ইভান রাকিতিচ

ক্রোয়েশীয় ফুটবলার

ইভান রাকিতিচ (ক্রোয়েশীয়: Ivan Rakitić; জন্ম: ১০ মার্চ ১৯৮৮) হলেন একজন পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব সেভিয়া এবং ক্রোয়েশিয়া জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

ইভান রাকিতিচ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামইভান রাকিতিচ
জন্ম (1988-03-10) ১০ মার্চ ১৯৮৮ (বয়স ৩৬)
জন্ম স্থানরিফাল্ডে, সুইজারল্যান্ড
উচ্চতা১.৮৪ মি (৬ ফু ০ ইঞ্চি)
মাঠে অবস্থানমধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
সেভিয়া
জার্সি নম্বর১০
যুব পর্যায়
১৯৯২–১৯৯৫এফসি মোলিন-রিবার্গ
১৯৯৫–২০০৫এফসি বাসেল
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
২০০৫–২০০৭এফসি বাসেল৩৪(১১)
২০০৭–২০১১শালকে ০৪৯৭(১২)
২০১১–২০১৪সেভিয়া১১৭(২৭)
২০১৪–বার্সেলোনা১৩৬(২১)
জাতীয় দল
২০০৬–২০০৭সুইজারল্যান্ড অনূর্ধ্ব-২১(১)
২০০৯ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-২১(২)
২০০৭–ক্রোয়েশিয়া৯৯(১৫)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২০শে মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫ই জুলাই ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

রাকিতিচ তার পেশাদার কর্মজীবন শুরু করেন এফসি বাসেলে এবং সেখানে দুই মৌসুম কাটান। এরপর তিনি চলে যান জার্মানির ক্লাব শালকে ০৪ এ। জার্মান বুন্দেসলিগায় সাড়ে তিন মৌসুম কাটানোর পর, ২০১১ সালের জানুয়ারিতে তিনি সেভিয়াতে যোগ দেন। দুই বছর পর, তিনি ক্লাবের অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তাদের ইউরোপা লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। ২০১৪ সালে তিনি বার্সেলোনায় যোগ দেন। ২৫ অগাস্ট, ২০১৪ বার্সেলোনার হয়ে তার অভিষেক হয়।

রাকিতিচ সুইজারল্যান্ডের বয়সভিত্তিক প্রকল্পের অংশ ছিলেন। তিনি সুইজারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন। ২০০৯ সালে রাকিতিচ ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-২১ দলে যোগ দেন। ২০০৭ সালে ক্রোয়েশিয়ার হয়ে তার অভিষেক হয়। এরপর থেকে তিনি জাতীয় দলের হয়ে উয়েফা ইউরো ২০০৮, উয়েফা ইউরো ২০১২, ২০১৪ ফিফা বিশ্বকাপ, উয়েফা ইউরো ২০১৬২০১৮ ফিফা বিশ্বকাপ এ অংশগ্রহণ করেছেন। তিনি ২০১৮ বিশ্বকাপে রানার-আপ পদক অর্জন করেন।

পরিসংখ্যান

ক্লাব

২০ মে ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[৩][৪][৫]
ক্লাবমৌসুমলিগকাপইউরোপঅন্যান্যমোট
উপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোল
বাসেল২০০৫–০৬
২০০৬–০৭৩৩১১৪৩১১
মোট৩৪১১৪৬১১
শালকে ০৪২০০৭–০৮২৯৪২
২০০৮–০৯২৩৩৪
২০০৯–১০২৯৩৩
২০১০–১১১৬২৬
মোট৯৭১২১৫১৯১৩৫১৬
সেভিয়া২০১০–১১১৩১৬
২০১১–১২৩৬৩৯
২০১২–১৩৩৪৪২১২
২০১৩–১৪৩৪১২১৮৫২১৫
মোট১১৭২৭১২২০১৪৯৩৪
বার্সেলোনা২০১৪–১৫৩২১২৫১
২০১৫–১৬৩৬১০৫৭
২০১৬–১৭৩২৫১
২০১৭–১৮৩৫১০৫৫
মোট১৩৫২১২৯৪১২১৪৩০
সর্বমোট৩৮৩৭১৬৩১১৮৬১৩৫৪৫৯১

আন্তর্জাতিক

১৫ জুলাই ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[৬]
জাতীয় দলবছরউপস্থিতিগোল
ক্রোয়েশিয়া২০০৭
২০০৮১১
২০০৯
২০১০
২০১১
২০১২১০
২০১৩১১
২০১৪১০
২০১৫
২০১৬
২০১৭
২০১৮১১
মোট৯৯১৫

অর্জন

ক্লাব

বাসেল[৭]
  • সুইস কাপ: ২০০৬–০৭
সেভিয়া[৭]
বার্সেলোনা[৮]

আন্তর্জাতিক

ব্যক্তিগত

  • সুইস সুপার লিগ বর্ষসেরা তরুণ খেলোয়াড়: ২০০৬–০৭
  • সুইস সুপার লিগ মৌসুমসেরা গোল: ২০০৬–০৭
  • বিবিভিএ ফেয়ার প্লে অ্যাওয়ার্ড:২০১৩–১৪
  • লা লিগা মাসসেরা খেলোয়াড়:জানুয়ারি ২০১৪
  • উয়েফা ইউরোপা লিগ ফাইনাল ম্যাচসেরা খেলোয়াড়: ২০১৪
  • লা লিগা মৌসুমসেরা দল: ২০১৩–১৪, ২০১৪–১৫
  • উয়েফা ইউরোপা লিগ মৌসুমসেরা দল:২০১৩–১৪
  • উয়েফা চ্যাম্পিয়নস লিগ মৌসুমসেরা দল:২০১৪–১৫
  • ক্রোয়েশিয়া বর্ষসেরা ফুটবলার: ২০১৫
  • ক্রোয়েশিয়া বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব: ২০১৫
  • ফিফা ফিফপ্রো বিশ্ব একাদশ চতুর্থ দল: ২০১৬[১০]
  • ফিফা ফিফপ্রো বিশ্ব একাদশ পঞ্চম দল:: ২০১৫[১১]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ