১৯৬৬ ফিফা বিশ্বকাপ

ইংল্যান্ডে অনুষ্ঠিত ৮ম ফিফা বিশ্ব কাপ

১৯৬৬ ফিফা বিশ্বকাপ চতুর্বার্ষিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের অষ্টম আসরের চূড়ান্ত পর্ব ছিল, যেখানে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার অন্তর্ভুক্ত ১৬টি জাতীয় ফুটবল দল (পুরুষ) প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এই আসরটি ইংল্যান্ডে ১৯৬৬ সালের ১১ই জুলাই হতে ৩০শে জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। এর আগে ১৯৬০ সালের ২২শে আগস্ট তারিখে অনুষ্ঠিত এক সভায় ইংল্যান্ডকে স্বাগতিক রাষ্ট্র হিসেবে নির্বাচন করা হয়েছিল।[১][২]

১৯৬৬ ফিফা বিশ্বকাপ
বিবরণ
স্বাগতিক দেশইংল্যান্ড
তারিখ১১–৩০ জুলাই
দল১৬ (৪টি কনফেডারেশন থেকে)
মাঠ৮ (৭টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন ইংল্যান্ড (১ম শিরোপা)
রানার-আপ পশ্চিম জার্মানি
তৃতীয় স্থান পর্তুগাল
চতুর্থ স্থান সোভিয়েত ইউনিয়ন
পরিসংখ্যান
ম্যাচ৩২
গোল সংখ্যা৮৯ (ম্যাচ প্রতি ২.৭৮টি)
দর্শক সংখ্যা১৫,৬৩,১৩৫ (ম্যাচ প্রতি ৪৮,৮৪৮ জন)
শীর্ষ গোলদাতাপর্তুগাল ইউসেবিও (৯টি গোল)
সেরা যুব খেলোয়াড়পশ্চিম জার্মানি ফ্রান্ৎ‌স বেকেনবাউয়ার

১৯৬৬ সালের ৩০শে জুলাই তারিখে অনুষ্ঠিত ফাইনালে ইংল্যান্ড পশ্চিম জার্মানিকে ৪–২ গোলের ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়লাভ করেছিল।

অংশগ্রহণকারী দল

এই আসরে নিম্নে উল্লেখিত ১৬টি দল অংশগ্রহণ করেছিল:

গ্রুপ পর্ব

গ্রুপ ১

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোঅপয়েন্টযোগ্যতা অর্জন
 ইংল্যান্ডনকআউট পর্বে উন্নীত
 উরুগুয়ে২.০০০
 মেক্সিকো০.৩৩৩
 ফ্রান্স০.৪০০

গ্রুপ ২

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোঅপয়েন্টযোগ্যতা অর্জন
 পশ্চিম জার্মানি৭.০০০নকআউট পর্বে উন্নীত
 আর্জেন্টিনা৪.০০০
 স্পেন০.৮০০
  সুইজারল্যান্ড০.১১১

গ্রুপ ৩

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোঅপয়েন্টযোগ্যতা অর্জন
 পর্তুগাল৪.৫০০নকআউট পর্বে উন্নীত
 হাঙ্গেরি১.৪০০
 ব্রাজিল০.৬৬৭
 বুলগেরিয়া০.১২৫

গ্রুপ ৪

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোঅপয়েন্টযোগ্যতা অর্জন
 সোভিয়েত ইউনিয়ন৬.০০০নকআউট পর্বে উন্নীত
 উত্তর কোরিয়া০.৫০০
 ইতালি১.০০০
 চিলি০.৪০০

নকআউট পর্ব

বন্ধনী

 
কোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
          
 
২৩ জুলাই – লন্ডন
 
 
 ইংল্যান্ড
 
২৬ জুলাই – লন্ডন
 
 আর্জেন্টিনা
 
 ইংল্যান্ড
 
২৩ জুলাই – লিভারপুল
 
 পর্তুগাল
 
 পর্তুগাল
 
৩০ জুলাই – লন্ডন
 
 উত্তর কোরিয়া
 
 ইংল্যান্ড (অ.স.প.)
 
২৩ জুলাই – শেফিল্ড
 
 পশ্চিম জার্মানি
 
 পশ্চিম জার্মানি
 
২৫ জুলাই – লিভারপুল
 
 উরুগুয়ে
 
 পশ্চিম জার্মানি
 
২৩ জুলাই – সান্ডারল্যান্ড
 
 সোভিয়েত ইউনিয়নতৃতীয় স্থান
 
 সোভিয়েত ইউনিয়ন
 
২৮ জুলাই – লন্ডন
 
 হাঙ্গেরি
 
 পর্তুগাল
 
 
 সোভিয়েত ইউনিয়ন
 

ফাইনাল

ইংল্যান্ড  ৪–২ (অ.স.প.)  পশ্চিম জার্মানি
প্রতিবেদন
  • হালার  ১২'
  • ওয়েবার  ৮৯'
ওয়েম্বলি স্টেডিয়াম, লন্ডন
দর্শক সংখ্যা: ৯৬,৯২৪
রেফারি: গটফ্রাইড ডিন্সট (সুইজারল্যান্ড)

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:১৯৬৬ ফিফা বিশ্বকাপ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ