২০০২ ফিফা বিশ্বকাপ

ফুলবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের ১৭তম আসরের

২০০২ ফিফা বিশ্বকাপ (কোরীয়: 2002 FIFA 월드컵 한국/일본; জাপানী: 2002 FIFAワールドカップ 韓国/日本) চতুর্বার্ষিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের ১৭তম আসরের চূড়ান্ত পর্ব ছিল, যেখানে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার অন্তর্ভুক্ত ৩২টি জাতীয় ফুটবল দল (পুরুষ) প্রতিদ্বন্দ্বিতা করেছে। এই প্রতিযোগিতাটি দক্ষিণ কোরিয়া এবং জাপানে ২০০২ সালের ৩১শে মে হতে ৩০শে জুন তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। এর আগে ১৯৯৬ সালের ৩১শে মে তারিখে এক নিলামের মাধ্যমে দক্ষিণ কোরিয়া এবং জাপানকে স্বাগতিক রাষ্ট্র হিসেবে নির্বাচন করা হয়।

২০০২ ফিফা বিশ্বকাপ
2002 FIFA 월드컵 한국/일본
2002 FIFA Woldeu Keop Hanguk/Ilbon
2002 FIFAワールドカップ 韓国/日本
2002 FIFA Waarudo Kappu Kankoku/Nippon
বিবরণ
স্বাগতিক দেশদক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া
জাপান জাপান
তারিখ৩১ মে – ৩০ জুন
দল৩২ (৫টি কনফেডারেশন থেকে)
মাঠ২০ (২০টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন ব্রাজিল (৫ম শিরোপা)
রানার-আপ জার্মানি
তৃতীয় স্থান তুরস্ক
চতুর্থ স্থান দক্ষিণ কোরিয়া
পরিসংখ্যান
ম্যাচ৬৪
গোল সংখ্যা১৬১ (ম্যাচ প্রতি ২.৫২টি)
দর্শক সংখ্যা২৭,০৫,১৯৭ (ম্যাচ প্রতি ৪২,২৬৯ জন)
শীর্ষ গোলদাতাব্রাজিল রোনালদো (৮ গোল)
সেরা খেলোয়াড়জার্মানি অলিভার কান
সেরা যুব খেলোয়াড়মার্কিন যুক্তরাষ্ট্র ল্যান্ডন ডনোভ্যান
সেরা গোলরক্ষকজার্মানি অলিভার কান
ফেয়ার প্লে পুরস্কার বেলজিয়াম

এশিয়ায় অনুষ্ঠিত প্রথম এই বিশ্বকাপে সর্বমোট ৩২টি দল খেলার জন্য উত্তীর্ণ হয়েছিল। এই বিশ্বকাপটি আমেরিকা এবং ইউরোপের বাইরে প্রথম বিশ্বকাপ হওয়ার একই সাথে যৌথ উদ্যোগে আয়োজিত প্রথম বিশ্বকাপ ছিল। এই বিশ্বকাপে চীন, ইকুয়েডর, সেনেগাল এবং স্লোভেনিয়া তাদের ইতিহাসে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছিল।

এই প্রতিযোগিতায় বেশ কয়েকটি অবাক করা ফলাফল ঘটেছিল, যার মধ্যে পূর্ববর্তী চ্যাম্পিয়ন ফ্রান্স শুধুমাত্র একটি মাত্র পয়েন্ট অর্জনের মাধ্যমে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল এবং একই সাথে এই আসরের অন্যতম শক্তিশালী দল আর্জেন্টিনাও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। এই প্রতিযোগিতায় দক্ষিণ কোরিয়া বিতর্কিতভাবে সেমিফাইনালে উঠেছিল; যেখানে পৌঁছাতে তারা পর্তুগাল, ইতালি এবং স্পেনকে পরাস্ত করেছিল। এর ফলস্বরূপ দক্ষিণ কোরিয়া ইউরোপ এবং আমেরিকার বাইরে থেকে প্রথম এবং একমাত্র দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল। এই প্রতিযোগিতার ফাইনালে, দুই অন্যতম শক্তিশালী দল, ব্রাজিল জার্মানিকে ২–০ গোলের ব্যবধানে হারিয়ে প্রথম এবং একমাত্র দেশ হিসাবে পাঁচবারের বিশ্বকাপ জয়লাভ করেছিল।[১] এই জয়ের ফলে ব্রাজিল ২০০৩ এবং ২০০৫ ফিফা কনফেডারেশন্স কাপের জন্য উত্তীর্ণ হয়েছিল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে, তুরস্ক ৩–২ গোলে জয়লাভ করেছিল; এর ফলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে তুরস্ক তৃতীয় স্থান অর্জন করেছিল। এই ম্যাচে তুরস্কের হাকান শুকুর ফিফা বিশ্বকাপের ইতিহাসে (কিক-অফের মাত্র ১০.৮ সেকেন্ডে) দ্রুততম গোল করেছিল।[২]

এই বিশ্বকাপের ফিফা বিশ্বকাপের ইতিহাসের সর্বশেষ বারের মতো গোল্ডেন গোল নিয়ম ব্যবহার করা হয়েছিল।

গ্রুপ পর্ব

সকল সময় কোরিয়া ও জাপানের প্রমিত সময় (ইউটিসি+৯)

গ্রুপ এ,বি, সি, ডি এর খেলা দক্ষিণ কোরিয়া এবং গ্রুপ ই,এফ,জি,এইচ জাপানে অনুষ্ঠিত হয়।

নিম্নোক্ত টেবিলগুলোতে:

  • খেলা = মোট খেলা
  • = মোট জয়লাভ করা খেলা
  • ড্র = মোট ড্রকৃত খেলা
  • পরা = মোট পরাজিত খেলা
  • স্বগো = পক্ষে সর্বমোট গোল
  • বিগো = বিপক্ষে সর্বমোট গোল
  • গোপা = গোল পার্থক্য
  • =সর্বমোট পুঞ্জিভূত পয়েন্ট
গ্রুপ টেবিলে রঙের অর্থ
গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার-আপ ১৬ দলের পর্বে অগ্রসর হবে

গ্রুপ এ

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স ডেনমার্ক এবং প্রথমবারের মত বিশ্বকাপ খেলা সেনেগালের কাছে পরাজিত হয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। ২টি দলই ১৬ দলের পর্বে অগ্রসর হতে সক্ষম হয় যার ফলে ২ বারের চ্যাম্পিয়ন উরুগুয়েও প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়।[৩]

দল
খেলাড্রপরাস্বগোবিগোগোপা
 ডেনমার্ক+৩
 সেনেগাল+১
 উরুগুয়ে−১
 ফ্রান্স−৩
৩১ মে ২০০২
ফ্রান্স  ০–১  সেনেগালসিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়াম, সিউল
১ জুন ২০০২
উরুগুয়ে  ১–২  ডেনমার্কমুনসু কাপ স্টেডিয়াম, উলসান
৬ জুন ২০০২
ডেনমার্ক  ১–১  সেনেগালদেগু ওয়ার্ল্ড কাপ স্টেডিয়াম, দেগু
ফ্রান্স  ০–০  উরুগুয়েএশিয়াড মেইন স্টেডিয়াম, বুজান
১১ জুন ২০০২
ডেনমার্ক  ২–০  ফ্রান্সইঞ্চিয়ন মেইন স্টেডিয়াম, ইঞ্চিয়ন
সেনেগাল  ৩–৩  উরুগুয়েশুয়ন ওয়ার্ল্ড কাপ স্টেডিয়াম, শুয়ন

গ্রুপ বি

স্পেন তাদের প্রত্যেকটি খেলায় জয়ী হয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ১৬ দলের পর্বে অগ্রসর হয়। অন্যদিকে স্লোভেনিয়া প্রত্যেকটি খেলায় পরাজিত হয় এবং গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। গ্রুপের বাকি দুই দল প্যারাগুয়ে এবং দক্ষিণ আফ্রিকার পয়েন্ট এমনকি গোল ব্যাবধানও সমান হওয়ায় প্যারাগুয়ের স্বপক্ষে বেশি গোল (৬ গোল, দক্ষিণ আফ্রিকা ৫ গোল) থাকার সুবাদে ২য় দল হিসেবে শেষ ১৬তে জায়গা করে নেয়।

দল
খেলাড্রপরাস্বগোবিগোগোপা
 স্পেন+৫
 প্যারাগুয়ে
 দক্ষিণ আফ্রিকা
 স্লোভেনিয়া−৫
২ জুন ২০০২
প্যারাগুয়ে  ২-২  দক্ষিণ আফ্রিকাএশিয়াড মেইন স্টেডিয়াম, বুজান
স্পেন  ৩-১  স্লোভেনিয়াগুয়াংঝু ওয়ার্ল্ড কাপ স্টেডিয়াম, গুয়াংঝু
৭ জুন ২০০২
স্পেন  ৩-১  প্যারাগুয়েজিয়নঝু ওয়ার্ল্ড কাপ স্টেডিয়াম, জিয়নঝু
৮ জুন ২০০২
দক্ষিণ আফ্রিকা  ১-০  স্লোভেনিয়াদেগু ওয়ার্ল্ড কাপ স্টেডিয়াম, দেগু
১২ জুন ২০০২
দক্ষিণ আফ্রিকা  ২-৩  স্পেনদেইজিয়ন ওয়ার্ল্ড কাপ স্টেডিয়াম, দেইজিয়ন
স্লোভেনিয়া  ১-৩  প্যারাগুয়েজেজু ওয়ার্ল্ড কাপ স্টেডিয়াম, জেজু

গ্রুপ সি

দল
খেলাড্রপরাস্বগোবিগোগোপা
 ব্রাজিল১১+৮
 তুরস্ক5+২
 কোস্টা রিকা56−১
 চীন−৯
৩ জুন ২০০২
ব্রাজিল  ২-১  তুরস্কMunsu Cup Stadium, Ulsan
৪ জুন ২০০২
চীন  ০-২  কোস্টা রিকাGwangju World Cup Stadium, Gwangju
৮ জুন ২০০২
ব্রাজিল  ৪-০  চীনJeju World Cup Stadium, Jeju
৯ জুন ২০০২
কোস্টা রিকা  ১-১  তুরস্কIncheon Munhak Stadium, Incheon
১৩ জুন ২০০২
কোস্টা রিকা  ২-৫  ব্রাজিলSuwon World Cup Stadium, Suwon
তুরস্ক  ৩-০  চীনSeoul World Cup Stadium, Seoul

গ্রুপ ডি

দল
খেলাড্রপরাস্বগোবিগোগোপা
 দক্ষিণ কোরিয়া+৩
 মার্কিন যুক্তরাষ্ট্র−১
 পর্তুগাল+২
 পোল্যান্ড−৪
৪ জুন ২০০২
দক্ষিণ কোরিয়া  ২-১  পোল্যান্ডAsiad Main Stadium, Busan
৫ জুন ২০০২
মার্কিন যুক্তরাষ্ট্র  ৩-২  পর্তুগালSuwon World Cup Stadium, Suwon
১০ জুন ২০০২
দক্ষিণ কোরিয়া  ১–১  মার্কিন যুক্তরাষ্ট্রDaegu World Cup Stadium, Daegu
পর্তুগাল  ৪–০  পোল্যান্ডJeonju World Cup Stadium, Jeonju
১৪ জুন ২০০২
পর্তুগাল  ০–১  দক্ষিণ কোরিয়াIncheon Munhak Stadium, Incheon
পোল্যান্ড  ৩–১  মার্কিন যুক্তরাষ্ট্রDaejeon World Cup Stadium, Daejeon

গ্রুপ ই

দল
খেলাড্রপরাস্বগোবিগোগোপা
 জার্মানি১১+১০
 প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড+৩
 ক্যামেরুন−১
 সৌদি আরব১২−১২
1 জুন ২০০২
প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড  1–1  ক্যামেরুনNiigata Stadium, Niigata
জার্মানি  8–0  সৌদি আরবSapporo Dome, Sapporo
5 জুন ২০০২
জার্মানি  1–1  প্রজাতন্ত্রী আয়ারল্যান্ডKashima Soccer Stadium, Ibaraki
6 জুন ২০০২
ক্যামেরুন  1–0  সৌদি আরবSaitama Stadium 2002, Saitama
11 জুন ২০০২
ক্যামেরুন  0–2  জার্মানিShizuoka Stadium, Shizuoka
সৌদি আরব  0–3  প্রজাতন্ত্রী আয়ারল্যান্ডInternational Stadium Yokohama, Yokohama

গ্রুপ এফ

দল
খেলাড্রপরাস্বগোবিগোগোপা
 সুইডেন+১
 ইংল্যান্ড+১
 আর্জেন্টিনা
 নাইজেরিয়া−২
2 জুন ২০০২
আর্জেন্টিনা  1–0  নাইজেরিয়াKashima Soccer Stadium, Ibaraki
ইংল্যান্ড  1–1  সুইডেনSaitama Stadium 2002, Saitama
7 জুন ২০০২
সুইডেন  2–1  নাইজেরিয়াKobe Wing Stadium, Kobe
আর্জেন্টিনা  0–1  ইংল্যান্ডSapporo Dome, Sapporo
12 জুন ২০০২
সুইডেন  1–1  আর্জেন্টিনাMiyagi Stadium, Miyagi
নাইজেরিয়া  0–0  ইংল্যান্ডNagai Stadium, Osaka

গ্রুপ জি

দল
খেলাড্রপরাস্বগোবিগোগোপা
 মেক্সিকো+২
 ইতালি+১
 ক্রোয়েশিয়া−১
 ইকুয়েডর−২
3 জুন ২০০২
ক্রোয়েশিয়া  0–1  মেক্সিকোNiigata Stadium, Niigata
ইতালি  2–0  ইকুয়েডরSapporo Dome, Sapporo
8 জুন ২০০২
ইতালি  1–2  ক্রোয়েশিয়াKashima Soccer Stadium, Ibaraki
9 জুন ২০০২
মেক্সিকো  2–1  ইকুয়েডরMiyagi Stadium, Miyagi
13 জুন ২০০২
মেক্সিকো  1–1  ইতালিŌita Stadium, Ōita
ইকুয়েডর  1–0  ক্রোয়েশিয়াInternational Stadium Yokohama, Yokohama

গ্রুপ এইচ

দল
খেলাড্রপরাস্বগোবিগোগোপা
 জাপান+৩
 বেলজিয়াম+১
 রাশিয়া
 তিউনিসিয়া−৪
4 জুন ২০০২
জাপান  2–2  বেলজিয়ামSaitama Stadium 2002, Saitama
5 জুন ২০০২
রাশিয়া  2–0  তিউনিসিয়াKobe Wing Stadium, Kobe
9 জুন ২০০২
জাপান  1–0  রাশিয়াInternational Stadium Yokohama, Yokohama
10 জুন ২০০২
তিউনিসিয়া  1–1  বেলজিয়ামŌita Stadium, Ōita
14 জুন ২০০২
তিউনিসিয়া  0–2  জাপানNagai Stadium, Osaka
বেলজিয়াম  3–2  রাশিয়াShizuoka Stadium, Shizuoka

নকআউট পর্ব


 
১৬ পর্বের পর্বকোয়ার্টার ফাইনালসেমি ফাইনালফাইনাল
 
              
 
১৫ জুন – সিয়গউইপো
 
 
 জার্মানি
 
২১ জুন – উলসান
 
 প্যারাগুয়ে
 
 জার্মানি
 
১৭ জুন – জিয়নঝু
 
 মার্কিন যুক্তরাষ্ট্র
 
 মেক্সিকো
 
২৫ জুন – সিউল
 
 মার্কিন যুক্তরাষ্ট্র
 
 জার্মানি
 
১৬ জুন – শুয়ন
 
 দক্ষিণ কোরিয়া
 
 স্পেন (পেন.)১ (৩)
 
২২ জুন – গুয়াংঝু
 
 প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড১ (২)
 
 স্পেন০ (৩)
 
১৮ জুন – দেইয়ন
 
 দক্ষিণ কোরিয়া (পেন.)০ (৫)
 
 দক্ষিণ কোরিয়া (অ.স.প)
 
৩০ জুন – ইয়োকহোমা
 
 ইতালি
 
 জার্মানি
 
১৫ জুন – নিগাতা
 
 ব্রাজিল
 
 ডেনমার্ক
 
২১ জুন – শিজুকা
 
 ইংল্যান্ড
 
 ইংল্যান্ড
 
১৭ জুন – কোবে
 
 ব্রাজিল
 
 ব্রাজিল
 
২৬ জুন – সাইতামা
 
 বেলজিয়াম
 
 ব্রাজিল
 
১৬ জুন – ওইতা
 
 তুরস্কতৃতীয় স্থান নির্ধারণী
 
 সুইডেন
 
২২ জুন – ওসাকা২৯ জুন – দেগু
 
 সেনেগাল (অ.স.প)
 
 সেনেগাল  দক্ষিণ কোরিয়া
 
১৮ জুন – মিয়াগি
 
 তুরস্ক (অ.স.প)  তুরস্ক
 
 জাপান
 
 
 তুরস্ক
 

তৃতীয় স্থান নির্ধারণী খেলা

স্বাগতিক দক্ষিণ কোরিয়াকে ৩-২ ব্যবধানে পরাজিত করে তুরস্ক তৃতীয় স্থান দখল করে। এ খেলায় বিশ্বকাপের ইতিহাসের দ্রুততম গোল হয়। পারমা’র স্ট্রাইকার ও তুরস্কের প্রখ্যাত খেলোয়াড় হাকান সুকার মাত্র ১১ সেকেন্ডে প্রথম গোলটি করেন।

দক্ষিণ কোরিয়া  ২-৩  তুরস্ক
লি ইউল-ওং  ৯'
সং চং-গাগ  ৯০+৩'
রিপোর্টহাকান সুকার  ১'
হান  ১৩'৩২'
দায়েগু বিশ্বকাপ স্টেডিয়াম, দায়েগু
দর্শক সংখ্যা: ৬৩,৪৮৩
রেফারি: সাদ মানে (কুয়েত)

ফাইনাল

২০০২ ফিফা বিশ্বকাপ ফাইনাল ২০০২ সালে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের সর্বশেষ ও শিরোপা নির্ধারণী খেলা যেখানে জার্মানি ও ব্রাজিল পরস্পরের মুখোমুখি হয়। খেলাটি অনুষ্ঠিত হয় জাপানের ইয়োকোহামার নিসান স্টেডিয়ামে। খেলায় ব্রাজিল ২–০ গোলে জয়লাভ করার মাধ্যমে তাদের ৫ম বিশ্বকাপ শিরোপা জয় করে। খেলাটিতে দুইটি গোলই করেন ব্রাজিলের আক্রমণভাগের খেলোয়াড় রোনালদো। তিনি ছিলেন ঐ বিশ্বকাপের সর্বাধিক গোলদাতা। দুইটি গোলই হয় খেলায় দ্বিতীয়ার্ধে। এই ম্যাচের মাধ্যমেই ব্রাজিল ও জার্মানি প্রথমবারের মতো বিশ্বকাপে পরস্পরের মুখোমুখি হয়।

জার্মানি  ০–২  ব্রাজিল
(প্রতিবেদন)রোনালদো  ৬৭'৭৯'
দর্শক সংখ্যা: ৬৯,০২৯
রেফারি: পিয়েরলুইজি কোলিনা (ইতালি)

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ