ভেনেজুয়েলা জাতীয় ফুটবল দল

ভেনেজুয়েলা জাতীয় ফুটবল দল (স্পেনীয়: Selección de fútbol de Venezuela, ইংরেজি: Venezuela national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ভেনেজুয়েলার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম ভেনেজুয়েলার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ভেনেজুয়েলীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৫২ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই বছর হতে তাদের আঞ্চলিক সংস্থা কনমেবলের সদস্য হিসেবে রয়েছে। ১৯৩৮ সালের ১২ই ফেব্রুয়ারি তারিখে, ভেনেজুয়েলা প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; পানামার পানামা সিটিতে অনুষ্ঠিত উক্ত ম্যাচে ভেনেজুয়েলা পানামার কাছে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল।

ভেনেজুয়েলা
দলের লোগো
ডাকনামলা বিনোতিন্তো (লাল মদ)
অ্যাসোসিয়েশনভেনেজুয়েলীয় ফুটবল ফেডারেশন
কনফেডারেশনকনমেবল (দক্ষিণ আমেরিকা)
প্রধান কোচজোসে পেজেইরো
অধিনায়কতমাস রিংকং
সর্বাধিক ম্যাচহুয়ান আরাঙ্গো (১২৯)
শীর্ষ গোলদাতাসালোমন রন্দোন (৩০)
মাঠএস্তাদিও মেত্রোপলিতানো দে মেরিদা
ফিফা কোডVEN
ওয়েবসাইটfederacionvenezolanadefutbol.org
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ৫০ হ্রাস ১ (২১ ডিসেম্বর ২০২৩)[১]
সর্বোচ্চ২৫ (নভেম্বর ২০১৯)
সর্বনিম্ন১২৯ (নভেম্বর ১৯৯৮)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ৩৩ বৃদ্ধি ১২ (১২ জানুয়ারি ২০২৪)[২]
সর্বোচ্চ১৮ (জুন ২০১৯)
সর্বনিম্ন১২৭ (১৯৯৩, ১৯৯৫, ১৯৯৯)
প্রথম আন্তর্জাতিক খেলা
 পানামা ৩–১ ভেনেজুয়েলা 
(পানামা সিটি, পানামা; ১২ ফেব্রুয়ারি ১৯৩৮)
বৃহত্তম জয়
 ভেনেজুয়েলা ৭–০ পুয়ের্তো রিকো 
(কারাকাস, ভেনেজুয়েলা; ১৬ জানুয়ারি ১৯৫৯)
বৃহত্তম পরাজয়
 আর্জেন্টিনা ১১–০ ভেনেজুয়েলা 
(রোজারিও, আর্জেন্টিনা; ১০ আগস্ট ১৯৭৫)
কোপা আমেরিকা
অংশগ্রহণ১৯ (১৯৬৭-এ প্রথম)
সেরা সাফল্যচতুর্থ স্থান (২০১১)

৪২,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট এস্তাদিও মেত্রোপলিতানো দে মেরিদায় লা বিনোতিন্তো নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জোসে পেজেইরো এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন তোরিনোর মধ্যমাঠের খেলোয়াড় তমাস রিংকং।

ভেনেজুয়েলা এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি।[৩] অন্যদিকে, কোপা আমেরিকায় ভেনেজুয়েলা এপর্যন্ত ১৮ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০১১ কোপা আমেরিকায় চতুর্থ স্থান অর্জন করা, যেখানে তারা পেরুর কাছে ৪–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।[৪]

হুয়ান আরাঙ্গো, হোসে মানুয়েল রে, সালোমন রন্দোন, জিয়ানকার্লো মালদোনাদো এবং রুবের্ত মোরানের মতো খেলোয়াড়গণ ভেনেজুয়েলার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১৯ সালের নভেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ভেনেজুয়েলা তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (২৫তম) অর্জন করে এবং ১৯৯৮ সালের নভেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১২৯তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে ভেনেজুয়েলার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৮ (যা তারা ২০১৯ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১২৭। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[১]
অবস্থানপরিবর্তনদলপয়েন্ট
৪৮  কানাডা১৪৫৩.৭৬
৪৯  কোত দিভোয়ার১৪৪৭.৬৫
৫০  ভেনেজুয়েলা১৪৪৭.২
৫১  মালি১৪৪৫.৬
৫২  কোস্টা রিকা১৪৩৭.৫৭
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[২]
অবস্থানপরিবর্তনদলপয়েন্ট
৩১  চেক প্রজাতন্ত্র১৭৫৭
৩২  রাশিয়া১৭৫৬
৩৩  নরওয়ে১৭৫৫
৩৩ ১২  ভেনেজুয়েলা১৭৫৫
৩৫ ১৮  পেরু১৭৪৩

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
১৯৩০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ প্রত্যাখ্যান
১৯৩৪
১৯৩৮
১৯৫০
১৯৫৪
১৯৫৮প্রত্যাখ্যানপ্রত্যাখ্যান
১৯৬২অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ প্রত্যাখ্যান
১৯৬৬উত্তীর্ণ হয়নি১৫
১৯৭০১৮
১৯৭৪প্রত্যাখ্যানপ্রত্যাখ্যান
১৯৭৮উত্তীর্ণ হয়নি
১৯৮২
১৯৮৬১৫
১৯৯০১৮
১৯৯৪৩৪
১৯৯৮১৬১৩৪১
২০০২১৮১২১৮৪৪
২০০৬১৮১০২০২৮
২০১০১৮২৩২৯
২০১৪১৬১৪২০
২০১৮১৮১০১৯৩৫
২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট০/২১১৪০২৫২৫৯০১২০৩১৫

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ