২০১০-এর দশক

দশক

২০১০-এর দশক (দুই হাজার দশের দশক) গ্রেগরীয় পঞ্জিকার দশক। যা শুরু হয় ১ জানুয়ারি ২০১০ তারিখে ও শেষ হয় ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে।

ব্রেক্সিট
সহস্রাব্দ:৩য় সহস্রাব্দ
শতাব্দীর:২০শ শতাব্দী২১শ শতাব্দী২২শ শতাব্দী
দশক:১৯৮০-এর দশক ১৯৯০-এর দশক ২০০০-এর দশক
২০১০-এর দশক২০২০-এর দশক ২০৩০-এর দশক ২০৪০-এর দশক
বছর:২০১০ ২০১১ ২০১২ ২০১৩ ২০১৪ ২০১৫ ২০১৬ ২০১৭ ২০১৮ ২০১৯

ঘটনা

২০১০

==== জানুয়ারি ====

ফ্রেব্রুয়ারি

মার্চ

এপ্রিল

মে

জুন

জুলাই

আগস্ট

  • ১০ আগস্টবিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করল এইচওয়ানএনওয়ান ইনফ্লুয়েঞ্জা বিশ্বমহামারী শেষ। সংস্থার মতে, সারা বিশ্বে ফ্লু অসুখ তার চিরন্তন মরসুমি অসুখের রূপটি ফিরে পেয়েছে।[২]

সেপ্টেম্বর

অক্টোবর

নভেম্বর

ডিসেম্বর

২০১১

==== জানুয়ারি ====

  • ১ জানুয়ারি - এস্তোনিয়া সরকারীভাবে ইউরো মুদ্রা প্রচলন করে ইউরোজোনের সপ্তদশ দেশ হিসেবে যাত্রা শুরু করে।
  • ৯ জানুয়ারি - দক্ষিণ সুদান নামে একটি নতুন স্বাধীন-সার্বভৌম দেশের জন্ম। এটি জাতিসংঘের সদস্যপদও লাভ করেছে।
  • ১১ জানুয়ারি - ব্রাজিলের রিও দে জানেইরুতে বন্যা ও ভূমিধ্বসে ৯০৩ জনের মৃত্যু।
  • ১৪ জানুয়ারি - আরব বসন্তের সূচনা। মাসব্যাপী বিদ্রোহের পর তিউনিসিয়ার সরকারের পতন। রাজা বেন আলি সৌদি আরবে পালিয়ে যান।

ফেব্রুয়ারি

  • ১১ ফেব্রুয়ারি - বিদ্রোহের কারণে মিশরের রাষ্ট্রপতি হোসনি মোবারক পদত্যাগ করেন। নির্বাচনের পূর্ব পর্যন্ত দেশের শাসনভার গ্রহণ করে সামরিক বাহিনী।

মার্চ

  • ১১ মার্চ - ৯.১ মানের ভূমিকম্প এবং তৎপরবর্তী সুনামিতে বিধ্বস্ত জাপানের পূর্ব উপকূল। ১৫,৮৪০ জনের মৃত্যু, নিখোঁজ ৩,৯২৬ জন।
  • ১৭ মার্চ - লিবিয়া গৃহযুদ্ধ চলমান। জাতিসংঘ প্রথমে লিবিয়ার আকাশে বিমান ওড়া নিষিদ্ধ করে। পরে ১৯ মার্চ বিদেশী বাহিনী লিবিয়ায় অনুপ্রবেশ করে।

এপ্রিল

মে

অপারেশন নেপচুন স্পিয়ার এর অগ্রগতি পর্যবেক্ষণের জন্য মার্কিন জাতীয় নিরাপত্তা দল হোয়াইট হাউস সিচুয়েশন রুম এ জড়ো হয়েছিল।
  • ১ মে - যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামা ঘোষণা করেন যে মার্কিন সামরিক বাহিনী পাকিস্তানের একটি অপারেশনে শীর্ষ ইসলামী সন্ত্রাসী আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে হত্যা করেছে।
  • ১০ মে - লন্ডনে বিজ্ঞানীরা সমবেত হন অ্যানথ্রোপোসিন তথা নৃযুগ বিষয়ে আলোচনা করতে।[৩]
  • ১৬ মে - পর্তুগালকে বাঁচাতে ইউরোপিয়ান ইউনিয়ন ৭৮ বিলিয়ন ইউরো বরাদ্দের ঘোষণা দেয়।
  • ২৬ মে - গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে অভিযুক্ত প্রাক্তন বসনীয়-সার্ব সেনা কর্মকর্তা রাতকো ম্লাদিচ সার্বিয়ায় গ্রেফতার।

জুন

  • ৫ জুন - ইয়েমেনের রাষ্ট্রপতি বিদ্রোহীদের আঘাতে আহত হয়ে চিকিৎসার জন্য সৌদি আরব যান। উপ-রাষ্ট্রপতি ক্ষমতা গ্রহণ করায় জনগণ সন্তুষ্ট হয়।
  • ১২ জুন - হাজার হাজার সিরীয় অধিবাসী সেনাবাহিনীর আক্রমণে তুরস্ক পালিয়ে যায়।

জুলাই

  • ৭ জুলাই - ইতিহাসে প্রথমবারের মত কৃত্রিমভাবে তৈরি অঙ্গ মানবদেহে সংস্থাপন করা হয়। অঙ্গটি তৈরি করা হয় ইংল্যান্ডে আর অস্ত্রোপচার হয় সুইডেনে।
  • ২০ জুলাই - জাতিসংঘ সোমালিয়ার দক্ষিণাংশে দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে ঘোষণা দেয়।
  • ২১ জুলাই - নাসার নভোখেয়াযান আটলান্টিস কেনেডি স্পেস সেন্টারে সফলভাবে অবতরণ করে যার মাধ্যমে আমেরিকার স্পেস শাটল প্রোগ্রামের চিরসমাপ্তি ঘটে।

আগস্ট

  • ৫ আগস্ট - নাসা ঘোষণা করে যে, তাদের মার্স রিকনিসন্স অর্বিটার মঙ্গলের পৃষ্ঠে তরল পানির অস্তিত্ব খুঁজে পেয়েছে। একই দিনে প্রথম সৌরচালিত নভোযান জুনো বৃহস্পতি গ্রহের উদ্দেশ্যে যাত্রা করে।

সেপ্টেম্বর

  • ৫ সেপ্টেম্বর - বাংলাদেশ ও ভারত তাদের ৪০ বছরের সীমান্ত সংঘাত নিরসনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে।
  • ২২ সেপ্টেম্বর - প্রথম কোন আদিবাসীর জিনক্রম বিশ্লেষণের ফলাফল প্রকাশিত হয়। অস্ট্রেলিয়ার আদিবাসীদের জিন নিয়ে গবেষণাটি করা হয়েছে।[৪]
  • ২৩ সেপ্টেম্বর - সার্ন ঘোষণা করে যে, তাদের অপেরা নিরূপকে আলোর চেয়ে দ্রুতগামী নিউট্রিনো ধরা পড়েছে।
  • ৩০ সেপ্টেম্বর - যুক্তরাষ্ট্রের ফার্মি ল্যাবের টেভাট্রন কণা সংঘর্ষপীঠ বন্ধ হয়ে যায়।

অক্টোবর

  • ১৮ অক্টোবর - ইউরোপে ভ্রূণাবস্থার স্টেম কোষ বিষয়ক পেটেন্ট নিষিদ্ধ করা হয়।[৫]
  • ২০ অক্টোবর - লিবিয়ার স্বৈর শাসক মুয়াম্মার গাদ্দাফি নিহত।
  • ২১ অক্টোবর - সম্পূর্ণ স্বাধীন ও নতুন একটি পরীক্ষায় ভৌগোলিক উষ্ণায়ন প্রমাণিত হয়।[৬]
  • ২৮ অক্টোবর - ব্রাসেলসে জরুরী বৈঠকের পর গ্রিসের অর্থনীতি রক্ষায় ইউরোপিয়ান ইউনিয়নের নতুন নীতিমালা প্রণয়ন।
  • ৩১ অক্টোবর - জাতিসংঘের ঘোষণা অনুসারে এই দিনেই পৃথিবীর জনসংখ্যা ৭০০ কোটি স্পর্শ করে। একই দিনে ইউনেস্কো ফিলিস্তিনকে সদস্যপদ প্রদান করে।

নভেম্বর

  • ২৬ নভেম্বর - মার্স সায়েন্স ল্যাবরেটরির রোভার কিউরিয়সিটি কেনেডি স্পেস সেন্টার থেকে মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করে।

ডিসেম্বর

২০১২

জানুয়ারি

ফেব্রুয়ারি

মার্চ

  • ২২শে মার্চ - যদি না ইউরোপিয়ান কাউন্সিল বর্তমান স্বত্তাধিকার আইন সম্প্রসারণ করে তাহলে দ্য বিটলসের ডেবিউ বা প্রারম্ভিক অ্যালবাম "প্লিজ প্লিজ মি"-এর স্বত্তাধিকার মেয়াদ শেষ হয়ে যাবে।[৮]

এপ্রিল

  • ১৭ই এপ্রিল - ৫০ বছর পর রিপাবলিক অফ কোরিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধকালীন সামরিক নিয়ন্ত্রণ প্রত্যহার করে নেবে এবং কমবাইন্ড ফোর্সেস কমান্ডের অবসান ঘটাবে। কমবাইন্ড ফোর্সেস কমান্ডের অধীনে একটাই কমান্ডের বদলে দুটো পৃথক সামরিক কমান্ড (দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র) যুদ্ধের সময় কোরিয়াতে কাজ করবে।

মে

জুন

জুলাই

আগস্ট

নভেম্বর

ডিসেম্বর

  • ৩রা ডিসেম্বর - বৃহস্পতি অপজিশনে (বিপক্ষে)।
  • ২১শে ডিসেম্বর - ১১:১১ UTCউত্তর গোলার্ধে দক্ষিণ অয়নান্ত (মকরক্রান্তি) এবং দক্ষিণ গোলার্ধে উত্তর অয়নান্ত (কর্কটক্রান্তি)।[১২]
  • ২১শে ডিসেম্বর - প্রাক-কলম্বিয়ান মায়া সভ্যতা যে পঞ্জিকা ব্যবহার করতো সেই মেসোআমেরিকান লং কাউন্ট পঞ্জিকা তার বর্তমান সময়কালের পৌরানিক সূচনা লগ্ন থেকে তেরো b'ak'tuns (একেকটা ১৪৪,০০০ দিনের পিরিয়েড)-এর এক বৃহত চক্র সম্পূর্ণ করে।[১৩] আজকের দিনে লং কাউন্ট তারিখটার সূচনা — আধুনিক নোটেশানে লেখা হয় ১৩.০.০.০.০ হিসাবে এবং এটি প্রলেপ্টিক গ্রেগরীয় পঞ্জিকার ১১ই আগস্ট, ৩১১৪ খ্রিস্টপূর্বের সমান — পুনরাবৃত্তি করা হয় ৫,১২৫ সৌর বছরের কিছু কম সময়ের মধ্যে প্রথম বারের জন্য।[১৪] এই চক্রের সমাপ্তি এবং আগের সূচনার লং কাউন্ট সমাপ্তি তারিখটি ১৯৬০-এর দশক থেকে ২০১২ সালে ডুমসডে (ধ্বংসের দিন) ভবিষ্যদ্বাণীর সঙ্গে যুক্ত। প্রাচীন মায়া সভ্যতার মানুষরা যে সেই সময় এই বিষয়টি কে একইরকম গুরুত্বপ্রদান করত সে সম্পর্কে গবেষকেরা কিছু বলেননি।[১৫]
  • ২৩শে ডিসেম্বর - লং কাউন্ট পঞ্জিকায় তেরোতম B'ak'tun -এর সমাপ্তির একটা বিকল্প দিন যেটা গণনা করা হয় কিছু মায়ানিস্ট গবেষক সমর্থিত GMT কোরিলেশনের[১৬] একটা অন্য সংস্করণ ব্যবহার করে।[১৭]
  • ৩১শে ডিসেম্বর - কিযোতো প্রটোকলের মেয়াদ শেষ হবে।

অজানা/অমীমাংসিত তারিখের ঘটনাবলী

  • আয়ারল্যান্ড অ্যানালগ টেলিভিশন সম্প্রচার বন্ধ করে দেবে।
  • চীন কুয়াফু মহাকাশযান উত্ক্ষেপণ করবে।
  • ইন্টেল এবং এসজিআই দ্বারা নাসার সুপার কম্পিউটারের জন্য Pleiades নামক নির্মীয়মান সুপার কম্পিউটারটির কাজ শেষ হবে, ১০ পেটাফ্লপ্সের এক চূড়ান্ত কার্যক্ষমতা সহ (প্রতি সেকেন্ডে ১০ কোযাদ্রিলিয়ন ফ্লোটিং পয়েন্ট অপারেশন)[১৮]
  • সুপার কম্পিউটার, আইবিএম দ্বারা ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি এডমিনিস্ট্রেশনের জন্য নির্মীয়মান সুপার কম্পিউটারটির কাজ শেষ হবে, ২০ পেটাফ্লপ্সের এক চূড়ান্ত কার্যক্ষমতা সহ।[১৯]
  • নভভরনেজহ নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট (দ্বিতীয়) থেকে প্রথম ইউনিটের বাণিজ্যিক কাজ করার সূচনা।
  • ওয়াশিংটন রাজ্যে এলহওয়া নদীর ওপর থেকে ১০৮ ফু (৩৩ মি) এলহওয়া বাঁধ এবং ২১০ ফু (৬৪ মি) গ্লিনেস ক্যানিয়ন বাঁধ সরিয়ে দেওয়া হবে, যেটা হবে ইতিহাসের সব থেকে বৃহত বাঁধ অপসারনের কাজ।
  • ক্যানবেরা ক্লাস লাইট এয়ারক্রাফট ক্যারিয়ার/বৃহত এমফিবিয়াস জাহাজ, যেগুলো রয়াল অস্ট্রেলিয়ান নেভি কর্তৃক পরিচালিত সব থেকে বড় জাহাজ, সেগুলো কাজ আরম্ভ করবে।
  • সূর্যের ওপর ১১ বছর সানস্পট চক্রের সৌর চক্র ২৪-এর সোলার ম্যাক্সিমাম বা সৌর সর্বাধিকটি ঘটতে পারে। বলা হয় সৌর চক্র ২৪-এর সূত্রপাত জানুয়ারি ২০০৮ সালে এবং গড়ে ২০১২ সালে সর্বাধিক সানস্পট সক্রিয়তা দেখা যাবে। ধারাবাহিক সোলার ম্যাক্সিমার মধ্যে গড়ে সময়কাল হল ১১ বছর (সোয়াব চক্র), এবং আগের সৌর চক্র ২৩-এর সোলার ম্যাক্সিমামটি হয় ২০০০-২০০২ সালে।[২০] সোলার ম্যাক্সিমামের সময় সূর্যের চুম্বক মেরুগুলো উল্টে যায়।[২১]
  • অঞ্চল ভিত্তিক অ্যানালগ টেলিভিশন সম্প্রচার বন্ধ করার ৫ বছরের এক প্রক্রিয়া সমাপ্ত করবে ইউনাইটেড কিংডম। মেরিডিয়ান ব্রডকাস্টিং, আইটিভি লন্ডন, টাইন টিজ টেলিভিশন এবং ইউটিভি হবে সব থেকে শেষ পর্যায়ের অ্যানালগ বন্ধের ক্ষেত্র।[২২]
  • পর্তুগালও তাদের অ্যানালগ টেলিভিশন বন্ধ করে দেবে ডিজিটাল গুলোর সঙ্গে ৪ বছর সাইমালকাস্ট (সহ-সম্প্রচার) করার পর। তারপর থেকে ডিভিবি সম্প্রচারই হবে টেলিভিশনে ব্যবহার করার একমাত্র সিস্টেম (ডিভিবি-সি কেবলের জন্য, ডিভিবি-টি টেরেস্ট্রিয়ালের জন্য এবং ডিভিবি-এস স্যাটেলাইটের জন্য)। টেরেস্ট্রিয়াল নেটয়ার্কে পাঁচটি ফ্রি-টু-এয়ার চ্যানেলও হাই-ডেফিনিশনে ২৪ ঘণ্টা ধরেই সম্প্রচার করা শুরু করবে।

২০১৩

==== জানুয়ারি ====

ফেব্রুয়ারি

মার্চ

এপ্রিল

  • ২৪ এপ্রিলসাভার, বাংলাদেশে আট-তলা ভবন রানা প্লাজা ধসে ১,১৩০ জনের মৃত্যু ঘটে।[২৩] ২,৫০০ এর বেশি আহত হয়।[২৪][২৫][২৬] দুর্ঘটনাটি বিশ্বের সবচেয়ে প্রানঘাতী ভবন পতন গুলোর একটি এবং ইতিহাসের তৃতীয় খারাপ ইন্ডাস্ট্রিয়াল বিপর্যয়।

মে

জুন

জুলাই

আগস্ট

সেপ্টেম্বর

  • সেপ্টেম্বর ২১ - আল শাবাব জঙ্গিরা নাইরোবির ওয়েসগেট শপিং মলে হামলা করে। এতে ৬২ জন সাধারণ মানুষ নিহত হয় এবং ১৭০ জনেরও বেশি আহত হয়।[২৭]

অক্টোবর

নভেম্বর

৮ নভেম্বর: ঘূর্ণিঝড় হাইয়ান.

ডিসেম্বর

২০১৪

==== জানুয়ারি ====

ফেব্রুয়ারি

মার্চ

এপ্রিল

মে

জুন

জুলাই

আগস্ট

সেপ্টেম্বর

অক্টোবর

নভেম্বর

ডিসেম্বর

২০১৫

==== জানুয়ারি ====

ফেব্রুয়ারি

মার্চ

এপ্রিল

মে

জুন

জুলাই

আগস্ট

সেপ্টেম্বর

অক্টোবর

নভেম্বর

ডিসেম্বর

  • ১৫ ডিসেম্বর - বিপিএল-এর ফাইনাল অনুষ্ঠিত। কুমিল্লা ও বরিশালের মধ্যকার খেলায় কুমিল্লা জয়ী হয়।

২০১৬

==== জানুয়ারি ====

ফেব্রুয়ারি

আগস্ট

নভেম্বর

সুপারমুন

অজানা তারিখ

২০১৭

==== জানুয়ারি ====

ফেব্রুয়ারি

মার্চ

এপ্রিল

মে

জুন

জুলাই

আগস্ট

সেপ্টেম্বর

অক্টোবর

নভেম্বর

ডিসেম্বর

২০১৮

====জানুয়ারী====

ফেব্রুয়ারি

মার্চ

এপ্রিল

মে

জুন

জুলাই

আগস্ট

সেপ্টেম্বর

অক্টোবর

  • ৪ অক্টোবর - বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করার ঘোষণা দেওয়া হয়।[৩৫]

নভেম্বর

ডিসেম্বর

২০১৯

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ