নোভাক জোকোভিচ

সার্বীয় টেনিস খেলোয়াড়

নোভাক জোকোভিচ (সার্বীয় সিরিলীয়: Новак Ђоковић, আ-ধ্ব-ব: [nôʋaːk dʑôːkoʋitɕ] ;[৬] জন্ম ২২শে মে ১৯৮৭) একজন সার্বীয় পেশাদার টেনিস খেলোয়াড়। তিনি বর্তমানে (২০২৩ সালের আগস্ট মাসে) পেশাদার টেনিস খেলোয়াড়দের সংঘের (অ্যাসোসিয়েশন অভ টেনিস প্রফেশনালস, সংক্ষেপে এটিপি) মর্যাদাক্রম অনুযায়ী বিশ্বের ২নং পুরুষ পেশাদার টেনিস খেলোয়াড়। জোকোভিচ সর্বমোট ৩৮৯ সপ্তাহ বিশ্বের ১নং খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন, যা এক নজিরবিহীন কৃতিত্ব। তিনি সর্বমোট ৭ বার ১নং খেলোয়াড় হিসেবে ক্রীড়াবর্ষ শেষ করেছেন[৭], যা টেনিসের উন্মুক্ত পেশাদারি যুগের আরেকটি নজিরবিহীন কীর্তি (এর আগে মার্কিন পিট সাম্প্রাস ৬ বার এই কাজটি করেছিলেন)।[৮] তদুপরি জোকোভিচ ২০২৩ সালের জুন পর্যন্ত ২৩টি গ্র্যান্ড স্ল্যাম পর্যায়ের শিরোপা (সবচেয়ে মর্যাদাবাহী ৪টি টেনিস প্রতিযোগিতা) জয় করেছেন, যা টেনিসের ইতিহাসের সর্বোচ্চসংখ্যক এরূপ শিরোপা বিজয়ের ঘটনা। জোকোভিচ সব মিলিয়ে ৯৫টি একক শিরোপা জিতেছেন, যাদের মধ্যে ৩৯টি মাস্টার্স পর্যায়ের শিরোপা (ইতিহাসের সর্বোচ্চসংখ্যক)। জোকোভিচ একমাত্র খেলোয়াড় যিনি পুরুষদের আধুনিক পেশাদার টেনিস টুরের সব "বড় শিরোপা" অন্তত একবার জয় করেছেন; "বড় শিরোপা" বলতে ৪টি গ্র্যান্ড স্ল্যাম পর্যায়ের শিরোপা, নয়টি মাস্টার্স পর্যায়ের শিরোপা এবং এটিপি-র বর্ষ-সমাপনী শিরোপাটিকে বোঝায়।[৯][১০][১১] গ্র্যান্ড স্ল্যাম পর্যায়ের শিরোপার ক্ষেত্রে জোকোভিচ আরও বেশ কিছু অনন্য কৃতিত্বের অধিকারী। তিনি ইতিহাসের সর্বোচ্চসংখ্যক দশবার অস্ট্রেলিয়ান ওপেন নামক গ্র‍্যান্ড স্ল্যাম পর্যায়ের শিরোপাটি জয় করেছেন। তিনিই উন্মুক্ত যুগের একমাত্র খেলোয়াড় যিনি কপমক্ষে তিনবার করে প্রতিটি গ্র্যান্ড স্ল্যাম পর্যায়ের শিরোপা জয় করেছেন।[১২] ২০১৬ সালের ফরাসি ওপেন জিতে তিনি উন্মুক্ত যুগের প্রথম খেলোয়াড় হিসেবে একই সাথে টানা চারটি গ্র্যান্ড স্ল্যাম পর্যায়ের শিরোপার বিজেতা হবার কৃতিত্ব দেখান। এছাড়া তিনি একমাত্র খেলোয়াড় হিসেবে নয়টি মাস্টার্স পর্যায়ের শিরোপার প্রতিটি দুইবার করে জিতেছেন।[১৩][১৪]

নোভাক জোকোভিচ
জোকোভিচ উইম্বলডন পুরুষ একক শিরোপা হাতে (২০১৯)
স্থানীয় নামНовак Ђоковић
Novak Đoković
দেশ সার্বিয়া ও মন্টিনিগ্রো (২০০৩–২০০৬)
 সার্বিয়া (২০০৬–বর্তমান)
বাসস্থানবেলগ্রেড, সার্বিয়া
মন্টি কার্লো, মোনাকো
জন্ম (1987-05-22) ২২ মে ১৯৮৭ (বয়স ৩৬)
বেলগ্রেড, সার্বিয়া প্রজাতন্ত্র, যুগোস্লাভিয়া
(বর্তমান সার্বিয়া)
উচ্চতা১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)[১][২]
পেশাদারিত্ব অর্জন২০০৩
খেলার ধরনডান-হাতি (দুই-হাতি ব্যাকহ্যান্ড)
প্রশিক্ষকগোরান ইভানিসেভিচ
পুরস্কারUS$ ১৪৯,৮১০,০১০[৩]
  •  All-time leader in earnings
ওয়েবসাইটnovakdjokovic.com
একক
পরিসংখ্যান968–195 (in ATP Tour and Grand Slam main draw matches, and in Davis Cup; 1st in the Open Era ৮৩.২৩%)
শিরোপা৮৫ (উন্মুক্ত যুগে ৫ম)
সর্বোচ্চ র‌্যাঙ্কিং নং (৪ জুলাই ২০১১ তারিখে প্রথমবার)
বর্তমান র‌্যাঙ্কিং নং (২৬ জুন ২০২৩))[৪]
গ্র্যান্ড স্ল্যাম এককের ফলাফল
অস্ট্রেলিয়ান ওপেনবিজয়ী (২০০৮, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৯, ২০২০, ২০২১, ২০২৩)
ফ্রেঞ্চ ওপেনবিজয়ী (২০১৬, ২০২১, ২০২৩)
উইম্বলডনবিজয়ী (২০১১, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০১৯, ২০২১, ২০২২)
ইউএস ওপেনবিজয়ী (২০১১, ২০১৫, ২০১৮)
অন্যান্য প্রতিযোগিতা
ট্যুর ফাইনালW (2008, 2012, 2013, 2014, 2015)
অলিম্পিক গেমস (২০০৮)
দ্বৈত
পরিসংখ্যান59–73 (in এটিপি টুর and Grand Slam main draw matches, and in Davis Cup ৪৪.৭%)
শিরোপা1
সর্বোচ্চ র‌্যাঙ্কিংNo. 114 (30 November 2009)
বর্তমান র‌্যাঙ্কিংNo. 179 (২৮ জুন ২০২১)[৫]
গ্র্যান্ড স্ল্যাম দ্বৈতের ফলাফল
অস্ট্রেলিয়ান ওপেন1R (2006, 2007)
ফ্রেঞ্চ ওপেন1R (2006)
উইম্বলডন2R (2006)
ইউএস ওপেন1R (2006)
দলগত প্রতিযোগিতা
ডেভিস কাপবিজয়ী (২০১০)
হপম্যান কাপফাইনাল (২০০৮, ২০১৩)
এটিপি খেলোয়াড় পরিষদের প্রধান
কাজের মেয়াদ
৩০শে আগস্ট ২০১৬ – ৩০শে আগস্ট ২০২০
উপরাষ্ট্রপতিকেভিন অ্যান্ডারসন
পূর্বসূরীএরিক বুতোরাক
উত্তরসূরীকেভিন অ্যান্ডারসন
স্বাক্ষর
পদকের তথ্য
অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান২০০৮ বেইজিংপুরুষ একক
সর্বশেষ হালনাগাদ: ১১ জুলাই ২০২১

জোকোভিচ ২০০৩ সালে পেশাদারী ক্রীড়াজীবন শুরু করেন। ২০০৮ সালে ২০ বছর বয়সে তিনি অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা বিজয় করে তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যাম পর্যায়ের শিরোপা জয় করেন। ২০১০ সাল নাগাদ তিনি সাফল্যের ভিত্তিতে অন্যান্য পুরুষ টেনিস খেলোয়াড়দের থেকে নিজেকে আলাদা করে নেন এবং সেসময় টেনিস বিশ্বে আধিপত্য বিস্তারকারী ফেডেরার ও নাদালের সাথে মিলে তাঁকে তথাকথিত "টেনিসের তিন দানব" দলের সদস্য হিসেবে গণ্য করা শুরু হয়। ২০১১ সালে তিনি প্রথমবার বিশ্বের ১নং খেলোয়াড় হবার মর্যাদা অর্জন করেন; ঐ বছর তিনি চারটি গ্র্যান্ড স্ল্যাম পর্যায়ের শিরোপার মধ্যে তিনটিই জয় করেন। এর পরবর্তী এক দশক ধরে সাফল্যের বিচারে সামগ্রিকভাবে তিনি পুরুষদের টেনিসের সেরা খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেন। ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত ১০ বছরে জোকোভিচ ছয় বার ১নং খেলোয়াড় হিসেবে এবং ৩ বার ২নং খেলোয়াড় হিসেবে বছর শেষ করেন।

জাতীয় পর্যায়ে জোকোভিচ সার্বিয়ার জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে ২০১০ সালে ডেভিস কাপ শিরোপা জেতেন এবং ২০২০ সালে অনুষ্ঠিত উদ্বোধনী এটিপি কাপ জেতেন। ২০০৮ সালের বেইজিং অলিম্পিক প্রতিযোগিতায় তিনি সার্বিয়ার জন্য একটি ব্রোঞ্জ পদক জয় করেন।

জোকোভিচ লরেয়াস বাৎসরিক বিশ্বসেরা খেলোয়াড় হিসেবে চারবার নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি এটিপির খেলোয়াড় পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১৫] খেলাধুলার বাইরে তিনি জনহিতৈষী কাজেও জড়িত আছেন।[১৬]

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ