ব্ল্যাকবার্ন রোভার্স ফুটবল ক্লাব

ব্ল্যাকবার্ন রোভার্স ফুটবল ক্লাব (ইংরেজি: Blackburn Rovers Football Club; এছাড়াও ব্ল্যাকবার্ন রোভার্স এফসি অথবা শুধুমাত্র ব্ল্যাকবার্ন রোভার্স নামে পরিচিত) হচ্ছে ব্ল্যাকবার্ন ভিত্তিক একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ফুটবল লিগ ইএফএল চ্যাম্পিয়নশিপে খেলে। এই ক্লাবটি ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই ক্লাবটি ফুটবল লিগ এবং প্রিমিয়ার লিগ প্রতিষ্ঠাকালীন তিনটি সদস্য ক্লাবের মধ্যে একটি। ব্ল্যাকবার্ন রোভার্স তাদের সকল হোম ম্যাচ ব্ল্যাকবার্নের ইউড পার্কে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩১,৩৬৭। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইয়ন দাল তমাসন এবং সিইও-এর দায়িত্ব পালন করছেন স্টিভ ওয়াগোট। বর্তমানে ইংরেজ মধ্যমাঠের খেলোয়াড় লুইস ট্রেভিস এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ব্ল্যাকবার্ন রোভার্স
পূর্ণ নামব্ল্যাকবার্ন রোভার্স ফুটবল ক্লাব
ডাকনামরোভার্স
দ্য ব্লু অ্যান্ড ওয়াইটস
দ্য রিভারসাইডস[১]
প্রতিষ্ঠিত১৮৭৫; ১৪৯ বছর আগে (1875)
মাঠইউড পার্ক
ধারণক্ষমতা৩১,৩৬৭[২]
মালিকভেঙ্কি'স লিমিটেড (৯৯.৯%)
সিইওইংল্যান্ড স্টিভ ওয়াগোট
ম্যানেজারডেনমার্ক ইয়ন দাল তমাসন
লিগইএফএল চ্যাম্পিয়নশিপ
২০২২–২৩৭ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, লিডস ইউনাইটেড এপর্যন্ত ১৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৩টি প্রিমিয়ার লিগ, ১টি ইএফএল চ্যাম্পিয়নশিপ, ৬টি এফএ কাপ এবং ১টি ফুটবল লিগ কাপ শিরোপা রয়েছে।

অর্জন

লিগ

  • প্রথম বিভাগ/প্রিমিয়ার লিগ[৩]
    • চ্যাম্পিয়ন (): ১৯১১–১২, ১৯১৩–১৪, ১৯৯৪–৯৫
    • রানার-আপ (১): ১৯৯৩–৯৪
  • ফুটবল লিগ দ্বিতীয় বিভাগ/ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপ
    • চ্যাম্পিয়ন (): ১৯৩৮–৩৯
    • রানার-আপ (২): ১৯৫৭–৫৮, ২০০০–০১
    • প্লে-অফ চ্যাম্পিয়ন (১): ১৯৯১–৯২
  • ফুটবল লিগ তৃতীয় বিভাগ/ফুটবল লিগ ওয়ান
    • চ্যাম্পিয়ন (): ১৯৭৪–৭৫
    • রানার-আপ (২): ১৯৭৯–৮০, ২০১৭–১৮

কাপ

  • এফএ কাপ
    • চ্যাম্পিয়ন (): ১৮৮৩–৮৪, ১৮৮৪–৮৫, ১৮৮৫–৮৬, ১৮৮৯–৯০, ১৮৯০–৯১, ১৯২৭–২৮
    • রানার-আপ (২): ১৮৮১–৮২, ১৯৫৯–৬০
  • ফুটবল লিগ কাপ
    • চ্যাম্পিয়ন (): ২০০১–০২
  • এফএ কমিউনিটি শিল্ড
    • চ্যাম্পিয়ন (): ১৯১২
    • রানার-আপ (৩): ১৯২৮, ১৯৯৪, ১৯৯৫

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ