অস্ট্রিয়া জাতীয় ফুটবল দল

অস্ট্রিয়া জাতীয় ফুটবল দল (জার্মান: Österreichische Fußballnationalmannschaft, ইংরেজি: Austria national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে অস্ট্রিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম অস্ট্রিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা অস্ট্রীয় ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯০৫ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৫৪ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯০২ সালের ১২ই অক্টোবর তারিখে, অস্ট্রিয়া প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত উক্ত ম্যাচে অস্ট্রিয়া হাঙ্গেরিকে ৫–০ গোলের ব্যবধানে পরাজিত করেছিল।

অস্ট্রিয়া
দলের লোগো
ডাকনামডাস টিম (দল)
বুর্শেন (ছেলে)
উনসেরে বুর্শেন (আমাদের ছেলে)
অ্যাসোসিয়েশনঅস্ট্রীয় ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনউয়েফা (ইউরোপ)
প্রধান কোচফ্রাঙ্কো ফোডা
অধিনায়কজুলিয়ান বাউমগাটলিঙ্গার
সর্বাধিক ম্যাচআন্ডি হেরৎসোগ (১০৩)
শীর্ষ গোলদাতাটনি পলস্টার (৪৪)
মাঠআর্নস্ট-হাপেল স্টাডিওন
ফিফা কোডAUT
ওয়েবসাইটwww.oefb.at
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ২৪ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[১]
সর্বোচ্চ১০ (মার্চ–জুন ২০১৬)
সর্বনিম্ন১০৫ (জুলাই ২০০৮)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১৮ বৃদ্ধি ১৬ (১২ জানুয়ারি ২০২৪)[২]
সর্বোচ্চ(মে ১৯৩৪)
সর্বনিম্ন৭৫ (২ সেপ্টেম্বর ২০১১)
প্রথম আন্তর্জাতিক খেলা
 অস্ট্রিয়া ৫–০ হাঙ্গেরি 
(ভিয়েনা, অস্ট্রিয়া; ১২ অক্টোবর ১৯০২)
বৃহত্তম জয়
 অস্ট্রিয়া ৯–০ মাল্টা 
(জালৎসবুর্গ, অস্ট্রিয়া; ৩০ এপ্রিল ১৯৭৭)
বৃহত্তম পরাজয়
 অস্ট্রিয়া ১–১১ ইংল্যান্ড 
(ভিয়েনা, অস্ট্রিয়া; ৮ জুন ১৯০৮)
বিশ্বকাপ
অংশগ্রহণ৭ (১৯৩৪-এ প্রথম)
সেরা সাফল্যতৃতীয় স্থান (১৯৫৪)
উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ৩ (২০০৮-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (২০০৮, ২০১৬)

৬৮,৫০০ ধারণক্ষমতাবিশিষ্ট আর্নস্ট-হাপেল স্টাডিওনে বুর্শেন নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ফ্রাঙ্কো ফোডা এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন বায়ার লেভারকুজেনের মধ্যমাঠের খেলোয়াড় জুলিয়ান বাউমগাটলিঙ্গার।

অস্ট্রিয়া এপর্যন্ত ৭ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৫৪ ফিফা বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করা, সেখানে তারা উরুগুয়েকে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত করেছে। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে অস্ট্রিয়া এপর্যন্ত ৩ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে উয়েফা ইউরো ২০০৮ এবং উয়েফা ইউরো ২০১৬-এর গ্রুপ পর্বে অংশগ্রহণ করা।

টনি পলস্টার, আন্ডি হেরৎসোগ, গেরহার্ড হানেপি, মার্কো আরনাওতোভিচ এবং হান্স ক্রাংকেলের মতো খেলোয়াড়গণ অস্ট্রিয়ার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১৬ সালের মার্চ মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে অস্ট্রিয়া তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (১০ম) অর্জন করে এবং ২০০৮ সালের জুলাই মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১০৫তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অস্ট্রিয়ার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১ম (যা তারা সর্বপ্রথম ১৯৩৪ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৭৫। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[১]
অবস্থানপরিবর্তনদলপয়েন্ট
২২  ইউক্রেন১৫৫৩.৩৫
২৩  দক্ষিণ কোরিয়া১৫৫০.৬৫
২৪  অস্ট্রিয়া১৫৪৬.১
২৫  অস্ট্রেলিয়া১৫৩৯.২২
২৬  সুইডেন১৫৩০.১৯
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[২]
অবস্থানপরিবর্তনদলপয়েন্ট
১৬  ইউক্রেন১৮৫০
১৭  মরক্কো১৮৪৮
১৮ ১৬  অস্ট্রিয়া১৮৩৫
১৯  হাঙ্গেরি১৮৩৪
২০  ইরান১৮২৯

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
১৯৩০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ প্রত্যাখ্যান
১৯৩৪তৃতীয় স্থান নির্ধারণী৪র্থ
১৯৩৮প্রত্যাখ্যান
১৯৫০প্রত্যাখ্যানপ্রত্যাখ্যান
১৯৫৪তৃতীয় স্থান নির্ধারণী৩য়১৭১২
১৯৫৮গ্রুপ পর্ব১৫তম১৪
১৯৬২প্রত্যাখ্যানপ্রত্যাখ্যান
১৯৬৬উত্তীর্ণ হয়নি
১৯৭০১২
১৯৭৪১৫
১৯৭৮দ্বিতীয় পর্ব৭ম১০১৪
১৯৮২৮ম১৬
১৯৮৬উত্তীর্ণ হয়নি
১৯৯০গ্রুপ পর্ব১৮তম
১৯৯৪উত্তীর্ণ হয়নি১০১৫১৬
১৯৯৮গ্রুপ পর্ব২৩তম১০১৭
২০০২উত্তীর্ণ হয়নি১০১০১৪
২০০৬১০১৫১২
২০১০১০১৪১৫
২০১৪১০২০১০
২০১৮১০১৪১২
২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোটতৃতীয় স্থান নির্ধারণী৭/২১২৯১২১৩৪৩৪৭১২৩৫৯২৮৩৬২১২১৩৬

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ