নারুহিতো

জাপানের বর্তমান সম্রাট

নারুহিতো (徳仁) জাপানের বর্তমান সম্রাট। তিনি ২৩ ফেব্রুয়ারি ১৯৬০ এ জন্মগ্রহণ করেন। তার পিতা আকিহিতোর সিংহাসন ত্যাগের পর তিনি ১ মে ২০১৯ থেকে সম্রাট হিসেবে অধিষ্ঠিত হন।[১] জাপানের ঐতিহাসিক রাজ্য অভিষেক এর ক্রম অনুসারে তিনি জাপানের ১২৬তম শাসক।

নারুহিতো
জাপানের সম্রাট
রাজত্ব১ মে ২০১৯ - বর্তমান
জাপান২২ অক্টোবর ২০১৯
পূর্বসূরিআকিহিতো
আপাত উত্তরাধিকারীফুমিহিতো
প্রধানমন্ত্রীফুমিও কিশিদা
জন্মনারুহিতো (徳仁)
(1960-02-23) ২৩ ফেব্রুয়ারি ১৯৬০ (বয়স ৬৪)
ইম্পেরিয়াল হাউজহোল্ড এজেন্সি হাসপাতাল, টোকিও রাজপ্রাসাদ, টোকিও, জাপান
দাম্পত্য সঙ্গীমাসাকো ওয়াদা (বি. ১৯৯৩)
বংশধরআকিও, যুবরাজ্ঞী তোশি
যুগ নাম এবং সময়কাল
রেইওয়া: ১ মে ২০১৯ - বর্তমান
রাজবংশইয়ামাতো
পিতাআকিহিতো
মাতামিচিকো শোদা
ধর্মশিনতো

প্রারম্ভিক জীবন

১৯৬১ সালের ফেব্রুয়ারি মাসে নারুহিতো

নারুহিতো ১৯৬০ সালের ২৩শে ফেব্রুয়ারি টোকিও রাজপ্রাসাদের ইম্পেরিয়াল হাউজহোল্ড এজেন্সি হাসপাতালে বিকাল ৪ টা ১৫ মিনিটে জন্মগ্রহণ করেন।[২] তার মাতা মিচিকো শোদা রোমান ক্যাথলিকবাদ থেকে শিনতো ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন। মিচিকোর রোমান ক্যাথলিক পরিবারে জন্মের কারণে ঐতিহ্যবাহী দলগুলোর যুবরাজ আকিহিতোর সাথে মিচিকোর বাগদানের বিরোধিতা করেছিলেন।[৩] মিচিকোর অভিসিঞ্চন না হলেও তিনি ক্যাথলিক বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং তার পিতামাতার বিশ্বাসে বিশ্বাসী বলে মনে করা হয়। এছাড়া গুজব রটে যে সম্রাজ্ঞী কোজুনও এই বাগদানের বিরোধিতা করেছিলেন। ২০০০ সালে নারুহিতোর পিতামহী কোজুনের মৃত্যুর পর রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয় তিনি তার পুত্র আকিহিতোর বিয়ের অন্যতম বিরোধী ছিলেন এবং ১৯৬০-এর দশকে তিনি তার পুত্রবধূকে তার সন্তানের জন্য উপযুক্ত নয় বলে তার পুত্রবধূ ও নাতী-নাতনীদেরকে বিষাদগ্রস্থ করে তুলেন।[৪]

রাষ্ট্রপ্রধান

সম্রাট হিসেবে রাজ্যাভিষেকের আয়োজনে নারুহিতো

২০১৭ সালের ১লা ডিসেম্বর জাপান সরকার ঘোষণা দেয় নারুহিতোর পিতা সম্রাট আকিহিতো ২০১৯ সালের ৩০শে এপ্রিল সিংহাসন ত্যাগ করবেন এবং নারুহিতো ২০১৯ সালের ১লা মে থেকে সম্রাট পদে অধিষ্ঠিত হবেন।[৫][৬]

নারুহিতোর রাজ্যাভিষেকের আয়োজন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২২শে অক্টোবর।[৭] সেখানে প্রাচীন রীতি অনুসারে তার রাজ্যাভিষেক হয়।[৮]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

পূর্বসূরী
আকিহিতো
জাপানের সম্রাট
২০১৯ -
উত্তরসূরী
None
🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ