১ (সংখ্যা)

স্বাভাবিক সংখ্যা

(এক) একটি সংখ্যা, অঙ্ক বা প্রতীক যা এক-কে প্রকাশ করে। কোন কিছু পরিমাপের বা গণনায় তা “একটি” বুঝায়।

১০ ২০ ৩০ ৪০ ৫০ ৬০ ৭০ ৮০ ৯০
অঙ্কবাচকএক
পূরণবাচক১ম
(প্রথম)
সংখ্যা ব্যবস্থাইউনারী
গুণকনির্ণয়
ভাজক
গ্রিক অঙ্কΑ´
রোমান অঙ্কI
রোমান অঙ্ক (ইউনিকোড)Ⅰ, ⅰ
গ্রিক উপসর্গmono- /haplo-
লাতিন উপসর্গuni-
বাইনারি
টাইনারি
কোয়াটারনারি
কুইনারি
সেনারি
অকট্যাল
ডুওডেসিমেল১২
হেক্সাডেসিমেল১৬
ভাইজেসিমেল২০
বেজ ৩৬৩৬
গ্রিক অঙ্কα'
ফার্সি١ - یک
আরবিاحد ١
উর্দু ایک
গি'জ
অসমীয়া
চীনা অঙ্ক一,弌,壹
কোরিয়ান অঙ্ক일, 하나
দেবনাগরী অঙ্ক
তেলুগু
তামিল
কন্নড়
হিব্রু অঙ্কא (আলিফ)
খেমের
থাই অঙ্ক
মালায়ালম

সংখ্যা হিসাবে ১

১ একটি পূর্ণ সংখ্যা-যার পুর্ববর্তী সংখ্যা ০ এবং পরবর্তী স্বাভাবিক সংখ্যা ২ । ১ প্রথম অশূণ্য স্বাভাবিক সংখ্যা এবং প্রথম বিজোড় সংখ্যাও বটে। কোন সংখ্যাকে ১ দিয়ে গুণ করলে গুণফল ঐ সংখ্যাই হয়, তাই ১ এর ভগ্নাংশ, বর্গ, ঘন বা আরও উচ্চতর সূচকের ফল ১।

অঙ্ক হিসাবে ১

গণিত শাস্ত্রে

১ মৌলিক সংখ্যা নয়[১]। ১ একমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যা যা একটি মাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যা দ্বার বিভাজ্য, অন্যদিকে সকল মৌলিক সংখ্যা দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে বিভাজ্য হয়। ১-কে আগে কিছু গণিতবিদ মৌলিক সংখ্যা হিসাবে বিবেচনা করতেন, কেননা তা মৌলিক সংখ্যার একটি শর্ত (মৌলিক সংখ্যা শুধুমাত্র এক এবং ঐ সংখ্যা দ্বারা বিভাজ্য) পূরণ করে। কিন্তু এই নিয়ম পাটিগণিতের কিছু মৌলিক সূত্রে জটিলতা তৈরি করে। তাই আধুনিক সংজ্ঞানুসারে এক মৌলিক সংখ্যা নয়। সর্বশেষ ১৮৯৯ সালে পেশাদার গণিতবিদ হেনরী লিবেসগু ১-কে মৌলিক সংখ্যা হিসাবে দেখান।

  • এক ফিবোনাচ্চি রাশিমালার প্রথম ও দ্বিতীয় সংখ্যা। এছাড়া ইহা অনেক গাণিতিক রাশিমালার প্রথম সংখ্যটি।
  • এক মবিয়াস সমীকরণের তিনটি সম্ভাব্য ফলাফলের মধ্যে একটি।
  • প্রাচীন মিসরীয়রা সকল ভগ্নাংশকে (২/৩ ও ৩/৪ ছাড়া) কয়েকটি ভগ্নাংশের যোগ আকারে প্রকাশ করত এবং এই ভগ্নাংশগুলোর লব ১ ও হর ভিন্ন হত। যেমনঃ ২/৫ = ১/৩ + ১/১৫)। ভগ্নাংশের এই ধরনের প্রকাশকে মিশরীয় ভগ্নাংশ বা একক ভগ্নাংশ বলে।
  • Generating Fuction এর সকল সহগ ১ এবং সমীকরণটি হল:

.

প্রাথমিক গণনা টেবিল

গুণন১০১১১২১৩১৪১৫১৬১৭১৮১৯২০২১২২২৩২৪২৫৫০১০০১০০০
১ x X১০১১১২১৩১৪১৫১৬১৭১৮১৯২০২১২২২৩২৪২৫৫০১০০১০০০
ভাগ১০১১১২১৩১৪১৫
X০.৫ ০.২৫০.২ ০.১২৫ ০.১
১০১১১২১৩১৪১৫
সূচক১০১১১২১৩১৪১৫১৬১৭১৮১৯২০
X
X১০১১১২১৩১৪১৫১৬১৭১৮১৯২০

প্রযুক্তি বিজ্ঞানে ব্যবহার

রেজিন সনাক্তকরন কোডে “১” পুর্নব্যবহারের চিহ্ন হিসাবে ব্যবহৃত হয়।
  • রেজিন সনাক্তকরন কোডে “১” পুর্নব্যবহারের চিহ্ন হিসাবে ব্যবহৃত হয়।

বিজ্ঞানে ব্যবহার

  • হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ১।

আরও দেখুন

  • −১
  • এক (পৃথিবী)
  • একের মূল

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ