লাইম রোগ

লাইম রোগ (যা লাইম বোরেলিওসিস নামেও পরিচিত) হলো বোরেলিয়া ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি ভেক্টর-বাহিত রোগ, যা আইক্সোডস গণের আটুঁলির কামড়ে হয়ে থাকে। [৩] [৮] [৯] সংক্রমণের সবচেয়ে সাধারণ লক্ষণ হল প্রসারিত লাল ফুসকুড়ি। যা এরিথেমা মাইগ্রানস (EM) নামে পরিচিত। এগুলো আটুঁলি কামড়ের জায়গায় প্রায় এক সপ্তাহ পরে উপস্থিত হয়। [১] ফুসকুড়ি সাধারণত চুলকানি বা বেদনাদায়ক হয় না। [১] আনুমানিক ৭০-৮০% সংক্রামিত লোকে ফুসকুড়ি তৈরি করে। [১] প্রাথমিক রোগ নির্ণয় করা কঠিন হতে পারে। [১০] অন্যান্য প্রাথমিক লক্ষণগুলির মধ্যে জ্বর, মাথাব্যথা এবং ক্লান্তি অন্তর্ভুক্ত থাকতে পারে। [১]

লাইম রোগ
প্রতিশব্দলাইম বরেলিওসিস
একটি প্রাপ্তবয়স্ক জোডেস স্ক্যাপুলারিস আটুঁলি (অধিকাংশ ক্ষেত্রে অপরিণত আটুঁলি দিয়ে লাইম রোগ হয়ে থাকে)
বিশেষত্বসংক্রামক ব্যাধি
লক্ষণলাল হয়ে যাওয়া, জ্বর, মাথাব্যথা, ক্লান্তি[১]
জটিলতাফেসিয়াল স্নায়ুর প্যারালাইসিস], অস্থিসন্ধির প্রদাহ, মেনিনজাইটিস[১] হৃৎপিণ্ডের অস্বাভাবিক ছন্দ[২]
রোগের সূত্রপাতকামড়ের এক সপ্তাহের মধ্যে[১]
কারণবরেলিয়া'[৩]
রোগনির্ণয়ের পদ্ধতিলক্ষণের উপর নির্ভর করে, রক্ত পরীক্ষা [৪]
প্রতিরোধআটুঁলির কামড় প্রতিরোধ করা, ডক্সিসাইক্লিন[৩]
ঔষধডক্সিসাইক্লিন, এমোক্সিসিলিন, সেফট্রায়াক্সন, সেফুরক্সিম[৩]
সংঘটনের হারযুক্তরাষ্ট্রে প্রতিবছর ~৪,৭৬,০০০ হাজার, ইউরোপে প্রতিবছর ~ ২,০০,০০০[৫][৬][৭]

চিকিৎসা করা না হলে বিভিন্ন উপসর্গ দেখা যায়।যেমন মুখের এক বা উভয় পাশের নড়াচড়া করার ক্ষমতা হ্রাস, অস্থিসন্ধিতে ব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়া, হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে যাওয়া, মেনিনজাইটিস এবং মাথাব্যথা হতে পারে। [১] কয়েক মাস থেকে কয়েক বছর পরে, অস্থিসন্ধিতে ব্যথা এবং ফোলার পুনরাবৃত্তি ঘটতে পারে। [১] মাঝে মাঝে বাহু ও পায়ে ঝাঁকুনি হতে পারে। [১] উপযুক্ত চিকিৎসা সত্ত্বেও, আক্রান্তদের মধ্যে প্রায় ১০ থেকে ২০% অন্তত ছয় মাস ধরে অস্থিসন্ধিতে ব্যথা, স্মৃতিশক্তির সমস্যা এবং ক্লান্তি অনুভব করে। [১] [১১]

লক্ষণ ও উপসর্গ

কারন

রোগ নির্ণয়

 

আরও পড়া

বহি:সংযোগ

শ্রেণীবিন্যাস
বহিঃস্থ তথ্যসংস্থান

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ