২০১১–১২ বুন্দেসলিগা

২০১১–১২ বুন্দেসলিগা জার্মানির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ৪৯তম মৌসুম ছিল। এই মৌসুমটি ২০১১ সালের ৫ই আগস্ট তারিখে শুরু হয়ে ২০১২ সালের ৫ই মে তারিখে সম্পন্ন হয়েছিল।[৩] বরুসিয়া ডর্টমুন্ডের জার্মান রক্ষণভাগের খেলোয়াড় কেভিন গ্রোশক্রয়ৎস এই মৌসুমের প্রথম গোল করেছিলেন।[৪]

বুন্দেসলিগা
মৌসুম২০১১–১২
তারিখ৫ আগস্ট ২০১১ – ৫ মে ২০১২
চ্যাম্পিয়নবরুসিয়া ডর্টমুন্ড
৫ম বুন্দেসলিগা শিরোপা
৮ম জার্মান শিরোপা
অবনমনহের্টা
কলন
কাইজারস্লাউটার্ন
চ্যাম্পিয়নস লীগবরুসিয়া ডর্টমুন্ড
বায়ার্ন মিউনিখ
শালকে
বরুসিয়া মনশেনগ্লাডবাখ
ইউরোপা লীগবায়ার লেভারকুজেন
স্টুটগার্ট
হানোফার
মোট খেলা৩০৬
মোট গোলসংখ্যা৮৭৫ (ম্যাচ প্রতি ২.৮৬টি)
শীর্ষ গোলদাতানেদারল্যান্ডস ক্লাস-ইয়ান হুন্টেলার (২৯টি গোল)
সবচেয়ে বড় হোম জয়বায়ার্ন মিউনিখ ৭–০ ফ্রাইবুর্গ
সবচেয়ে বড় অ্যাওয়ে জয় হের্টা ০–৬ বায়ার্ন মিউনিখ
সর্বোচ্চ স্কোরিংভেয়ার্ডার ব্রেমেন ৫–৩ ফ্রাইবুর্গ
বায়ার্ন মিউনিখ ৭–১ হফেনহাইম
বরুসিয়া ডর্টমুন্ড ৪–৪ স্টুটগার্ট
দীর্ঘতম টানা জয়৮ ম্যাচ
বরুসিয়া ডর্টমুন্ড[১]
দীর্ঘতম টানা অপরাজিত২৮ ম্যাচ
বরুসিয়া ডর্টমুন্ড[১]
দীর্ঘতম টানা জয়বিহীন২১ ম্যাচ
কাইজারস্লাউটার্ন[১]
দীর্ঘতম টানা পরাজয়৬ ম্যাচ
হের্টা
কাইজারস্লাউটার্ন[১]
গড় উপস্থিতি৪৫,১১১৬[২]

বরুসিয়া ডর্টমুন্ড বুন্দেসলিগার পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন, যারা ২০১০–১১ মৌসুমে ৭৫ পয়েন্ট অর্জন করে এই প্রতিযোগিতার ইতিহাসে ৪র্থ বারের মতো শিরোপা জয়লাভ করেছিল।

এই মৌসুমে ৮১ পয়েন্ট অর্জন করে বরুসিয়া ডর্টমুন্ড ৫ম বারের মতো বুন্দেসলিগা এবং ৮ম বারের মতো জার্মান শিরোপা জয়লাভ করেছিল। শালকের ওলন্দাজ আক্রমণভাগের খেলোয়াড় ক্লাস-ইয়ান হুন্টেলার ২৯ গোল করে এই মৌসুমের শীর্ষ গোলদাতার পুরস্কার জয়লাভ করেছিলেন।

প্রতিযোগিতার ধরন

প্রতিটি ক্লাব একে অপরের বিরুদ্ধে দুইটি ম্যাচে মুখোমুখি হয়েছিল; একটি নিজেদের মাঠে এবং অপরটি প্রতিপক্ষ দলের মাঠে। ক্লাবগুলো প্রতিটি জয়ের জন্য তিন পয়েন্ট এবং ড্রয়ের জন্য এক পয়েন্ট করে অর্জন করেছিল। যদি দুই বা ততোধিক ক্লাব সমান পয়েন্ট অর্জন করে থাকে, তবে গোল পার্থক্যের মাধ্যমে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান নির্ধারণ করা হয়েছিল। সর্বাধিক পয়েন্ট অর্জনকারী ক্লাবটি চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা জয়লাভ করেছিল এবং সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী দুইটি ক্লাব ২. বুন্দেসলিগায় অবনমিত হয়েছিল। পয়েন্ট তালিকায় তৃতীয় সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী ক্লাবটি ২. বুন্দেসলিগায় তৃতীয় স্থান অধিকারী ক্লাবের বিরুদ্ধে দুই লেগের অবনমন/উন্নয়ন প্লে-অফে অংশগ্রহণ করেছিল, যেখানে বিজয়ী ক্লাব পরবর্তী মৌসুমে বুন্দেসলিগায় অংশগ্রহণের জন্য উত্তীর্ণ হয়েছিল।

দল

২০১০–১১ মৌসুম শেষে আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট এবং জাংকট পাওলি মৌসুমে সর্বনিম্ন পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকার সর্বনিম্ন অবস্থানে থাকা দুই ক্লাব হিসেবে বুন্দেসলিগা হতে সরাসরি অবনমিত হয়েছিল। অন্যদিকে, তাদের বদলে হের্টা এবং আউগসবুর্গ বুন্দেসলিগায় উন্নীত হয়েছিল। পয়েন্ট তালিকায় তৃতীয় সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী ক্লাব হিসেবে বরুসিয়া মনশেনগ্লাডবাখ ২. বুন্দেসলিগায় তৃতীয় স্থান অধিকারী ক্লাব বোখুমের বিরুদ্ধে দুই লেগের অবনমন/উন্নয়ন প্লে-অফে অংশগ্রহণ করেছিল, উক্ত প্লে-অফে জয়লাভ করে বরুসিয়া মনশেনগ্লাডবাখ বুন্দেসলিগার এই মৌসুমে অংশগ্রহণের জন্য উত্তীর্ণ হয়েছিল। পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমেও ১৮টি ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

২০১১–১২ বুন্দেসলিগায় অংশগ্রহণকারী ক্লাবের অবস্থান


ক্লাবঅবস্থানস্টেডিয়ামধারণক্ষমতা<ref[৫]
আউগসবুর্গআউগসবুর্গআউগসবুর্গ এরিনা৩০,৬৬০
বায়ার লেভারকুজেনলেভারকুজেনবেএরিনা৩০,২১০
বায়ার্ন মিউনিখমিউনিখঅ্যালিয়াঞ্জ এরিনা৬৯,০০০
বরুসিয়া ডর্টমুন্ডডর্টমুন্ডসিগনাল ইডুনা পার্ক৮০,৭২০
বরুসিয়া মনশেনগ্লাডবাখমনশেনগ্লাডবাখবরুসিয়া পার্ক৫৪,০৫৭
ফ্রাইবুর্গফ্রাইবুর্গমাগে সোলার স্টেডিয়াম২৫,০০০
হামবুর্গারহামবুর্গফক্সপার্কস্টাডিওন৫৭,০০০
হানোফারহানোফারএডব্লিউডি আরেনা৪৯,০০০
হের্টাবার্লিনবার্লিন অলিম্পিক স্টেডিয়াম৭৪,২৪৪
১৮৯৯ হফেনহাইমসিনশাইমরাইন নেকার এরিনা৩০,১৫০
কাইজারস্লাউটার্নকাইজারস্লাউটার্নফ্রিৎস ভাল্টার স্টেডিয়াম৪৯,৭৮০
কলনকোলনরাইন এনার্গি স্টেডিয়াম৫০,০০০
মাইনৎসমাইনৎসমেভা এরিনা৩৪,০৩৪
নুর্নবার্গনুরেমবার্গইজিক্রেডিট স্টেডিয়াম৪৮,৫৪৮
শালকেগেলজেনকির্খেনআরেনা আউফশালকে৬১,৬৭৩
স্টুটগার্টস্টুটগার্টগটলিয়েব ডাইমলার স্টেডিয়াম৬০,৩০০
ভেয়ার্ডার ব্রেমেনব্রেমেনভেজার স্টেডিয়াম৪২,০০০
ভলফসবুর্গভলফসবুর্গফক্সভাগেন আরেনা৩০,০০০

পয়েন্ট তালিকা

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জন বা অবনমন
বরুসিয়া ডর্টমুন্ড (C)৩৪২৫৮০২৫+৫৫৮১চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বে উত্তীর্ণ
বায়ার্ন মিউনিখ৩৪২৩৭৭২২+৫৫৭৩
শালকে৩৪২০১০৭৪৪৪+৩০৬৪
বরুসিয়া মনশেনগ্লাডবাখ৩৪১৭৪৯২৪+২৫৬০চ্যাম্পিয়নস লীগের প্লে-অফ পর্বে উত্তীর্ণ
বায়ার লেভারকুজেন৩৪১৫১০৫২৪৪+৮৫৪ইউরোপা লীগের গ্রুপ পর্বে উত্তীর্ণ[ক]
স্টুটগার্ট৩৪১৫১১৬৩৪৬+১৭৫৩ইউরোপা লীগের প্লে-অফ পর্বে উত্তীর্ণ[ক]
হানোফার৩৪১২১২১০৪১৪৫−৪৪৮ইউরোপা লীগের তৃতীয় বাছাইপর্বে উত্তীর্ণ[ক]
ভলফসবুর্গ৩৪১৩১৬৪৭৬০−১৩৪৪
ভেয়ার্ডার ব্রেমেন৩৪১১১৪৪৯৫৮−৯৪২
১০নুর্নবার্গ৩৪১২১৬৩৮৪৯−১১৪২
১১১৮৯৯ হফেনহাইম৩৪১০১১১৩৪১৪৭−৬৪১
১২ফ্রাইবুর্গ৩৪১০১০১৪৪৫৬১−১৬৪০
১৩মাইনৎস৩৪১২১৩৪৭৫১−৪৩৯
১৪আউগসবুর্গ৩৪১৪১২৩৬৪৯−১৩৩৮
১৫হামবুর্গার৩৪১২১৪৩৫৫৭−২২৩৬
১৬হের্টা (R)৩৪১০১৭৩৮৬৪−২৬৩১অবনমন প্লে-অফে উত্তীর্ণ
১৭কলন (R)৩৪২০৩৯৭৫−৩৬৩০২. বুন্দেসলিগায় অবনমিত
১৮কাইজারস্লাউটার্ন (R)৩৪১১১৯২৪৫৪−৩০২৩

ফলাফল

স্বাগতিক \ সফরকারীFCABSCSVWBVBSCFHSVH96TSGFCKKOEB04M05BMGFCBFCNS04VFBWOB
আউগসবুর্গ৩–০১–১০–০২–২১–০০–০০–২২–২২–১১–৪২–১১–০১–২০–০১–১১–৩২–০
হের্টা২–২১–০০–১১–২১–২০–১৩–১১–২৩–০৩–৩০–০১–২০–৬০–১১–২১–০১–৪
ভেয়ার্ডার ব্রেমেন১–১২–১০–২৫–৩২–০৩–০১–১২–০৩–২১–১০–৩২–২১–২০–১২–৩২–০৪–১
বরুসিয়া ডর্টমুন্ড৪–০১–২১–০৪–০৩–১৩–১৩–১১–১৫–০১–০২–১২–০১–০২–০২–০৪–৪৫–১
ফ্রাইবুর্গ১–০২–২২–২১–৪১–২১–১০–০২–০৪–১০–১১–২১–০০–০২–২২–১১–২৩–০
হামবুর্গার১–১২–২১–৩১–৫১–৩১–০২–০১–১৩–৪১–১০–০০–১১–১২–০১–২০–৪১–১
হানোফার২–২১–১৩–২২–১০–০১–১২–১২–১৪–১০–০১–১২–১২–১১–০২–২৪–২২–০
১৮৯৯ হফেনহাইম২–২১–১১–২১–০১–১৪–০০–০১–১১–১০–১১–১১–০০–০২–৩১–১১–২৩–১
কাইজারস্লাউটার্ন১–১১–১০–০২–৫১–০০–১১–১১–২০–১০–২৩–১১–২০–৩০–২১–৪০–২০–০
কলন৩–০১–০১–১১–৬৪–০০–১২–০২–০১–১০–২১–১০–৩১–৪১–২১–৪১–১০–৩
বায়ার লেভারকুজেন৪–১৩–৩১–০০–০০–২২–২১–০২–০৩–১১–৪৩–২১–২২–০০–৩০–১২–২৩–১
মাইনৎস০–১১–৩১–৩১–২৩–১০–০১–১০–৪৪–০৪–০২–০০–৩৩–২২–১২–৪৩–১০–০
বরুসিয়া মনশেনগ্লাডবাখ০–০০–০৫–০১–১০–০১–১২–১১–২১–০৩–০২–২১–০৩–১১–০৩–০১–১৪–১
বায়ার্ন মিউনিখ২–১৪–০৪–১০–১৭–০৫–০২–১৭–১২–০৩–০৩–০০–০০–১৪–০২–০২–০২–০
নুর্নবার্গ১–০২–০১–১০–২১–২১–১১–২০–২১–০২–১১–৪৩–৩১–০০–১৪–১২–২১–৩
শালকে৩–১৪–০৫–০১–২৪–২৩–১৩–০৩–১১–২৫–১২–০১–১১–০০–২৪–০৩–১৪–০
স্টুটগার্ট২–১৫–০৪–১১–১৪–১১–২৩–০২–০০–০২–২০–১৪–১০–৩১–২১–০৩–০৩–২
ভলফসবুর্গ১–২২–৩৩–১১–৩৩–২২–১৪–১১–২১–০১–০৩–২২–২০–০০–১২–১২–১১–০

শীর্ষ গোলদাতা

অবস্থানখেলোয়াড়ক্লাবগোল
ক্লাস-ইয়ান হুন্টেলারশালকে২৯
মারিও গোমেজবায়ার্ন মিউনিখ২৬
রবের্ত লেভানদোভস্কিবরুসিয়া ডর্টমুন্ড২২
ক্লাউদিও পিসারোভেয়ার্ডার ব্রেমেন১৮
লুকাস পোডলস্কিকলন
মার্কো রয়েসবরুসিয়া মনশেনগ্লাডবাখ
মার্টিন হারনিকস্টুটগার্ট১৭
স্টেফান কিয়েসলিংবায়ার লেভারকুজেন১৬
রাউলশালকে১৫
১০ শিনজি কাগওয়াবরুসিয়া ডর্টমুন্ড১৩

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ