প্রজাতি

জীববিজ্ঞানের শ্রেণীবদ্ধকরণের একটি মূলভিত্তিক একক এবং স্থান

জীববিজ্ঞানে-একটা প্রজাতি হচ্ছে শ্রেণিবিন্যাসের মূল ভিত্তি এবং একটা শ্রেণি বিন্যাসগত অবস্থান এবং জীববৈচিত্র্যের একক সত্তা হিসেবেও বিবেচনা করা যায়।

জীবনঅধিজগৎজগৎপর্বশ্রেণীবর্গপরিবারগণপ্রজাতি
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাসের প্রধান আটটি শ্রেণীবিন্যাস ক্রমের নিন্মতম থেকে উচ্চতম পর্যায় পর্যন্ত ক্রমবিভক্তি। অন্তর্বর্তী অপ্রধান ক্রমগুলো দেখানো হয়নি।
প্রজাতি হলো জৈবিক শ্রেণিবিন্যাসের একটি ক্রমধারা
একটি কাকের প্রজাতি

সমগুণসম্পন্ন ও সমবৈশিষ্ট্য সম্পন্ন জীবকুলকে একেকটি প্রজাতি বলে।

প্রজাতি জীববিজ্ঞানের সাথে সম্পর্কিত একটি শব্দ; ''প্রজাতি হলো এমন এক জীবগোষ্ঠী যারা নিজেদের মধ্যে যৌন মিলনে এবং উর্বর সন্তান উৎপাদনে সক্ষম কিন্ত অনুরুপ দৈহিক গঠন বিশিষ্ট নিকটতম জীবগোষ্ঠী হতে সম্পূর্ণ আলাদা''। যেটি ভাষায় বলতে বুঝায় বিভিন্ন বৈশিষ্ট্যে সর্বাধিক মিলসম্পন্ন একদল জীব, যারা নিজেদের মধ্যে প্রজননে সক্ষম। এটি জৈব-শ্রেণিবিন্যাস ও শ্রেণিবিন্যাস-ক্রমের অন্যতম একক। সাধারণভাবে প্রজাতি বলতে কয়েকটি অর্গানিজমের সমষ্টি বুঝায়। সাধারণত ভিন্ন প্রজাতিভুক্ত জীবেরা প্রজননের মাধ্যমে সন্তান উৎপাদনে অক্ষম হয়ে থাকে। প্রজাতি বলতে আরও বোঝায় যা শ্রেনীবিন্যাসবিদ্যার(t a x o n o m y)একটি ধাপ যা গণের নিচে অবস্থিত ও শ্রেণিবিন্যাস এর সবচেয়ে নিচের ধাপ। প্রজাপতির কতগুলো বৈশিষ্ট্য নিম্নে উপস্থাপন করা হলো:

ক. প্রতিটি প্রজাতি আপন বৈশিষ্ট্যে স্বতন্ত্র।

খ. প্রজাতির সদস্যরা পরস্পরের মধ্যে জিন বিনিময়ে সক্ষম।

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)পূর্ব তিমুরবাংলাদেশবিজয় দিবস (বাংলাদেশ)ফলো-অনমুহাম্মদ ইউনূসইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরবীন্দ্রনাথ ঠাকুরপুষ্পা ২: দ্য রুলমিয়া খলিফাহেলাল হাফিজবাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীজাকির হুসেন (তবলা বাদক)বাংলাদেশ জামায়াতে ইসলামীকাজী নজরুল ইসলামবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহজিয়াউর রহমানজগন্নাথ বিশ্ববিদ্যালয়ভারত–পাকিস্তান যুদ্ধ ১৯৭১বাংলাদেশ জাতীয়তাবাদী দলবাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহবাংলা ভাষাভূমি পরিমাপমুহাম্মাদআসসালামু আলাইকুমবিডিআর বিদ্রোহভারতবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন২০২৪-এ বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনপাকিস্তানের আত্মসমর্পণের দলিলঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরঅকাল বীর্যপাতআবদুল হামিদ খান ভাসানীমাইকেল মধুসূদন দত্তশেখ হাসিনা