২০১৭–১৮ লা লিগা

২০১৭–১৮ লা লিগা, স্পন্সরজনিত কারণে লা লিগা সানতান্দের নামেও পরিচিত,[২] এটি লা লিগার ৮৭তম আসর। এই আসর ১৮ আগস্ট ২০১৭ সালে শুরু হয়েছে এবং ২০ মে ২০১৮ সালে সমাপ্ত হবে।[৩] এই আসরের সময়সূচী ২১ জুলাই ২০১৭ সালে ঘোষণা করা হয়।[৪]

লা লিগা
মৌসুম২০১৭-১৮ (১৮ আগস্ট ২০১৭ - ২০ মে ২০১৮)
চ্যাম্পিয়নবার্সেলোনা (২৫ তম শিরোপা)
অবনমনদেপোর্তিবো লা করুনা

লাস পালমাস

মালাগা
২০১৮-১৯ উয়েফা চ্যাম্পিয়নস লীগবার্সেলোনা

আতলেটিকো মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ

ভালেনসিয়া
২০১৮-১৯ উয়েফা ইউরোপা লীগভিয়ারিয়াল

রিয়াল বেটিস

সেভিয়া
মোট খেলা৩৮০
মোট গোলসংখ্যা১০২৪ (ম্যাচ প্রতি ২.৬৯টি)
শীর্ষ গোলদাতাআর্জেন্টিনা লিওনেল মেসি (৩৪ গোল)
সেরা গোলরক্ষকইয়ান ওবলাক (০.৫৯ গোল/ম্যাচ)
সবচেয়ে বড় হোম জয়জিরোনা ৬-০ লাস পালমাস
(১৩ই জানুয়ারি ২০১৮)
রিয়াল মাদ্রিদ ৭-১ দেপোর্তিবো লা করুনা
(২১ই জানুয়ারি ২০১৮)
রিয়াল মাদ্রিদ ৬-০ সেলতা বিগো
(১২ই মে ২০১৮)
সবচেয়ে বড় অ্যাওয়ে জয়লেভান্তে ০-৫ আতলেতিকো মাদ্রিদ
(২৫ নভেম্বর ২০১৭)
রিয়াল বেতিস ০-৫ বার্সেলোনা
(২১ জানুয়ারি ২০১৮)
সর্বোচ্চ স্কোরিংরিয়াল বেটিস ৩-৬ ভালেনসিয়া
(১৫ অক্টোবর ২০১৭)লেভান্তে ৫-৪ বার্সেলোনা
দীর্ঘতম টানা জয়৮ ম্যাচ[১]
ভালেনসিয়া
দীর্ঘতম টানা অপরাজিত৩৬ ম্যাচ[১]বার্সেলোনা
দীর্ঘতম টানা জয়বিহীন১৬ ম্যাচ[১]
লাস পালমাস
দীর্ঘতম টানা পরাজয়৮ ম্যাচ[১]
লাস পালমাস
সর্বোচ্চ উপস্থিতি৯৭,৯৩৯
বার্সেলোনা ২-২ রিয়াল মাদ্রিদ
(৬ মে ২০১৮)[১]
সর্বনিম্ন উপস্থিতি৪,০৫৬
এইবার ১-০ ভিয়ারিয়াল
(২৮ ফেব্রুয়ারি ২০১৮)
মোট উপস্থিতি১০,২২১,১৮২[১]
গড় উপস্থিতি২৬,৯৬৮[১]
সব পরিসংখ্যান ২০ মে ২০১৮ অনুযায়ী সঠিক।

দলসমূহ

উন্নতি এবং অবনতি (প্রাক-মৌসুম)

সর্বমোট ২০টি দল এই বারের আসরে প্রতিযোগিতা করবে, যার মধ্যে ১৭টি দল ২০১৬-১৭ লা লিগা খেলেছে এবং ৩টি দল ২০১৬-১৭ সেগুন্দা ডিভিশন হতে উন্নীত হয়েছে। এই ৩ উন্নীত দলের ২টি সেগুন্দা ডিভিশনের সেরা ২ দল হিসেবে এবং অপর দলটি প্লে-অফে জয়লাভ করে উন্নীত হয়েছে।

লেভান্তে সেগুন্দা ডিভিশন হতে প্রথম দল হিসেবে এবারের আসরে খেলার যোগ্যতা অর্জন করে, তারা গত আসরে লা লিগায় খেলতে পারেনি, এপ্রিল ২৯, ২০১৭ সালে, অভেইডোকে ১-০ গোলে হারিয়ে দেয়।[৫] জুন ৪, ২০১৭ সালে, জিরোনা জারাগোজার সাথে ০-০ গোলে ড্র করে রানার-আপ হয়, তারা প্রথমবারের মতো লা লিগায় খেলার যোগ্যতা অর্জন করে।[৬] তারা ৬২তম দল হিসেবে স্পেনের সর্বোচ্চ পর্যায়ে খেলবে। গেতাফে হুয়েস্কা এবং টেনেরিফেকে প্লে-অফে হারিয়ে সর্বশেষ দল হিসেবে এই আসরে খেলার যোগ্যতা অর্জন করে, তারা ২০১৫-২০১৬ আসরে অবনমিত হওয়ার ফলে গত আসরে তারা লা লিগায় অনুপস্থিত ছিল।[৭]

এই ৩টি উন্নীত দল গত আসরে অবনমিত হওয়া স্পোর্টিং গিজন, ওসাসুনা এবং গ্রানাদার পরিবর্তে এই আসরে খেলবে্।

স্টেডিয়াম এবং অবস্থান

আতলেতিকো মাদ্রিদ এই আসরে ভিসেন্তে কালডেরন স্টেডিয়ামের পরিবর্তে তাদের নতুন স্টেডিয়াম, ওয়ান্ডা মেট্রোপলিটানোতে খেলবে, তারা গত ৫০ বছর যাবত (১৯৬৭ সাল হতে) সেখানে খেলছিল।

দেপর্তিভো লা করুনা আবাঙ্কার সাথে স্পনসরশিপ চুক্তির জন্য তাদের স্টেডিয়ামের নাম আবাঙ্কা-রিয়াজর রাখে।[৮]

লা লিগায় তাদের প্রথমবারের মতো উন্নীতর ফলে, জিরোনা তাদের স্টেডিয়াম এস্তাদিও মন্টিলিভিকে সাময়িকভাবে ১৩,৫০০ দর্শকের জন্য বিস্তৃত করে।[৯]

দলঅবস্থানস্টেডিয়ামধারণক্ষমতা
আলাভেসভিটরিয়া-গাস্টিজমেন্ডিজোরোৎজা১৯,৮৪০[১০]
অ্যাথলেতিক বিলবাওবিলবাওসান ম্যামেস৫৩,২৮৯[১১]
আতলেতিকো মাদ্রিদমাদ্রিদওয়ান্ডা মেট্রোপলিটানো৬৭,৭০৩[১২]
বার্সেলোনাবার্সেলোনাকাম্প ন্যু৯৯,৩৫৪[১৩]
সেলতা বিগোভিগোবালাইডস২৯,০০০[১৪]
দেপর্তিভো লা করুনাআ করুনাআবাঙ্কা-রিয়াজর৩২,৯১২[১৫]
এইবারএইবারইপুরুয়া৭,০৮৩[১৬]
এস্পানিওলবার্সেলোনাআরসিডিই স্টেডিয়াম৪০,৫০০[১৭]
গেতাফেগেতাফেকলিসীয়াম আলফনসো পেরেজ১৭,০০০[১৮]
জিরোনাজিরোনামন্টিলিভি১৩,৫০০[৯]
লাস পালমাসলাস পালমাসগ্রান কানারিয়া৩২,৪০০[১৯]
লেগানেসলেগানেসবুটারকি১১,৪৫৪[২০]
লেভান্তেভালেনসিয়াকিউটাট দে ভালেনসিয়া২৬,৩৫৪[২১]
মালাগামালাগালা রোসালেডা৩০,০৪৪[২২]
রিয়াল বেটিসসেভিলেবেনিটো ভিয়ামারিন৬০,৭২০[২৩]
রিয়াল মাদ্রিদমাদ্রিদসান্তিয়াগো বার্নাব্যু৮১,০৪৪[২৪]
রিয়াল সোসিয়েদাদসান সেবাস্টিয়ানআনোয়েটা৩২,০০০[২৫]
সেভিয়াসেভিলেরামন সানচেজ পিজুয়ান৪২,৭১৪[২৬]
ভালেনসিয়াভালেনসিয়ামেস্টালা৪৯,৫০০[২৭]
ভিয়ারিয়ালভিয়ারিয়ালএস্তাদিও দে লা কেরামিকা২৪,৮৯০[২৮]

কর্মী এবং স্পনসরশিপ

দলম্যানেজারঅধিনায়ককিট প্রস্তুতকারকশার্ট স্পনসর
আলাভেস লুইস জুবেলদিয়া মানু গার্সিয়াকেলমেএলইএ, আলাভা, ইউসকালটেল
অ্যাথলেতিক বিলবাও হোসে এঞ্জেল জিগান্ডা মার্কেল সুসাইয়েটানিউ ব্যালেন্সকুটক্সাব্যাংক
আতলেতিকো মাদ্রিদ দিয়েগো সিমেওনে গ্যাবিনাইকিপ্লাস৫০০
বার্সেলোনা আর্নেস্তো ভালভার্দে আন্দ্রেস ইনিয়েস্তানাইকিরাকুটেন, ইউনিসেফ, বেকো
সেলতা বিগো হুয়ান কার্লোস উনজু হুগো মালোআডিডাসএস্ট্রেলা গ্যালিসিয়া ০,০, লুকিয়া, আবাঙ্কা
দেপর্তিভো লা করুনা পেপে মেল পেড্রো মস্কেরাম্যাক্রনএস্ট্রেলা গ্যালিসিয়া ০,০, আবাঙ্কা, লুকিয়া
এইবার হোসে লুইস মেন্ডিলিবার দানি গার্সিয়াপুমাএভিআইএ, উইকো
এস্পানিওল কুইকু সানচেজ ফ্লোরেস জাভি লোপেজজোমারাস্টার গ্রুপ, ইনজু, রিভেইরা মায়া
গেতাফে হোসে বর্ডালাস মেহদী লাকেনজোমাটেকনোকাসা গ্রুপ
জিরোনা পাবলো মাচিন ইলোই আমাগাতআমব্রোস্টারক্যাসিনো, কোস্টা ব্রাভা
লাস পালমাস মানোলো মারকুয়েজ ডেভিড গার্সিয়াআকেরবিসগ্রান কানারিয়া, কালিসে মেনরকুইনা, বিন্টার কানারিয়াস, বিকর্ডিয়াল স্পোর্টস
লেগানেস অ্যাসিয়ের গারিটানো মার্টিন ম্যান্টভানিজোমাগোল্ডেনপার্ক, স্যামবিল আউটলেট মাদ্রিদ
লেভান্তে হুয়ান মুনিজ পেড্রো লোপেজম্যাক্রনভালেনসিয়া, বালেয়ারিয়া
মালাগা মিশেল রেসিওনাইকিম্যারাথনবেট, বেনাহাভিস
রিয়াল বেটিস কুইকু সেটিয়েন জোয়াকুইনআডিডাসউইকো, রিয়ালে সেগুরোস
রিয়াল মাদ্রিদ জিনেদিন জিদান সার্জিও রামোসআডিডাসএমিরেট্‌স
রিয়াল সোসিয়েদাদ ইউসেবিও স্যাক্রিস্ট্যান জাবি প্রিয়েটোআডিডাসকিউবাও.কম, কুটক্সাব্যাংক
সেভিয়া এডুয়ার্ডো বেরিজ্জো নিকোলাস পারেজানিউ ব্যালেন্সপ্লেডাব্লিউএসওপি.কম
ভালেনসিয়া মার্সেলিনো ড্যানিয়েল পারেজোআডিডাসবিএলইউ, বিইন স্পোর্টস, আলফা রোমিও
ভিয়ারিয়াল ফ্রান এস্ক্রিবা ব্রুনোজোমাপামেসা কেরামেরিকা
১. ^ শার্টের পেছনে
২. ^ স্লিভে
৩. ^ শর্টে

ম্যানেজার পরিবর্তন

দলবিদায়ী ম্যানেজারপ্রস্থানের পদ্ধতিকর্মখালির তারিখটেবিলে অবস্থানআগন্তুক ম্যানেজারনিযুক্তির তারিখ
অ্যাথলেতিক বিলবাও আর্নেস্তো ভালভার্দেপদত্যাগ২৩ মে ২০১৭[২৯]প্রাক-মৌসুম হোসে এঞ্জেল জিগান্ডা২৪ মে ২০১৭[৩০]
বার্সেলোনা লুইস এনরিকচুক্তি শেষ২৯ মে ২০১৭ আর্নেস্তো ভালভার্দে২৯ মে ২০১৭[৩১]
লাস পালমাস কুইকু সেটিয়েন৩০ জুন ২০১৭ ম্যানুয়েল মারকুয়েজ৩ জুলাই ২০১৭[৩২]
ভালেনসিয়া ভোরোঅন্তর্বর্তী সময় শেষ২১ মে ২০১৭ মার্সেলিনো১১ মে ২০১৭[৩৩]
রিয়াল বেটিস অ্যালেক্সিস ট্রুজিলো২৬ মে ২০১৭ কুইকু সেটিয়েন২৬ মে ২০১৭[৩৪]
সেলতা বিগো এডুয়ার্ডো বেরিজ্জোচুক্তি শেষ৩০ জুন ২০১৭[৩৫] হুয়ান কার্লোস উনজু২৮ মে ২০১৭[৩৬]
সেভিয়া হোর্হে সাম্পাওলিআর্জেন্টিনা দ্বারা স্বাক্ষরিত২০ মে ২০১৭[৩৭] এডুয়ার্ডো বেরিজ্জো১ জুন ২০১৭[৩৮]
আলাভেস মৌরিসিও পেলেগ্রিনোপদত্যাগ২৯ মে ২০১৭[৩৯] লুইস জুবেলদিয়া১৭ জুন ২০১৭[৪০]

লীগ টেবিল

পয়েন্ট তালিকা

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জন বা অবনমন
বার্সেলোনা (C)৩৮২৮৯৯২৯+৭০৯৩চ্যাম্পিয়নস লীগ গ্রুপ পর্বের জন্য উন্নীত
আতলেতিকো মাদ্রিদ৩৮২৩১০৫৮২২+৩৬৭৯
রিয়াল মাদ্রিদ৩৮২২১০৯৪৪৪+৫০৭৬
ভালেনসিয়া৩৮২২৬৫৩৮+২৭৭৩
ভিয়ারিয়াল৩৮১৮১৩৫৭৫০+৭৬১ইউরোপা লীগ গ্রুপ পর্বের জন্য উন্নীত[ক]
রিয়াল বেটিস৩৮১৮১৪৬০৬১−১৬০
সেভিয়া৩৮১৭১৪৪৯৫৮−৯৫৮ইউরোপা লীগ তৃতীয় কোয়ালিফাইং পর্বের জন্য উন্নীত[ক]
গেতাফে৩৮১৫১০১৩৪২৩৩+৯৫৫
এইবার৩৮১৪১৫৪৪৫০−৬৫১[খ]
১০জিরোনা৩৮১৪১৫৫০৫৯−৯৫১[খ]
১১এস্পানিওল৩৮১২১৩১৩৩৬৪২−৬৪৯[গ]
১২রিয়াল সোসিয়েদাদ৩৮১৪১৭৬৬৫৯+৭৪৯[গ]
১৩সেল্টা ভিগো৩৮১৩১০১৫৫৯৬০−১৪৯[গ]
১৪আলাবেস৩৮১৫২১৪০৫০−১০৪৭
১৫লেভান্তে৩৮১১১৩১৪৪৪৫৮−১৪৪৬
১৬অ্যাথলেটিক বিলবাও৩৮১০১৩১৫৪১৪৯−৮৪৩[ঘ]
১৭লেগানেস৩৮১২১৯৩৪৫১−১৭৪৩[ঘ]
১৮দেপর্তিভো লা করুনা (R)৩৮১১২১৩৮৭৬−৩৮২৯সেগুন্দা ডিভিশনের জন্য অবনমিত
১৯লাস পালমাস (R)৩৮২৬২৪৭৪−৫০২২
২০মালাগা (R)৩৮২৮২৪৬১−৩৭২০

৯৩

রাউন্ড শেষে অবস্থান

ফলাফল

ম্যাচডে ১

লেগানেস১-০আলাভেস
  • গ্যাব্রিয়েল  ২৪'
প্রতিবেদন
এস্তাদিও মুনিসিপাল দে বুটারকি, লেগানেস
দর্শক সংখ্যা: ৯,২৩১
রেফারি: মুনুয়েরা মন্টেরো

ভালেনসিয়া১-০লাস পালমাস
  • সিমনে জাজা  ২২'
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৩৬,০১৯
রেফারি: গিল মাঞ্জানো

পরিসংখ্যান

স্কোরিং

সর্বোচ্চ গোলদাতা

১৬ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত হালনাগাদকৃত।[৪৩]

সর্বোচ্চ এসিস্টস

১৬ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত হালনাগাদকৃত।[৪৪]
অবস্থানখেলোয়াড়ক্লাবগোল
লিওনেল মেসিবার্সেলোনা৩৪
ক্রিশ্চিয়ানো রোনালদোরিয়াল মাদ্রিদ২৬
অবস্থানখেলোয়াড়ক্লাবএসিস্টস
জর্দি আলবাবার্সেলোনা
আন্দ্রেস গুয়ার্দাদোরিয়াল বেটিস
ইনাকি উইলিয়ামসঅ্যাথলেতিক বিলবাও
ইয়ানিক কারাস্কোআতলেতিকো মাদ্রিদ
জাবি প্রিয়েতোরিয়াল সোসিয়েদাদ
ইভান রাকিতিচবার্সেলোনা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ