আর্কিওপ্টেরিক্স

আর্কিওপ্টেরিক্স (প্রাচীন গ্রিক ভাষা: ἀρχαῖος: archaios শব্দের অর্থ প্রাচীন এবং πτέρυξ pteryx শব্দের অর্থ পশম বা ডানা) বর্তমান পর্যন্ত জানা প্রাচীনতম এবং প্রাগৈতিহাসিক পাখি। জুরাসিক যুগের শেষ দিকে এটি জীবিত ছিল। অর্থাৎ এর অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে আজ থেকে ১৪.৮ কোটি বছর থেকে ১৫ কোটি বছর পূর্বে। এর বাসস্থান ছিল বর্তমান দক্ষিণ জার্মানিতে। জার্মান ভাষায় Archaeopteryx শব্দটি Urvogel নামেও পরিচিত যার অর্থ মূল পাখি। এর নামের উৎপত্তি জার্মানিতে হলেও ইংরেজিভাষী দেশগুলোতেও একই নাম ব্যবহৃত হয়।

আর্কিওপ্টেরিক্স
সময়গত পরিসীমা: অন্ত্য জুরাসিক
কা
পা
ক্রি
প্যা
অক্সফোর্ড ইউনিভার্সিটি মিউজিয়ামে
প্রদর্শিত
আর্কিওপ্টেরিক্স লিথোগ্রাফিকা
একটি মডেল
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ:প্রাণী জগৎ
পর্ব:কর্ডাটা
শ্রেণী:পক্ষী
বর্গ:আর্কিওপ্টেরিজিফর্মিস
পরিবার:আর্কিওপ্টেরিজিডি
গণ:আর্কিওপ্টেরিক্স
মেয়ার, ১৮৬১
প্রজাতি

এ. লিথোগ্রাফিকা মেয়ার, ১৮৬১ (type)

প্রতিশব্দ

নিচে দেখুন

আর্কিওপ্টেরিক্স যখন বসবাস করতো তখনকার সময় ইউরোপ একটি সরু এবং উষ্ণ সমুদ্রের মাঝখানে সুবিস্তৃত এক দ্বীপপুঞ্জ হিসেবে ছিল। অর্থাৎ তখন ইউরোপ বর্তমানের চেয়ে বিষুবরেখার অনেক নিকটে অবস্থিত ছিল। আর্কিওপ্টেরিক্সের পশম এবং ডানা ছিল, এর পাশাপাশি মাংসাশী ডাইনোসরের মত দাঁত এবং কঙ্কাল ছিল। সে হিসেবে এর পাখি এবং থেরোপড ডাইনোসর উভয়েরই কিছু কিছু বৈশিষ্ট্য ছিল। এর আকৃতি অনেকটা ইউরোপীয় দোয়েলের মত[১]

বিবরণ

আর্কিওপ্টেরিক্স জুরাসিক যুগে, আনুমানিক ১৫০.৮-১৪৮.৫ মিলিয়ন বছর আগে আরম্ভের টিথোনীয় স্তরে বাস করতো।[২] আর্কিওপ্টেরিক্সের অধিকাংশ আবিষ্কৃত নমুনাই হল বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত জীবাশ্ম এবং সেগুলো দক্ষিণ জার্মানির ব্যাভারিয়া অঞ্চলে পাওয়া গেছে।[৩]আর্কিওপ্টেরিক্স-এর সরীসৃপ ও পাখি উভয় ধরনের বৈশিষ্ট্যই রয়েছে।আর্কিওপ্টেরিক্স এর সরীসৃপীয় বৈশিষ্ট্যসমূহ হচ্ছে-১. দাঁতযুক্ত চোয়াল।২. লম্বা শরীর ও ২০টি কশেরুকা নিয়ে গঠিত লম্বা লেজ।৩. পুরু ও ভারী হাড়; ডানায় নখর।আর্কিওপ্টেরিক্স এর পাখির বৈশিষ্ট্যসমূহ হচ্ছে-১. দেহ পালকে আবৃত, দেখতে পাখির মতো।২. চোয়াল পাখির চঞ্চুর মতো লম্বা।৩. ডানা আকৃতির অগ্রপদ।[৪]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ