ক্যারন (উপগ্রহ)

ক্যারন বা শ্যারন সৌরজগতের বামন গ্রহ প্লুটোর সর্ববৃহৎ ও প্রথম আবিষ্কৃত উপগ্রহ। এটি ১৯৭৮ খ্রিষ্টাব্দের ২২ জুন ইউনাইটেড নেশনস ন্যাভাল অবযারভেটরি ফ্ল্যাগস্টাফ স্টেশন কর্তৃক আবিষ্কৃত হয়। ২০০৫ খ্রিষ্টাব্দে প্লুটোর আরো দুটি উপগ্রহ (নিক্স এবং হাইড্রা) আবিষ্কৃত হওয়ার পর ক্যারনকে আরো ডাকা হতে থাকে (134340) Pluto I নামে।[১] নাসা'র নিউ হরাইজন মিশন ২০১৫ খ্রিষ্টাব্দের জুলাই মাসে প্লুটো এবং ক্যারন ভ্রমণ করবে বলে শিডিউল করা হয়েছে।

ক্যারন ⯕
ক্যারনের, প্লুটোর দিকে মুখ করে থাকা গোলার্ধ (যা প্লুটো আর ক্যারনের অকুলেশনের সময় ধরতে পারা যায় উজ্জ্বলতার তারতম্যের কারণে)
আবিষ্কার
আবিষ্কারকজেমস ক্রিস্টি
আবিষ্কারের তারিখজুন ২২, ১৯৭৮
বিবরণ
উচ্চারণ/ˈkɛərən/; also /ˈʃærən/ [note ১]
বিকল্প নামসমূহপ্লুটো ১ (Pluto I)[১]
বিশেষণCharonian
কক্ষপথের বৈশিষ্ট্য [২]
যুগ 2 452 600.5
অর্ধ-মুখ্য অক্ষ17 536 ± 4 km to system barycenter, 19 571 ± 4 km to the center of Pluto
উৎকেন্দ্রিকতা0.002 2
কক্ষীয় পর্যায়কাল6.387 230 4 ± 0.000 001 1 d
(6 d 9 h 17 m 36.7 ± 0.1 s)
নতি0.001°
(to Pluto's equator)
119.591 ± 0.014°
(to Pluto's orbit)
112.783 ± 0.014°
(to the ecliptic)
উদ্বিন্দুর দ্রাঘিমা223.046 ± 0.014°
(to vernal equinox)
যার উপগ্রহপ্লুটো
ভৌত বৈশিষ্ট্যসমূহ
গড় ব্যাসার্ধ603.5 ± 1.5 km[৩]
(0.095 Earths)
পৃষ্ঠের ক্ষেত্রফল4.58×১০ km²
আয়তন902,700,000 km³
(0.0008 Earths)[৪]
ভর(1.52 ± 0.06)×১০২১ kg[২]
(2.54×১০−৪ Earths)
(11.6% of Pluto)
গড় ঘনত্ব1.65 ± 0.06 g/cm³[২]
বিষুবীয় পৃষ্ঠের অভিকর্ষ0.278 m/s2
মুক্তি বেগ0.580 km/s
.36 mi/s
ঘূর্ণনকালsynchronous
অক্ষীয় ঢালzero?
প্রতিফলন অনুপাতvaries between 0.36 and 0.39
তাপমাত্রা-220°C (53 K)
আপাত মান16.8[৫]
পরম মান (H)1[৬]
কৌণিক ব্যাস55 milli-arcsec[৭]

ক্যারনকে কখনও কাইরন (Chiron)-এর সাথে গুলিয়ে ফেললে চলবে না, কারণ ক্যারন হলো সৌরজগতের একটি উপগ্রহ, অন্যদিকে কাইরন হলো সৌরজগতের বাইরের অন্য সৌরজগতের একটি বামন গ্রহ

উচ্চারণ

বাংলায় একে অনেকে "চ্যারন" বলে থাকেন, তবে এর সঠিক উচ্চারণ[৮] হলো "ক্যারন" বা "শ্যারন"। সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য ইংরেজিভাষী বিশ্বে "শ্যারন" নামটি বেশি প্রচলিত।

পর্যবেক্ষণ

প্লুটো - শ্যারনের অনুকরণ করা কক্ষ পথ

১৯৯০'র দিকে, হাবল টেলিস্কোপের নেয়া ছবিগুলোই প্রথম প্রমাণ করতে সক্ষম হয় যে, প্লুটো এবং ক্যারন আলাদা আলাদা গোলাকৃতি। পরবর্তিতে ভূমি থেকে পরিচালিত টেলিস্কোপের ক্ষেত্রেও এ্যাডাপ্টিভ অপটিক্স-এর উন্নয়ন প্লুটো এবং ক্যারনের আলাদা গোলাকৃতির ব্যাপারটি সমাধান করা সম্ভব হয়।

তথ্যসূত্র

বহিঃসংযোগ


উদ্ধৃতি ত্রুটি: "note" নামক গ্রুপের জন্য <ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="note"/> ট্যাগ পাওয়া যায়নি

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ