ছিংহাই

উত্তর-পশ্চিম চীনের একটি প্রদেশ

ছিংহাই[টীকা ১] (চীনা: 青海; pronounced [tɕʰíŋxàɪ]), যা অতীতে কোকোনুর নামেও পরিচিত ছিল, গণপ্রজাতন্ত্রী চীনের একটি প্রদেশ। এটি চীনের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত। আয়তন অনুযায়ী এটি চীনের সবচেয়ে বড় প্রদেশগুলির একটি। এটি চীনের ৪র্থ-বৃহত্তম প্রদেশ হলেও এখানে ৩য় সর্বনিম্ন সংখ্যক লোক বাস করে।

ছিংহাই প্রদেশ
青海省
প্রদেশ
নামের প্রতিলিপি
 • চীনা青海省 (Qīnghǎi Shěng ছিংহাই শেং)
 • সংক্ষিপ্ত রূপ (ফিনিন: Qīng ছিং)
চীনের মানচিত্রে ছিংহাই প্রদেশ-এর অবস্থান দেখানো হচ্ছে
চীনের মানচিত্রে ছিংহাই প্রদেশ-এর অবস্থান দেখানো হচ্ছে
নামকরণের কারণছিংহাই হ্রদ-এর নামে নামকরণ করা হয়েছে ("নীল/শ্যামল হ্রদ").
Capital
(and largest city)
শিনিং
প্রশাসনিক বিভাজন৮ জেলা, ৪৩ উপজেলা, ৪২৯ শহর
সরকার
 • সচিবওয়াং কুওশেং (Wang Guosheng)
 • গভর্নর বা প্রশাসকওয়াং চিয়েনচুন (Wang Jianjun)
আয়তন[১]
 • মোট৭,২০,০০০ বর্গকিমি (২,৮০,০০০ বর্গমাইল)
এলাকার ক্রম৪র্থ
জনসংখ্যা (২০১০)[২]
 • মোট৫৬,২৬,৭২২
 • ক্রম৩০তম
 • জনঘনত্ব৭.৮/বর্গকিমি (২০/বর্গমাইল)
 • ঘনত্বের ক্রম৩০তম
জনপরিসংখ্যান
 • জাতিগত গঠনহান - ৫৪%
তিব্বতি - ২১%
হুই - ১৬%
তু - ৪%
মঙ্গোল - ১.৮%
সালার - ১.৮%
 • ভাষা ও আঞ্চলিকতাছোংইউয়েন ম্যান্ডারিন, আমদো তিব্বতি, মোংগুয়োর, ওইরাত মঙ্গোলীয়, সালার, এবং পশ্চিম ইউগুর
আইএসও ৩১৬৬ কোডCN-63
GDP (২০১৬)CNY 0.26 billion
USD 387 billion (৩০তম)
 • মাথাপিছুCNY 43,718
USD 6,583 (১৭তম)
এইচডিআই (২০১০)0.638[৩] (medium) (২৭তম)
ওয়েবসাইটhttp://www.qh.gov.cn/
(সরলীকৃত চীনা)
ছিংহাই
চীনা অক্ষরে "ছিংহাই"
চীনা নাম
চীনা 青海
পোস্টালTsinghai
আক্ষরিক অর্থ"নীল সাগর"
তিব্বতি নাম
তিব্বতি མཚོ་སྔོན་
মঙ্গোলীয় নাম
মঙ্গোলীয় লিপি ᠬᠥᠬᠡ ᠨᠠᠭᠤᠷ
মাঞ্চু নাম
রোমানীকরণHuhu Noor
Oirat নাম
OiratKokonur

প্রদেশটির অধিকাংশই তিব্বত মালভূমিতে অবস্থিত। বহুকাল ধরে এখানে বহু জাতি যেমন হান, তিব্বতি, হুই, মোংগুয়োর, মঙ্গোল এবং সালার জাতির লোকদের মিশ্রণ ঘটেছে। ছিংহাই প্রদেশের উত্তর-পূর্বে আছে কানসু প্রদেশ, উত্তর-পশ্চিমে শিনচিয়াং প্রদেশ, দক্ষিণ-পূর্বে সিছুয়াং প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিমে স্বায়ত্বশাসিত তিব্বত অঞ্চল। ১৯২৮ সালে চীনা প্রজাতন্ত্র আমলে প্রদেশটি প্রতিষ্ঠিত হয়। সেসময় মুসলমান হুই জাতির যোদ্ধারা অঞ্চলটি শাসন করত, যে শাসকদের নাম ছিল "মা দল"। প্রদেশটির চীনা নামটি ছিংহাই হ্রদ-এর নাম থেকে এসেছে, যা চীনের বৃহত্তম হ্রদ। "ছিংহাই" অর্থ নীলসাগর। অতীতে প্রদেশটি ইংরেজি ভাষাতে "কোকোনুর" নামেও পরিচিত ছিল; এ নামটি ওইরাত ভাষায় ডাকা হ্রদের নামটি থেকে এসেছে।

টীকা

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ