বিষয়বস্তুতে চলুন

ফুটবল লিগ কাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফুটবল লিগ কাপ
প্রতিষ্ঠিত১৯৬০
অঞ্চলইংল্যান্ড
দলের সংখ্যা৯২
আন্তর্জাতিক কাপউয়েফা ইউরোপা লিগ
বর্তমান চ্যাম্পিয়নম্যানচেস্টার সিটি (৪র্থ শিরোপা)
সবচেয়ে সফল দললিভারপুল (৮ম শিরোপা)
টেলিভিশন সম্প্রচারকস্কাই স্পোর্টস
চ্যানেল ৫ (শুধুমাত্র পুনঃপ্রচার)
২০১৫–১৬ ফুটবল লিগ কাপ

ফুটবল লিগ কাপ, সাধারনভাবে যা লিগ কাপ নামেই অধিক পরিচিত, একটি ইংরেজ ফুটবল প্রতিযোগিতা। এফ.এ. কাপের মত এটি একটি নকআউট প্রতিযোগিতা। তবে এফএ কাপের মত এতে ৬৭৪ টির মত বিশাল সংখ্যার দল অংশগ্রহণ করেনা কেবল প্রিমিয়ারশিপ ও ফুটবল লিগের দলগুলো অংশ নেয়। এফ.এ. প্রিমিয়ার লিগ থেকে ২০টি ও দ্য ফুটবল লিগ থেকে ৭২টি দল অংশ নেয়। এই কাপের আয়োজন করে ফুটবল লিগ। এই কাপের সেমিফাইনাল দুটি লেগে অনুষ্ঠিত কিন্তু এফ.এ. কাপে সবখেলাই এক লেগের হয়ে থাকে। এই কাপ বিজয়ী সরাসরি উয়েফা কাপ খেলার সুযোগ পায় যদি দলটি অন্য ইউরোপীয় প্রতিযোগিতায় (চ্যাম্পিয়নস লিগ) সুযোগ না পায়।

অন্যান্য কাপের তুলনায় লিগ কাপে খেলার ধরন আলাদা। এটি এফ.এ. কাপ থেকে কম জনপ্রিয়। এফ.এ. কাপে ইংল্যান্ডের সব দল অংশ নেয়। আরেকটি ফুটবল লিগ ট্রফি নামে নকআউট আরেকটি প্রতিযোগিতা আছে যাতে শীর্ষ দুটি বিভাগ খেলেনা।[১] এফ.এ. কাপের তুলনায় লিগ কাপের দর্শক সংখ্যা অনেক কম। অংশগ্রহণকারী দলগুলো প্রায়ই লিগ কাপে তাদের বিশ্রামে থাকা খেলোয়াড়দের খেলায়।

বিজয়ীর তালিকা

দলবিজয়ীসর্বশেষ জয়রানার্স-আপসর্বশেষ পরাজয়
লিভারপুল২০০৩২০০৫
এস্টন ভিলা১৯৯৬১৯৭১
নটিংহ্যাম ফরেস্ট১৯৯০১৯৯২
চেলসি২০০৭১৯৭২
টোটেনহাম হটস্পার ফুটবল ক্লাব১৯৯৯২০০২
লিচেস্টার সিটি২০০০১৯৯৯
আর্সেনাল১৯৯৩২০০৭
ম্যানচেস্টার ইউনাইটেড২০০৬২০০৩
নরউইচ সিটি১৯৮৫১৯৭৫
ম্যানচেস্টার সিটি১৯৭৬১৯৭৪
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স১৯৮০N/A

যে দল ১ বার জিতেছে

এভারটন, ওয়েস্ট হ্যামবোল্টন ওয়ান্ডারার্স একমাত্র দল যারা দুবার ফাইনালে উঠলেও কাপ জিতেনি।

পৃষ্ঠপোষক

১৯৮২ সাল থেকে লিগ কাপটি এর পৃষ্ঠপোষকের নামে নামকরণ করা হচ্ছে। এজন্য বিভিন্ন সময়ে এর নাম ছিল নিম্নরূপ:

সময়কালপৃষ্ঠপোষকনাম
১৯৬০–১৯৮২প্রধান স্পন্সর নেইফুটবল লিগ কাপ
১৯৮২–১৯৮৬মিল্ক মার্কেটিং বোর্ডমিল্ক কাপ
১৯৮৬–১৯৯০লিটলউডসলিটলউডস চ্যালেঞ্জ কাপ
১৯৯০–১৯৯২রামবিলোসরামবিলোস কাপ
১৯৯২–১৯৯৮কোকা-কোলা[২]কোকা-কোলা কাপ
১৯৯৮–২০০৩ওয়ার্দিংটন'স[৩]ওয়ার্দিংটন কাপ
২০০৩–২০১২মোলসন কুরস[৪]কার্লিং কাপ
২০১২–২০১৬ক্যাপিটাল ওয়ান[৫]ক্যাপিটাল ওয়ান কাপ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন