সাইপ্রাস জাতীয় ফুটবল দল

সাইপ্রাস জাতীয় ফুটবল দল (গ্রিক: Εθνική ομάδα ποδοσφαίρου της Κύπρου, ইংরেজি: Cyprus national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে সাইপ্রাসের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম সাইপ্রাসের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সাইপ্রাস ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৪৮ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৬২ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯৪৯ সালের ৩০শে জুলাই তারিখে, সাইপ্রাস প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; ইসরায়েলের তেল আবিবে অনুষ্ঠিত উক্ত ম্যাচে সাইপ্রাস ইসরায়েলের কাছে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

সাইপ্রাস
দলের লোগো
ডাকনামসাদা-নীল
অ্যাসোসিয়েশনসাইপ্রাস ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনউয়েফা (ইউরোপ)
প্রধান কোচইয়োহান ওয়ালেম
অধিনায়কগিওর্গস মের্কিস
সর্বাধিক ম্যাচইয়োনাস ওক্কাস (১০৬)
শীর্ষ গোলদাতামিখালিস কোন্সতান্তিনু (৩২)
মাঠজিএসপি স্টেডিয়াম
ফিফা কোডCYP
ওয়েবসাইটwww.cfa.com.cy
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১২৫ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[১]
সর্বোচ্চ৪৩ (সেপ্টেম্বর ২০১০)
সর্বনিম্ন১৪২ (জুন ২০১৪)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১৩১ হ্রাস ১৪ (১২ জানুয়ারি ২০২৪)[২]
সর্বোচ্চ৬৯ (মার্চ ২০০০)
সর্বনিম্ন১৪১ (মার্চ ১৯৯২)
প্রথম আন্তর্জাতিক খেলা
 ইসরায়েল ৩–১ সাইপ্রাস 
(তেল আবিব, ইসরায়েল; ৩০ জুলাই ১৯৪৯)
বৃহত্তম জয়
 সাইপ্রাস ৫–০ অ্যান্ডোরা 
(লিমাসোল, সাইপ্রাস; ১৫ নভেম্বর ২০০০)
 সাইপ্রাস ৫–০ অ্যান্ডোরা 
(নিকোসিয়া, সাইপ্রাস; ১৬ নভেম্বর ২০১৪)
 সাইপ্রাস 5–0 সান মারিনো 
(নিকোসিয়া, সাইপ্রাস; ২১ মার্চ ২০১৯)
বৃহত্তম পরাজয়
 পশ্চিম জার্মানি ১২–০ সাইপ্রাস 
(এসেন, পশ্চিম জার্মানি; ২১ মে ১৯৬৯)

২৩,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট জিএসপি স্টেডিয়ামে সাদা-নীল নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় সাইপ্রাসের রাজধানী নিকোসিয়ায় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইয়োহান ওয়ালেম এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন এপিওইএলের রক্ষণভাগের খেলোয়াড় গিওর্গস মের্কিস।

সাইপ্রাস এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপেও সাইপ্রাস এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি।

ইয়োনাস ওক্কাস, কোন্সতান্তিনোস চারালাম্পিদিস, মিখালিস কোন্সতান্তিনু, পিয়েরোস সোতিরিউ এবং স্তাথিস আলোনেফতিসের মতো খেলোয়াড়গণ সাইপ্রাসের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১০ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সাইপ্রাস তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৪৩তম) অর্জন করে এবং ২০১৪ সালের জুন মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৪২তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে সাইপ্রাসের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৬৯তম (যা তারা ২০০০ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৪১। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[১]
অবস্থানপরিবর্তনদলপয়েন্ট
১২৩  মালাউই১১৪৯.৪
১২৪  জিম্বাবুয়ে১১৪৪.৫৬
১২৫  সাইপ্রাস১১৪৩.৪২
১২৬  গাম্বিয়া১১৪০.০৬
১২৭  সিয়েরা লিওন১১৩৮.৫৩
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[২]
অবস্থানপরিবর্তনদলপয়েন্ট
১২৯ ৩০  গুয়াদলুপ১৩২৭
১৩০  জাঞ্জিবার১৩২৬
১৩১ ১৪  সাইপ্রাস১৩২২
১৩২ ১৮  লিথুয়ানিয়া১৩২০
১৩৩  মাদাগাস্কার১৩১৬
১৩৩  সুদান১৩১৬

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
১৯৩০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
১৯৩৪
১৯৩৮
১৯৫০
১৯৫৪
১৯৫৮
১৯৬২উত্তীর্ণ হয়নি
১৯৬৬১৯
১৯৭০৩৫
১৯৭৪১৪
১৯৭৮২৪
১৯৮২২৯
১৯৮৬১৮
১৯৯০২০
১৯৯৪১০১৮
১৯৯৮১০১৫
২০০২১০১৩৩১
২০০৬১০২০
২০১০১০১৪১৬
২০১৪১০১৫
২০১৮১০১৮
২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট০/২১১১৪১৫১৩৮৬৮৭২৯৯

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ