২০২১ আফ্রিকা কাপ অব নেশন্স

২০২১ আফ্রিকা কাপ অব নেশন্স (ফরাসি: Coupe d'Afrique des Nations 2021; যা সাধারণত এএফসিওএন ২০২১, সিএএন ২০২১ অথবা পৃষ্ঠপোষকজনিত কারণে টোটালএনার্জিস ২০২১ আফ্রিকা কাপ অব নেশন্স[৬] নামে পরিচিত) আফ্রিকান ফুটবল কনফেডারেশন (ক্যাফ) দ্বারা আয়োজিত দ্বিবার্ষিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আফ্রিকা কাপ অব নেশন্সের ৩৩তম আসরের চূড়ান্ত পর্ব ছিল,[৭] যেখানে আফ্রিকার ফুটবল সংস্থা ক্যাফের অন্তর্ভুক্ত ২৪টি জাতীয় ফুটবল দল (পুরুষ) প্রতিযোগিতা করেছে। এই আসরটি ২০২২ সালের ৯ই জানুয়ারি হতে ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত ক্যামেরুনের ৬টি মাঠে অনুষ্ঠিত হয়েছে।[১][৮]

২০২১ আফ্রিকা কাপ অব নেশন্স
কুপ দাফ্রিকে দে নেশন্স ২০২১
বিবরণ
স্বাগতিক দেশ ক্যামেরুন
তারিখ৯ জানুয়ারি – ৬ ফেব্রুয়ারি ২০২২[১]
দল২৪
মাঠ৬ (৫টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন সেনেগাল (১ম শিরোপা)
রানার-আপ মিশর
তৃতীয় স্থান ক্যামেরুন
চতুর্থ স্থান বুর্কিনা ফাসো
পরিসংখ্যান
ম্যাচ৫২
গোল সংখ্যা১০০ (ম্যাচ প্রতি ১.৯২টি)
শীর্ষ গোলদাতাক্যামেরুন ভিনসেন্ট আবু বকর
(৮টি গোল)
সেরা খেলোয়াড়সেনেগাল সাদিও মানে[২]
সেরা যুব খেলোয়াড়বুর্কিনা ফাসো ইসা কাবোরে[৩]
সেরা গোলরক্ষকসেনেগাল এদুয়ার মঁদি[৪]
ফেয়ার প্লে পুরস্কার সেনেগাল[৫]

এই প্রতিযোগিতাটি মূলত ২০২১ সালের জুন হতে জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ২০২০ সালের ১৫ই জানুয়ারি তারিখে ক্যাফ জানিয়েছিল যে, প্রতিকূল জলবায়ুর কারণে এই প্রতিযোগিতাটি এক বছর পিছিয়ে ২০২১ সালের ৯ই জানুয়ারি হতে ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।[৯] অতঃপর ২০২০ সালের ৩০শে জুন তারিখে ক্যাফ জানিয়েছিল যে, আফ্রিকায় করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে এই প্রতিযোগিতাটি আরো এক বছর পিছিয়ে অনুষ্ঠিত হবে। তবে, ২০২২ সালে অনুষ্ঠিত হলেও এই আসরটি এখনও "২০২১ আফ্রিকা কাপ অব নেশন্স" নামেই অনুষ্ঠিত হয়েছে।[১০]

আলজেরিয়া আফ্রিকা কাপ অব নেশন্সের পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন, যারা ২০১৯ সালে ফাইনালে সেনেগালকে ১–০ গোলে ব্যবধারে পরাজিত করার মাধ্যমে দ্বিতীয় বারের মতো শিরোপা জয়লাভ করেছে।[১১]

স্বাগতিক দেশ নির্বাচন প্রক্রিয়া

২০১৪ সালের ২৪শে জানুয়ারি তারিখে ক্যাফ নির্বাহী কমিটির সভার পর ঘোষণা করা হয়েছিল যে ২০২১ এই আসরের জন্য আনুষ্ঠানিকভাবে ৬টি দেশ আবেদন করেছে, যার মধ্যে ৩টি দেশের আবেদন বাতিল করা হয়েছে:[১২]

দেশনির্বাচন প্রক্রিয়ায় অবস্থান
 আলজেরিয়াআবেদন গৃহীত
 গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রআবেদন বাতিল
 গ্যাবনআবেদন বাতিল
 গিনিআবেদন গৃহীত
 কোত দিভোয়ারআবেদন গৃহীত
 জাম্বিয়াআবেদন বাতিল

এই তালিকাটি ২০১৩ সালের নভেম্বর মাসে ক্যাফ কর্তৃক ঘোষিত আফ্রিকা কাপ অব নেশন্সের ২০১৯ এবং ২০২১ আসরদ্বয়ের জন্য স্বাগতিক দেশের নিলামের তালিকা থেকে আলাদা ছিল, যার মূল তালিকায় গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, গ্যাবন এবং জাম্বিয়াও ছিল।[১৩] ৩টি আনুষ্ঠানিক দেশই ২০১৯ আফ্রিকা কাপ অব নেশন্স আয়োজনের জন্য নিলাম করেছিল।

স্বাগতিক দেশের সিদ্ধান্তটি ২০১৪ সালের শুরুর দিকে স্থগিত করা হয়েছিল, যেখানে নিলামে অংশগ্রহণকারী প্রতিটি দেশকে পরিদর্শন প্রতিনিধি দল গ্রহণের জন্য পর্যাপ্ত সময় হয়েছিল।[১২] ক্যাফ নির্বাহী কমিটির সভায় চূড়ান্ত ভোটের পর, ২০১৪ সালের ২০শে সেপ্টেম্বর তারিখে ক্যাফ ২০১৯, ২০২১ এবং ২০২৩ সালের আসরের স্বাগতিক দেশের নাম ঘোষণা করেছে: যার মধ্যে ২০১৯ সালের আসর ক্যামেরুনকে, ২০২১ সালের আসর কোত দিভোয়ারকে এবং ২০২৩ সালের আসরের দায়িত্ব গিনিকে প্রদান করা হয়েছে।[১৪]

স্বাগতিক দেশ পরিবর্তন

২০১৮ সালের ৩০শে নভেম্বর তারিখে, ক্যাফ ক্যামেরুনকে ২০১৯ আফ্রিকা কাপ অব নেশন্স আয়োজন থেকে বঞ্চিত করেছিল।[১৫] তবে ক্যাফের তৎকালীন সভাপতি আহমদ আহমদ বলেছেন যে ক্যামেরুন ২০২১ সালের আফ্রিকা কাপ অব নেশন্স আয়োজনে সম্মত হয়েছে। ফলশ্রুতিতে, ২০২১ সালের মূল আয়োজক কোত দিভোয়ার ২০২৩ আফ্রিকা কাপ অব নেশন্স আয়োজন করবে এবং ২০২৩ সালের মূল আয়োজক গিনি ২০২৫ আফ্রিকা কাপ অব নেশন্স আয়োজন করবে।[১৬][১৭]

কোত দিভোয়ারের আবিজানে আইভোরীয় প্রেসিডেন্ট আলাসানে ওয়াত্তারার সাথে বৈঠকের পর ২০১৯ সালের ৩০শে জানুয়ারি তারিখে ক্যাফের তৎকালীন প্রেসিডেন্ট সময়সূচী পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছিলেন।[১৮]

করোনাভাইরাস মহামারীর প্রভাব

এই আসরটি মূলত ২০২১ সালের ৯ই জানুয়ারি থেকে ৬ই ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বাছাইপর্বের গ্রুপ পর্বের প্রাথমিক পর্ব এবং দুটি ম্যাচদিন ২০১৯ সালের ৯ই অক্টোবর থেকে ১৯শে নভেম্বর তারিখের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। বাছাইপর্বের গ্রুপ পর্বের তৃতীয় ও চতুর্থ ম্যাচদিন, যা প্রাথমিকভাবে যথাক্রমে ২০২০ সালের ২৩শে থেকে ৩১শে মার্চ এবং ১লা থেকে ৯ই জুন তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল (যা পরবর্তীতে স্থগিত করা হয়) এবং আফ্রিকায় কোভিড-১৯ এর মহামারী প্রাদুর্ভাবের কারণে বাছাইপর্বের সকল ম্যাচ পুনরায় নির্ধারণ করা হয়েছিল।[১৯]

২০২০ সালের ১৯শে জুন তারিখে, ক্যাফ জানিয়েছিল যে মহাদেশীয় প্রতিযোগিতা কখন পুনরায় শুরু হবে সে সম্পর্কে এখনো কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, খেলা আয়োজনের ক্ষেত্রে ২০২১ আফ্রিকা কাপ অব নেশন্সের পাশাপাশি ২০১৯–২০ ক্যাফ চ্যাম্পিয়নস লীগ এবং ২০১৯–২০ ক্যাফ কনফেডারেশন কাপের সেমি-ফাইনাল, পূর্বে স্থগিত ২০২০ আফ্রিকান নেশন্স চ্যাম্পিয়নশিপ এবং ২০২০ আফ্রিকা নারী কাপ অব নেশন্সের জন্য নতুন সময়সূচীকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।[২০]

তবে ২০২০ সালের ৩০শে জুন তারিখে ক্যাফ "স্টেকহোল্ডারদের সাথে পরামর্শের পর এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে" ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত ২০২১ সালের আফ্রিকা কাপ অব নেশন্সের পুনর্নির্ধারণের ঘোষণা দেওয়া হয়েছিল।[২১] পরবর্তীকালে, অন্যান্য মহাদেশীয় প্রতিযোগিতা এবং ক্রীড়া অনুষ্ঠানগুলো পুনরায় নির্ধারণ বা বাতিল করা হয়েছিল, যার মধ্যে আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বের জন্য নতুন তারিখও ছিল, যা তখন ২০২১ সালের মার্চ মাসের মধ্যে শেষ হওয়ার কথা ছিল।[২২] ২০২১ সালের ৩১শে মার্চ তারিখে নিশ্চিত করা হয়েছিল যে, চূড়ান্ত আসরটি তার মূল নির্ধারিত শুরুর তারিখের ঠিক এক বছর পরে ২০২২ সালের ৯ই জানুয়ারি থেকে ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।[১]

বিন্যাস

এই আসরে সর্বমোট ২৪টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে। শুধুমাত্র স্বাগতিক দেশ (ক্যামেরুন) স্বয়ংক্রিয়ভাবে উত্তীর্ণ হয়েছে, অন্য ২৩টি দল বাছাইপর্বের মাধ্যমে উত্তীর্ণ হয়েছে। এই আসরে, ২৪টি দলকে ৪টি দলের ৬টি গ্রুপে বিভক্ত করা হয়েছে। প্রতিটি গ্রুপের দলগুলো একক রাউন্ড-রবিন পদ্ধতি একে অপরের মুখোমুখি হয়েছে। গ্রুপ পর্বের পর, প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল এবং চারটি শীর্ষ তৃতীয় স্থানাধিকারী দল ১৬ দলের পর্বের জন্য উত্তীর্ণ হয়েছে। ১৬ দলের পর্বে বিজয়ী দলগুলো কোয়ার্টার-ফাইনালে উন্নীত হয়েছে এবং কোয়ার্টার ফাইনালে বিজয়ী দলগুলো সেমি-ফাইনালে উন্নীত হয়েছে। সেমি-ফাইনাল পরাজিত দলদ্বয় তৃতীয় স্থানে নির্ধারণী ম্যাচে অংশগ্রহণ করেছে, অন্যদিকে সেমি-ফাইনালে বিজয়ী দলদ্বয় ফাইনালে অংশগ্রহণ করেছে।

উত্তীর্ণ দল

দলমাধ্যমতারিখঅংশগ্রহণসেরা সাফল্যর‍্যাঙ্কিংয়ে অবস্থান
(ডিসেম্বর ২০২১ অনুযায়ী)
 ক্যামেরুন (স্বাগতিক)গ্রুপ এফ চ্যাম্পিয়ন৮ জানুয়ারি ২০১৯২০তমচ্যাম্পিয়ন (১৯৮৪, ১৯৮৮, ২০০০, ২০০২, ২০১৭)৫০
 সেনেগালগ্রুপ আই চ্যাম্পিয়ন১৫ নভেম্বর ২০২০১৬তমরানার-আপ (২০০২, ২০১৯)২০
 আলজেরিয়াগ্রুপ এইচ চ্যাম্পিয়ন১৬ নভেম্বর ২০২০১৯তমচ্যাম্পিয়ন (১৯৯০, ২০১৯)২৯
 মালিগ্রুপ এ চ্যাম্পিয়ন১৭ নভেম্বর ২০২০১২তমরানার-আপ (১৯৭২)৫৩
 তিউনিসিয়াগ্রুপ জে চ্যাম্পিয়ন১৭ নভেম্বর ২০২০২০তমচ্যাম্পিয়ন (২০০৪)৩০
 বুর্কিনা ফাসোগ্রুপ বি চ্যাম্পিয়ন২৪ মার্চ ২০২১১২তমরানার-আপ (২০১৩)৬০
 গিনিগ্রুপ এ রানার-আপ২৪ মার্চ ২০২১১৩তমরানার-আপ (১৯৭৬)৮১
 কোমোরোসগ্রুপ জি রানার-আপ২৫ মার্চ ২০২১১মঅভিষেক১৩২
 গ্যাবনগ্রুপ ডি রানার-আপ২৫ মার্চ ২০২১৮মকোয়ার্টার-ফাইনাল (১৯৯৬, ২০১২)৮৯
 গাম্বিয়াগ্রুপ ডি চ্যাম্পিয়ন২৫ মার্চ ২০২১১মঅভিষেক১৫০
 মিশরগ্রুপ জি চ্যাম্পিয়ন২৫ মার্চ ২০২১২৫তমচ্যাম্পিয়ন (১৯৫৭, ১৯৫৯, ১৯৮৬, ১৯৯৮, ২০০৬, ২০০৮, ২০১০)৪৫
 ঘানাগ্রুপ সি চ্যাম্পিয়ন২৫ মার্চ ২০২১২৩তমচ্যাম্পিয়ন (১৯৬৩, ১৯৬৫, ১৯৭৮, ১৯৮২)৫২
 বিষুবীয় গিনিগ্রুপ জে রানার-আপ২৫ মার্চ ২০২১৩য়চতুর্থ স্থান (২০১৫)১১৪
 জিম্বাবুয়েগ্রুপ এইচ রানার-আপ২৫ মার্চ ২০২১৫মগ্রুপ পর্ব (২০০৪, ২০০৬, ২০১৭, ২০১৯)১২১
 কোত দিভোয়ারগ্রুপ কে চ্যাম্পিয়ন২৬ মার্চ ২০২১২৪তমচ্যাম্পিয়ন (১৯৯২, ২০১৫)৫৬
 মরক্কোগ্রুপ ই চ্যাম্পিয়ন২৬ মার্চ ২০২১১৮তমচ্যাম্পিয়ন (১৯৭৬)২৮
 নাইজেরিয়াগ্রুপ এল চ্যাম্পিয়ন২৭ মার্চ ২০২১১৯তমচ্যাম্পিয়ন (১৯৮০, ১৯৯৪, ২০১৩)৩৬
 সুদানগ্রুপ সি রানার-আপ২৮ মার্চ ২০২১৯মচ্যাম্পিয়ন (১৯৭০)১২৫
 মালাউইগ্রুপ বি রানার-আপ২৯ মার্চ ২০২১৩য়গ্রুপ পর্ব (১৯৮৪, ২০১০)১২৯
 ইথিওপিয়াগ্রুপ কে রানার-আপ৩০ মার্চ ২০২১১১তমচ্যাম্পিয়ন (১৯৬২)১৩৭
 মৌরিতানিয়াগ্রুপ ই রানার-আপ৩০ মার্চ ২০২১২য়গ্রুপ পর্ব (২০১৯)১০৩
 গিনি-বিসাউগ্রুপ আই রানার-আপ৩০ মার্চ ২০২১৩য়গ্রুপ পর্ব (২০১৭, ২০১৯)১০৬
 কাবু ভের্দিগ্রুপ এফ রানার-আপ৩০ মার্চ ২০২১৩য়কোয়ার্টার-ফাইনাল (২০১৩)৭৩
 সিয়েরা লিওনগ্রুপ এল রানার-আপ১৫ জুন ২০২১৩য়গ্রুপ পর্ব (১৯৯৪, ১৯৯৬)১০৮

রেফারি

২০২১ সালে ক্যাফ এই আসরের জন্য সর্বমোট ২৫ জন রেফারি (কনকাকাফ হতে ২ জন), ৩৩ জন সহকারী রেফারি, ৮ জন ভিডিও সহকারী রেফারির (কনকাকাফ হতে ২ জন) নাম ঘোষণা করা হয়েছিল।[২৩]

দেশরেফারিসহকারী রেফারিভিডিও সহকারী রেফারি
 আলজেরিয়ামুস্তফা গুরবালআব্দুল হক এতচিয়ালি
মুকরান গুরারি
লাহলু বিন ব্রাহাম
মাহদি আবিদ শরিফ
 অ্যাঙ্গোলাএলদের মার্তিন্স দে কারভালিয়োজেরসোন এমিলিয়ানো দোস সান্তোস
 বতসোয়ানাজশুয়া বোন্দো
 বুর্কিনা ফাসোসেইদু তিয়ামা
 বুরুন্ডিপাসিফিকে এনদাবিহাওয়েনিমানা
 ক্যামেরুনব্লেজ ইয়ুভেন এনগোয়াএনগেগুয়ে এলভিস গায় নুপুয়ে
কারিন আতেজাম্বং ফোমো
 চাদইসা ইয়াইয়া
 কোমোরোসসুলাইমান আল মাদিন
 জিবুতিলিবান আবু রাজাক আহমদ
 মিশরমাহমুদ আল বান্না
আমিন ওমর
তাহসিন আবু আল সাদাত
আবু আল রিগাল মাহমুদ
আহমদ হুসাম তাহা
মাহমুদ আশুর
 ইথিওপিয়াবামলাক তেসেমা ওয়েসা
 গাম্বিয়াবাকারি গাসামা
 গিনিসিদিবে সিদিকি
 ঘানাদানিয়েল নি লারেয়া
 গুয়াতেমালামারিও এস্কোবার
 কেনিয়াপিটার ওয়াওয়েরুগিলবার্ট চেরুইয়ত
 লেসোথোসুরু ফাতসোয়ানে
 লিবিয়াআত্তিয়া আম সাইদ
 মাদাগাস্কারঅঁদোফেত্রা রাকোতোজাওনালিওনেল আন্দ্রিয়ানান্তেনাইনা
 মালিবুবু ত্রাওরে
 মৌরিতানিয়াবেইদা দাহানে
 মরিশাসআহমদ ইমতিহাজ হিরালাল
 মরক্কোরেদুয়ান জিয়াদমুস্তফা আকারকাদ
লাহসিন আজকাউ
জাকারিয়া ব্রিনসি
জিরমুমি ফাতিহা
সামির গাজ্জাজ
আদিল জুরাক
বুখরা কারবুবি
 মেক্সিকোফের্নান্দো গেরেরো
 মোজাম্বিকআর্সেনিও মারিঙ্গুলা
 নাইজারমাহামাদু ইয়াহিয়া
 নাইজেরিয়াসামুয়েল পোয়াদুতাকাম
 গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রজঁ জ্যাক এনদালা এনগাম্বোঅলিভার সাফারি
 রুয়ান্ডাসালিমা মুকানসাঙ্গা
 সেনেগালমাগেত এন'দিয়ায়ে
ইসা সি
জিব্রিল কামারা
আল হাদি মালিক সাম্বা
 সেশেলসবের্নার কামিলজেমস ফ্রেদ্রিক এমিল
 দক্ষিণ আফ্রিকাভিক্তোর গোমেসজাখেলে থুসি সিওয়েলা
 সুদানইব্রাহিম আব্দুল্লাহ মুহাম্মদ
 তিউনিসিয়াসাদুক সালমিহাসানি খলিল
আনোয়ার হামিলা
হাইতাম গুইরাত
 উগান্ডাডিক ওকেলো
 জাম্বিয়াজানি সিকাজোয়ে

ড্র

মূলত এই আসরের চূড়ান্ত পর্বের ড্রটি ২০২১ সালের ২৫শে জুন তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে তা ২০২১ সালের ১৭ই আগস্ট তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছিল।[১][২৪][২৫] ড্রয়ের পূর্বে ২৪টি দলকে ৬টি করে ৪টি পাত্রে বিভক্ত করা হয়েছিল।

পাত্র ১
 ক্যামেরুন (আয়োজক)
 আলজেরিয়া (চ্যাম্পিয়ন)
 সেনেগাল
 তিউনিসিয়া
 নাইজেরিয়া
 মরক্কো
পাত্র ২
 মিশর
 ঘানা
 মালি
 কোত দিভোয়ার
 গিনি
 বুর্কিনা ফাসো
পাত্র ৩
 কাবু ভের্দি
 গ্যাবন
 মৌরিতানিয়া
 জিম্বাবুয়ে
 গিনি-বিসাউ
 সিয়েরা লিওন
পাত্র ৪
 সুদান
 মালাউই
 কোমোরোস
 বিষুবীয় গিনি
 ইথিওপিয়া
 গাম্বিয়া

মাঠ

আফ্রিকা কাপ অব নেশন্সের এই আসরটি ১৬ থেকে ২৪টি দলে সম্প্রসারিত হওয়ার সাথে সাথে ক্যামেরুনের পাঁচটি শহর জুড়ে কমপক্ষে ছয়টি মাঠে আয়োজন করা হবে বলে আশা করা হয়েছিল।[২৬] ম্যাচ আয়োজনের জন্য নির্বাচিত ছয়টি স্টেডিয়াম হলো রাজধানী ইয়াউন্দের ওলেম্বে স্টেডিয়াম ও স্তাদ আহমাদু আহিজো, দুয়ালার জাপোমা স্টেডিয়াম, লিম্বের লিম্বে স্টেডিয়াম, বাফুসামের কুয়েকং স্টেডিয়াম এবং গারুয়ার রুমদে আজিয়া স্টেডিয়াম।[২৭] ইয়াউন্দের নবনির্মিত ৬০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট ওলেম্বে স্টেডিয়ামে এই আসরের উদ্বোধনী এবং ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।[২৮]

দুয়ালা
গারুয়া
বাফুসাম
লিম্বে
দুয়ালাইয়াউন্দে
জাপোমা স্টেডিয়ামওলেম্বে স্টেডিয়ামস্তাদ আহমাদু আহিজো
ধারণক্ষমতা: ৫০,০০০ধারণক্ষমতা: ৬০,০০০ধারণক্ষমতা: ৪২,৫০০০
গারুয়াবাফুসামলিম্বে
রুমদে আজিয়া স্টেডিয়ামকুয়েকং স্টেডিয়ামলিম্বে স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৩০,০০০ধারণক্ষমতা: ২০,০০০ধারণক্ষমতা: ২০,০০০

দল

করোনাভাইরাস মহামারীর কারণে খেলোয়াড়দের বোঝা হ্রাস করার জন্য এবং একটি দলে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ক্ষেত্রে, দলের আকার ২৩ (আফ্রিকা কাপ অব নেশন্সের পূর্ববর্তী আসরগুলোতে ব্যবহৃত) থেকে বাড়িয়ে ২৮-এ করা হয়।[২৯] প্রত্যেক দল (যেখানে অবশ্যই তিনজন গোলরক্ষক অন্তর্ভুক্ত থাকতে হবে) এই আসরের উদ্বোধনী ম্যাচের পূর্বে তাদের চূড়ান্ত দল জমা দিতে হয়েছিল।

গ্রুপ পর্ব

২০২১ সালে, ক্যাফ এই আসরের চূড়ান্ত পর্বের সময়সূচী ঘোষণা করেছে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল নকআউট পর্বের জন্য উত্তীর্ণ হয়েছে। অতঃপর উত্তীর্ণ দলগুলো কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী এবং ফাইনালে অংশগ্রহণ করেছে।

নিম্নে তালিকাভুক্ত ম্যাচগুলোর সময় পশ্চিম আফ্রিকার সময় অনুযায়ী উল্লেখ করা হয়েছে (ইউটিসি+১)।

টাইব্রেকার

প্রত্যেক দলের পয়েন্টের ওপর ভিত্তি করে দলের অবস্থান নির্ণয় করা হয় (জয়ের জন্য ৩ পয়েন্ট, ড্রয়ের জন্য ১ পয়েন্ট, হারের জন্য ০ পয়েন্ট), এবং যদি পয়েন্টের সমতা হয় তবে গ্রুপ পর্বের সবগুলো খেলা শেষে নিম্নে বর্ণিত মানদণ্ডের উপর ভিত্তি করে শীর্ষ দুই দল নির্ণয় করা হয়েছিল:[৭]

  1. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের ম্যাচে পয়েন্ট;
  2. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের গোল পার্থক্য;
  3. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের গোল সংখ্যা;
  4. যদি মানদণ্ড ১ থেকে ৩ প্রয়োগ করার পরও দলগুলো সমতায় থাকে, তবে মানদণ্ড ১ থেকে ৩ শুধুমাত্র দলগুলোর মধ্যে ম্যাচগুলোর ক্ষেত্রে পুনরায় প্রয়োগ করা হয়।[ক] এই পদ্ধতিটি যদি কোন সিদ্ধান্তের দিকে পরিচালিত না করে তবে মানদণ্ড ৫ থেকে ১০ প্রযোজ্য;
  5. গ্রুপ পর্বের সকল ম্যাচে উক্ত দলসমূহের মধ্যকার ম্যাচে পয়েন্ট;
  6. গ্রুপ পর্বের সকল ম্যাচে উক্ত দলসমূহের গোল পার্থক্য;
  7. গ্রুপ পর্বের সকল ম্যাচে উক্ত দলসমূহের গোল সংখ্যা;
  8. যদি উপরে সকল হেড-টু-হেড মানদণ্ড প্রয়োগ করার পরও দলগুলো সমতায় থাকে, তবে উপরের সকল হেড-টু-হেড মানদণ্ড শুধুমাত্র উক্ত দলগুলোর ক্ষেত্রে প্রয়োগ করা হবে;
  9. গ্রুপ পর্বের সকল ম্যাচে গোল পার্থক্য;
  10. গ্রুপ পর্বের সকল ম্যাচে গোল সংখ্যা;
  11. লটারি।

টীকা

গ্রুপ এ

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জন
 ক্যামেরুন (H)+৪নকআউট পর্বে উত্তীর্ণ
 বুর্কিনা ফাসো[ক]
 কাবু ভের্দি[ক]
 ইথিওপিয়া−৪

গ্রুপ বি

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জন
 সেনেগাল+১নকআউট পর্বে উত্তীর্ণ
 গিনি[ক]
 মালাউই[ক]
 জিম্বাবুয়ে−১

গ্রুপ সি

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জন
 মরক্কো+৩নকআউট পর্বে উত্তীর্ণ
 গ্যাবন+১
 কোমোরোস−২
 ঘানা−১

গ্রুপ ডি

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জন
 নাইজেরিয়া+৫নকআউট পর্বে উত্তীর্ণ
 মিশর+১
 সুদান−৩
 গিনি-বিসাউ−৩

গ্রুপ ই

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জন
 কোত দিভোয়ার+৩নকআউট পর্বে উত্তীর্ণ
 বিষুবীয় গিনি+১
 সিয়েরা লিওন−১
 আলজেরিয়া−৩

গ্রুপ এফ

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জন
 মালি+১নকআউট পর্বে উত্তীর্ণ
 গাম্বিয়া+২
 তিউনিসিয়া+২
 মৌরিতানিয়া−৭

৩য় স্থান অধিকারী দলের অবস্থান

অবগ্রুপদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জন
 কাবু ভের্দিনকআউট পর্বে উত্তীর্ণ
বি  মালাউই
এফ  তিউনিসিয়া+২
সি  কোমোরোস−২
 সিয়েরা লিওন−১
ডি  সুদান−৩

নকআউট পর্ব

নকআউট পর্বে, একটি ম্যাচের ফলাফল যদি পূর্ণ ৯০ মিনিট পর সমতায় থাকে তবে অতিরিক্ত সময়ের খেলা অনুষ্ঠিত হয়েছে (১৫ মিনিট করে দুই অর্ধে ৩০ মিনিট), যেখানে প্রতিটি দলের ষষ্ঠ খেলোয়াড় বদল করার অনুমতি দেওয়া হয়েছে। যদি অতিরিক্ত সময়ের পরেও খেলার ফলাফল সমতায় থাকে, তবে খেলার ফলাফল পেনাল্টি শুট-আউটের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে।[৩০]

বন্ধনী

 
১৬ দলের পর্বকোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
              
 
২৩ জানুয়ারি – লিম্বে
 
 
 বুর্কিনা ফাসো (পে.) ১ (৭)
 
২৯ জানুয়ারি – গারুয়া
 
 গ্যাবন ১ (৬)
 
 বুর্কিনা ফাসো
 
২৩ জানুয়ারি – গারুয়া
 
 তিউনিসিয়া
 
 নাইজেরিয়া
 
২ ফেব্রুয়ারি – ইয়াউন্দে (আহমাদু)
 
 তিউনিসিয়া
 
 বুর্কিনা ফাসো
 
২৫ জানুয়ারি – বাফুসাম
 
 সেনেগাল
 
 সেনেগাল
 
৩০ জানুয়ারি – ইয়াউন্দে (আহমাদু)
 
 কাবু ভের্দি
 
 সেনেগাল
 
২৬ জানুয়ারি – লিম্বে
 
 বিষুবীয় গিনি
 
 মালি ০ (৫)
 
৬ ফেব্রুয়ারি – ইয়াউন্দে (ওলেম্বে)
 
 বিষুবীয় গিনি (পে.) ০ (৬)
 
 সেনেগাল (পে.) ০ (৪)
 
২৪ জানুয়ারি – বাফুসাম
 
 মিশর ০ (২)
 
 গিনি
 
২৯ জানুয়ারি – দুয়ালা
 
 গাম্বিয়া
 
 গাম্বিয়া
 
২৪ জানুয়ারি – ইয়াউন্দে (ওলেম্বে)
 
 ক্যামেরুন
 
 ক্যামেরুন
 
৩ ফেব্রুয়ারি – ইয়াউন্দে (ওলেম্বে)
 
 কোমোরোস
 
 ক্যামেরুন ০ (১)
 
২৬ জানুয়ারি – দুয়ালা
 
 মিশর (পে.) ০ (৩)তৃতীয় স্থান নির্ধারণী
 
 কোত দিভোয়ার ০ (৪)
 
৩০ জানুয়ারি – ইয়াউন্দে (আহমাদু) ৬ ফেব্রুয়ারি – ইয়াউন্দে (আহমাদু)
 
 মিশর (পে.) ০ (৫)
 
 মিশর (অ.স.প.)  বুর্কিনা ফাসো ৩ (৩)
 
২৫ জানুয়ারি – ইয়াউন্দে (আহমাদু)
 
 মরক্কো  ক্যামেরুন (পে.) ৩ (৫)
 
 মরক্কো
 
 
 মালাউই
 

ফাইনাল

সেনেগাল  ০–০ (অ.স.প.)  মিশর
প্রতিবেদন
পেনাল্টি
৪–২
  • সৈয়দ
  • মুনাইম
  • হামদি
  • লাশিন

সর্বশেষ অবস্থান

অব.দলখেলাড্রহাপয়েন্টস্বগোবিগোগোপা
 সেনেগালবি১৭+৭
 মিশরডি১৫+২
 ক্যামেরুন১৬১৪+৭
 বুর্কিনা ফাসো১০১০-১
কোয়ার্টার-ফাইনালে বিদায়
 মরক্কোসি১০+৩
 গাম্বিয়াএফ১০+১
 বিষুবীয় গিনি-১
 তিউনিসিয়াএফ+২
১৬ দলের পর্বে বিদায়
 নাইজেরিয়াডি+৪
১০  কোত দিভোয়ার+৩
১১  মালিএফ+৩
১২  গ্যাবনসি+১
১৩  মালাউইবি-১
১৪  গিনিবি-১
১৫  কাবু ভের্দি-২
১৬  কোমোরোসসি-৩
গ্রুপ পর্বে বিদায়
১৭  জিম্বাবুয়েবি-১
১৮  সিয়েরা লিওন-১
১৯  ঘানাসি-২
২০  সুদানডি-৩
২১  আলজেরিয়া-৩
২২  গিনি-বিসাউডি-৩
২৩  ইথিওপিয়া-৪
২৪  মৌরিতানিয়াএফ-৭

বিপণন

সম্প্রচার

আফ্রিকা কাপ অব নেশন্সের এই আসরের সম্প্রচারকের তালিকা নিম্নে উল্লেখ করা হলো:[৩১]

অঞ্চলসম্প্রচারকসূত্র
আলজেরিয়াআলজেরীয় টিভি১[৩২]
ক্যামেরুনসিআরটিভি[৩৩]
ফ্রান্সবিইন স্পোর্টস[৩১]
জার্মানিস্পোর্টডিজিটাল[৩১]
ইতালিডিসকভারি চ্যানেল[৩১]
যুক্তরাজ্যবিবিসি
স্কাই ইউকে
[৩১]
সাব-সাহারান আফ্রিকাক্যানাল+
স্টারটাইমস স্পোর্টস
সুপারস্পোর্ট
[৩১]
উত্তর এবং মধ্য পূর্ব আফ্রিকাবিইন স্পোর্টস[৩১]
এশিয়া-প্যাসিফিক
উত্তর আমেরিকা
দক্ষিণ আমেরিকাইএসপিএন[৩১]
মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চল
উত্তর ইউরোপএনইএনটি গ্রুপ[৩১]
পূর্ব ইউরোপস্পোর্ট ক্লুব[৩১]
বিশ্বব্যাপীক্যাফ টিভি (ইউটিউব)[৩১]

ম্যাচ বল

২০২১ সালের ২৩শে নভেম্বর সালে ক্যাফ টঘু নামে এই আসরের আনুষ্ঠানিক ম্যাচ বল উন্মোচন করেছে। এটি ইংরেজ ফুটবল সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান আমব্রো তৈরি করেছে।[৩৪]

মাস্কট

২০২১ সালের ১৭ই মে তারিখে ইয়াউন্দেতে চলাকালীন একটি অনুষ্ঠানে এই আসরের মাস্কট "মোলা" উন্মোচন করা হয়েছে। সিংহরুপী এই মাস্কটটি ক্যামেরুন দলের ঘরের মাঠে পরিহিত জার্সিটি পরিধান করে। উক্ত জার্সির উপরে এবং নিচে "২০২১" এর পাশাপাশি "ক্যামেরুন" উল্লেখ রয়েছে।[৩৫]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ