ওশেনিয়া ফুটবল কনফেডারেশন

ওশেনিয়া ফুটবল সংস্থা বা ওএফসি (ইংরেজি: Oceania Football Confederation) ওশেনিয়া অঞ্চলের বিভিন্ন দেশের ফুটবল সংস্থাগুলোর প্রধান পরিচালনাকারী সংস্থার দায়িত্ব পালন করছে। এটি মহাদেশীয় পর্যায়ের প্রধান ছয়টি আন্তর্জাতিক সংস্থার একটি হিসেবে পরিগণিত। নিউজিল্যান্ডসহ পার্শ্ববর্তী টোঙ্গা, ফিজি এবং অন্যান্য প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের রাষ্ট্রসমূহ ওএফসির সদস্য। ওশেনিয়া অঞ্চলের ফুটবল খেলার মানোন্নয়ন, ফিফা বিশ্বকাপের যোগ্যতা নির্ধারণী খেলাগুলো পরিচালনার দায়িত্ব পালন করে থাকে এ সংস্থাটি।

ওশেনিয়া ফুটবল কনফেডারেশন
সংক্ষেপেOFC
গঠিত১৫ নভেম্বর, ১৯৬৬
ধরনক্রীড়া পরিচালনাকারী সংস্থা
সদরদপ্তরনিউজিল্যান্ড অকল্যান্ড, নিউজিল্যান্ড
সদস্যপদ
১৪ সদস্য সংস্থা
মালয়েশিয়া পাপুয়া নিউগিনি ডেভিড চাং
ওয়েবসাইটwww.oceaniafootball.com

বৈশ্বিক প্রধান ছয়টি কনফেডারেশনের একটি হলেও ওএফসি সবচেয়ে ছোট সংস্থা হিসেবে পরিচিত। ফুটবল খেলার তেমন জনপ্রিয়তা নেই ঐ সকল দ্বীপরাষ্ট্রগুলোই মূলতঃ এর সদস্য। বৈশ্বিক পর্যায়ের ফুটবলের আন্তর্জাতিক প্রতিযোগিতায় এ অঞ্চল থেকে দলগুলো তেমন প্রভাব বিস্তার করতে পারেনি কিংবা উচ্চ পর্যায়ের ক্লাব দলগুলোতেও ফুটবলারদের তেমন অংশগ্রহণ নেই। ২০০৬ সালের সংস্থার বৃহৎ ও সর্বাপেক্ষা সফলতম দল অস্ট্রেলিয়া সদস্যপদ প্রত্যাহার করে নেয়। এরফলে নিউজিল্যান্ড সংস্থার বৃহৎ সদস্যরূপে আসীন হয়েছে।

ইতিহাস

১৯৬৬ সালে ওএফসি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ছিল -

১৯৯৬ সালে ফিফা কর্তৃপক্ষ ওএফসিকে পূর্ণাঙ্গ সংস্থারূপে স্বীকৃতি দেয় ও ফিফা নির্বাহী পরিষদের সদস্যপদ প্রদান করে। ১৯৯৮ সালে ওএফসি নতুন লোগো উন্মোচন করে। সংস্থার দি ওয়েভ নামে আনুষ্ঠানিকভাবে সাময়িকী প্রকাশ করা হয়। ২৪ মে, ২০০৪ তারিখে নিউ ক্যালেডোনিয়া ১১তম সদস্য হিসেবে ওএফসিতে অন্তর্ভুক্ত হয়। ১ জানুয়ারি, ২০০৬ তারিখে অস্ট্রেলিয়া ওএফসি থেকে সদস্যপদ প্রত্যাহার করে নেয় ও এশিয়ান ফুটবল কনফেডারেশনে স্থানান্তরিত হয়। ২০০৮ সালে সহযোগি সদস্য নর্দার্ন ম্যারিয়ানা আইল্যান্ডও সদস্যপদ প্রত্যাহার করে ও ২০০৯ সালে এএফসিতে কোয়াসি-মেম্বার হিসেবে যোগ দেয়। ২০০৯ সালের শেষার্ধ্বে পালাউও একই মর্যাদা নিয়ে এএফসিতে আবেদন করেছিল।[১]

সদস্য

২০০৬ সালে অস্ট্রেলিয়া ওএসফি'র সদস্য পদ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। পরবর্তীতে দলটি এশিয়ান ফুটবল কনফেডারেশনে অন্তর্ভুক্ত হয়। ওএফসিতে বর্তমানে ১১টি পূর্ণাঙ্গ সদস্য ও ৩টি সহযোগী ফুটবল সংস্থা সদস্য হিসেবে রয়েছে।[২]

১ = ওএফসি'র সহযোগী সদস্য; কিন্তু, ফিফা সদস্য নয়।

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং

ফিফা মহিলা র‌্যাঙ্কিং (১৫ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী)[৪]
ওএফসি*ফিফা+/-জাতীয় দলপয়েন্ট
৩০  নিউজিল্যান্ড১৬৭০.৭৩
৫৬  পাপুয়া নিউগিনি১৪৭৩.৯৯
৭২  ফিজি১৩৫১.১
৯৪  টোঙ্গা১২১৫.১৫
৯৫  সামোয়া১২১৩.৭৭
১০৬  নতুন ক্যালিডোনিয়া১১৯৪.৬৪
১০৯  সলোমন দ্বীপপুঞ্জ১১৭৩.৭১
১১২  তাহিতি১১৬০.৭৯
১১৩  কুক দ্বীপপুঞ্জ১১৬০.৭
১০১১৭  ভানুয়াতু১১৪৩.৮৫
১১১৪৭  মার্কিন সামোয়া১০৩১.০৪
*ফিফার র‌্যাঙ্কিং পয়েন্টের উপর ভিত্তি করে স্থানীয় র‌্যাঙ্কিং

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:OFC Leagues

টেমপ্লেট:OFC women's teams

টেমপ্লেট:International Beach Soccer

টেমপ্লেট:International futsal

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ