ম্যালকম এক্স

ম্যালকম এক্স (১৯শে মে, ১৯২৫ – ২১শে ফেব্রুয়ারি, ১৯৬৫) ছিলেন একজন আফ্রিকান-মার্কিন মুসলিম রাজনীতিবিদ ও ধর্মীয় নেতা, যিনি যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের মানবাধিকার আদায়ের আন্দোলনে অন্যতম অংশগ্রহণকারী ছিলেন। জন্মের পর তার নাম হয় ম্যালকম লিট্‌ল এবং ইসলামে ধর্মান্তরিত হলে তার নতুন নামকরণ হয় ম্যালকম এক্স। তিনি আল-হাজ্জ মালিক আল-শাব্বাজ নামেও পরিচিত।

ম্যালকম এক্স
Malcolm X in March 1964
১৯৬৪ সালের মার্চে ম্যালকম এক্স
জন্ম
ম্যালকম লিটল

(১৯২৫-০৫-১৯)১৯ মে ১৯২৫
ওমাহা, নেব্রাস্কা, যুক্তরাষ্ট্র
মৃত্যুফেব্রুয়ারি ২১, ১৯৬৫(1965-02-21) (বয়স ৩৯)
ম্যানহাটন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
মৃত্যুর কারণআততায়ীর গুলিতে নিহত
সমাধিফের্ন‌ক্লিফ সেমেট্রি
অন্যান্য নামআলহাজ মালিক আল-শাবাজ
(الحاجّ مالك الشباز)
পেশাআন্দোলনকর্মী
প্রতিষ্ঠাননেশন অব ইসলাম,
মুসলিম মস্ক, ইনকরপোরেটেড,
অর্গানাইজেশন অব আফ্রো-আমেরিকান ইউনিটি
আন্দোলনকৃষ্ণাঙ্গ জাতীয়তাবাদ,
প্যান-আফ্রিকানিজম
দাম্পত্য সঙ্গীবেটি শাবাজ (বি. ১৯৫৮–১৯৬৫)
সন্তানআত্তাল্লাহ শাবাজ
কুবিলাহ শাবাজ
ইলিয়াসাহ শাবাজ
গামিলাহ লুমুম্বা শাবাজ
মালিকাহ শাবাজ
মালাক শাবাজ
পিতা-মাতাআর্ল‌ লিটল
লুইস হেলেন নর্ট‌ন লিটল
স্বাক্ষর

ম্যালকম লিট্‌ল ১৯২৫ সালের ১৯শে মে মার্কিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা রাষ্ট্রের ওমাহা শহরে একটি খ্রিষ্টান আফ্রিকান-মার্কিন পরিবারে জন্ম গ্রহণ করেন। আর্ল লিট্‌ল এবং তার দ্বিতীয় স্ত্রী লুইস লিট্‌লের সাঁত সন্তানদের মধ্যে ম্যালকম লিট্‌ল ছিলেন চতুর্থ। তার বাল্যকালে পিতার কাছ থেকে কৃষ্ণাঙ্গদের গৌরব ও নিজের আত্মবিশ্বাস গোড়ার সম্পর্কে জ্ঞানধারন এবং জাতি নিয়ে তার নিজের অভিজ্ঞতা, তার প্রাপ্তবয়সে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার বয়স তেরো হলে তার পিতা মৃত্যুবরণ করে এবং তার মাতা মানসিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার ফলে তার মাতাকে আ্যসাইলামে ভর্তি হতে হয়। অনেক পালক পরিবারদের মাঝে ধারাবাহিকভাবে থাকার পর, বস্টন এবং নিউ ইয়র্ক শহরে ম্যালকম লিট্‌ল বেশ্যামী, ছিনতাই এবং অন্যান্য অপরাধমূলক কাজে নিযুক্ত থাকেন। ১৯৪৬ সালে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং আদালত তাকে সাজা দেওয়ার জন্য আট থেকে দশ বছরের জন্য কারাদন্ডের আদেশ দেয়।

বন্দিকালে ম্যালকম লিট্‌ল শিয়া ইসলামে ধর্মান্তরিত হন এবং একটি ইসলামী দল, নেশন অব ইসলামের সদস্য হন। ১৯৫২ সালে তার বন্দির শর্তাধীন মুক্তি হলে তিনি তার বংশনাম সরিয়ে এক্স রাখেন এবং ম্যালকম এক্স হিসাবে পরিচয় লাভ করেন। ম্যালকম এক্স পরে নেশন অব ইসলামের অন্যতম নেতা ও প্রধান মুখপাত্র নিযুক্ত হন। অন্তত বারো বছরের জন্য ম্যালকম এক্স নেশন অব ইসলামের সদস্য হিসাবে প্রচারমাধ্যমে জনতার মধ্যে পরিচিত ছিলেন। ১৯৫৮ সালে বেটি স্যান্ডার্সের সঙ্গে ম্যালকম এক্স বিবাহবন্ধনে আবদ্ধ হন। নেশন অব ইসলামের প্রধান, এলাইজাহ মুহাম্মাদের সাথে ম্যালকম এক্স-এর বিবাদ সৃষ্টি হলে ম্যালকম এক্স নেশন অব ইসলাম প্রস্থান করেন।

নেশন অব ইসলাম প্রস্থান করার পর, ম্যালকম এক্স সুন্নী ইসলামে ধর্মান্তরিত হন এবং মক্কায় হজ করেন, যার পর থেকে তিনি জাতিভেদ অস্বীকার করেন। ম্যালকম এক্স আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে ব্যাপকভাবে ভ্রমণ করে ছিলেন। তিনি একটি ইসলামী দল, মুসলিম মস্ক এবং সকল আফ্রিকান-মার্কিনদের জন্য একটি ধর্মনিরপেক্ষ দল, অরগানাইজেশন অব আফ্রো-আমেরিকান ইউনিটি প্রতিষ্ঠান করেন। নেশন অব ইসলাম প্রস্থান করার এক বছরের থেকেও কম সময়ের মধ্যে, ১৯৬৫ সালের ২১শে ফেব্রুয়ারি, নিউ ইয়র্কে ম্যালকম এক্স জনতার সামনে একটি বক্তৃতাদানের সময়, কিছু ঘাতক তাকে গুলি করে হত্যা করে।

বহিঃসংযোগ

গবেষণা সাইটসমূহ

নিবন্ধসমূহ

সংশ্লিষ্ট অধ্যয়ন

নিবন্ধ

বই

নেশন অব ইসলাম
বিখ্যাত নেতা: ওয়ালেস ফার্ড মুহাম্মদ · এলাইজা মুহাম্মদ · ম্যালকম এক্স · ওয়ারিস দিন মুহাম্মদ · লুই ফারাকান

ইতিহাস ও ধর্মতত্ত্ব: নেশন অফ ইসলামের ইতিহাস · নেশন অফ ইসলামের বিশ্বাস ও ধর্মতত্ত্ব · Nation of Islam and anti-Semitism · ইয়াকুব · মিলিয়ন ম্যান মার্চ · ফ্যারাডিয়ান ইসলাম · স্যাভিয়রের দিবস

প্রকাশোনা: Message to the Blackman in America · How To Eat To Live · Muhammad Speaks · The Final Call

Subsidiaries and Offshoots: Fruit of Islam · The Nation of Gods and Earths

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ