আবিষ্কার করা অঞ্চলের শাসক ঘোষণা করা হয়েছিল, ও ম্যাগেলান এবং তাঁর ব্যবসায়িক সহযোগী রুই ফ্যালিরোকে বিশেষ অধিকার দেওয়া হয়েছিল। নৌবহরটি "আর্মদা দে লাস মলুকাস" বা "মলুকাসের নৌবহর" নামে পরিচিত হয়েছিল। ২০শে সেপ্টেম্বর, ১৫১৯ সালে পাঁচটি জাহাজ নিয়ে অভিযাত্রী বহরটি সানলুকার ডি বারামেদা থেকে যাত্রা শুরু করেছিল।[১২]

ছবিতে ম্যাজেলান প্রণালী

তথ্যসূত্র

পাদটীকা

উদ্ধৃতি

গ্রন্থপঞ্জি

আরো পড়ুন

  • Kent, Rockwell (মার্চ ১০, ২০০০)। Voyaging: Southward from the Strait of Magellan (Hardcover)। Hanover, New Hampshire: University Press of New England। আইএসবিএন 9780819564092 
  • Parr, Charles McKew (1953) So Noble a Captain: The Life and Times of Ferdinand Magellan New York: Thomas Y. Crowell.
  • Robertson, James Alexander; Pigafetta, Antonio (আগস্ট ৮, ২০১৫)। Magellan's Voyage Around the World (Hardcover)। Andesite Press। আইএসবিএন 978-1298538710 

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ