উদিত নারায়ণ

ভারতীয় গায়ক

উদিত নারায়ণ ঝা (নেপালি: उदित नारायण झा; জন্ম: ১ ডিসেম্বর, ১৯৫৫) যিনি উদিত নারায়ণ[২] নামে অধিক পরিচিত, একজন ভারতীয় নেপথ্য গায়ক, টেলিভিশন ব্যক্তিত্ব, অভিনেতা ও প্রযোজক। তিনি তেলুগু, কন্নড়, তামিল, বাংলা, ওড়িয়া, ভোজপুরি, নেপালি, মালয়ালম, অসমীয়া, বাঘেলি এবং মৈথিলি সহ অন্যান্য বিভিন্ন ভাষায় গান করেছেন। তিনি ভারতীয় চলচ্চিত্রে প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী হলেও নেপালের সঙ্গীত ও চলচ্চিত্রেও তিনি এক প্রবাদ পুরুষ।[৩] তার অর্জনের তালিকায় রয়েছে ৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ৫টি ফিল্মফেয়ার পুরস্কার। ভারতের ইতিহাসে উদিত নারায়ণ একমাত্র সঙ্গীত শিল্পী যিনি তিন দশকে (আশি দশক, নব্বই দশক ও শূন্য দশক) ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। চলচ্চিত্রের গানে অমূল্য অবদান রাখার জন্য ভারত সরকার উদিত নারায়ণকে ২০০৯ সালে পদ্মশ্রী[৪] ও ২০১৬ সালে পদ্মভূষণ[৫] পুরস্কার প্রদান করে। এছাড়াও নেপালের প্রয়াত রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব ২০০১ সালে উদিত নারায়ণকে প্রবাল গোরখা দক্ষিণ বাহু পুরস্কার প্রদান করেন। উদিত নারায়ণ ২০১৫ সালে ভোজপুরি সিনেমায়[৬] অবদান রাখার জন্য চিত্রগুপ্ত সিনেযাত্রা সম্মান-এ ভূষিত হন। বিবিসির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বলিউডের ৪০টি গান এর তালিকায় উদিত নারায়ণের গাওয়া ২১টি গান স্থান পেয়েছে।[৭] উদিত নারায়ণ ৩৬টির অধিক ভাষায় ২৫০০০ গান গেয়েছেন।[৮][৯][১০][১১]

উদিত নারায়ণ
২০১৭ সালে উদিত নারায়ণ
জন্ম
উদিত নারায়ণ ঝা

(1955-12-01) ১ ডিসেম্বর ১৯৫৫ (বয়স ৬৮)
পেশাগায়ক, টেলিভিশন ব্যক্তিত্ব, অভিনেতা, প্রযোজক
কর্মজীবন১৯৮০–বর্তমান
দাম্পত্য সঙ্গীদীপা নারায়ণ
সন্তানআদিত্য নারায়ণ
সঙ্গীত কর্মজীবন
ধরননেপথ্য গায়ক

প্রাথমিক জীবন

উদিত নারায়ণ ঝা ১ ডিসেম্বর ১৯৫৫ সালে একটি জাতিগত মৈথিল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা হরেকৃষ্ণ ঝা নেপালের নাগরিক এবং মাতা ভুবনেশ্বরী ঝা ভারতের নাগরিক। ২০০৯ সালে যখন তাকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রীতে ভূষিত করা হয়েছিল, তখন তার ভারতীয় নাগরিকত্বকে প্রশ্নবিদ্ধ করার প্রতিবেদন ছিল, দাবি করা হয়েছিল যে তিনি নেপালে জন্মগ্রহণ করেছিলেন। যাইহোক, উদিত নারায়ণ নিজেই এই প্রতিবেদনগুলিকে সম্পূর্ণ মিথ্যা হিসেবে চিহ্নিত করেছেন এবং বলেছেন যে তিনি ভারত-নেপাল সীমান্তের কাছে তার মাতামহের বাড়ি বিহারের সুপৌল জেলার বাইসি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন।[১২] যখন তার পদ্মশ্রী গ্রহণের ফলে নেপালে তার সমালোচনা শুরু হয়, তখন তিনি নেপালি দৈনিক কান্তিপুরকে বলেন যে তিনি নেপাল থেকে এসেছেন কিন্তু তার মায়ের বাড়ি বিহারে।[১৩] ২০১৭ সালে ভারতীয় ম্যাগাজিন আউটলুকের একটি সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে তিনি বাইসিতে জন্মগ্রহণ করেছিলেন এবং স্পষ্ট করেছেন যে তার পিতা হরেকৃষ্ণ ভারতের সীমান্তবর্তী ভারদহ, সপ্তরী জেলা, সগরমাথা অঞ্চল (বর্তমান মধেশ প্রদেশ), নেপালের বাসিন্দা ছিলেন।২০১৮ সালের সেপ্টেম্বরে উদিত নারায়ণ উত্তর আমেরিকার বিহার ঝাড়খণ্ড অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে প্রকাশ করেছিলেন যে তিনি নিজেকে একজন বিহারী হিসেবে পরিচয় দেন।[১৪]

পুরস্কার এবং মনোনয়ন

বছরবিভাগগান/মনোনয়নফলাফল
জাতীয় চলচ্চিত্র পুরস্কার
২০০১শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)মিতয়া– লগানবিজয়ী
জানে কিউ লোগ – দিল চাহাতা হে
২০০২শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)ছোটি ছোটি স্বপ্নে হে – জিন্দেগী খুবসুরত হেবিজয়ী
২০০৪শ্রেষ্ঠ প্লেব্যাক সিঙ্গার (পুরুষ)ইয়ে তারা ও তারা – স্বদেশবিজয়ী
২০০৫ভোজপুরি সেরা ফিচার ফিল্মপ্রয়োজক - কাব কই গাওনা হামারবিজয়ী
ফিল্মফেয়ার পুরস্কার
১৯৮৯শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)পাপ্পা ক্যাহতেহে – কেয়ামত সে কেয়ামত তাকবিজয়ী
১৯৯৩শ্রেষ্ঠ প্লেব্যাক সিঙ্গার (পুরুষ)পেহলা নাশা - জো জিতা ওহি সিকান্দারমনোনীত
১৯৯৪শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)ফুল সা চেহরা তেরা - আনাড়িমনোনীত
শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)জাদু তেরি নাজার – ডরমনোনীত
১৯৯৫শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)তু চিজ বড়ি হে মাস্তে মাস্তে – মহড়ামনোনীত
১৯৯৬শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)মেহেদী লাগা কে রাখনা – দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গেবিজয়ী
শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)রাজা কো রানী সে প্যায়ার হোগায়া – আকেলে হাম আকেলে তুমমনোনীত
১৯৯৭শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)পরদেশী পরদেশী – রাজা হিন্দুস্তানীবিজয়ী
শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)ঘর সে নিকালতে হি – পাপা ক্যাহতে হেমনোনীত
শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)হো নাহি সাকতা - দিলজালেমনোনীত
১৯৯৮শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)ভোলি সি সুরত – দিল তো পাগল হ্যায়মনোনীত
শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)দিল তো পাগল হে - দিল তো পাগল হেমনোনীত
১৯৯৯শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)তুম পাস আয়ে – কুছ কুছ হোতা হেমনোনীত
২০০০শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)চান্দ ছুপা বাদাল মে – হাম দিল দে চুকে সানামবিজয়ী
২০০১শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)দিল নে ইয়ে কাহা হে দিল সে – ধাড়কানমনোনীত
২০০২শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)মিতয়া – লগনবিজয়ী
শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)উড়জা কালে কাওয়া –গাদার এক প্রেম কথামনোনীত
২০০৩শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)তুনে জিন্দেগী মে আকে – হামরাজমনোনীত
২০০৪শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)তেরে নাম – তেরে নামমনোনীত
শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)এধার চালা ম্যায় ওধার চালা – কই মিল গ্যায়ামনোনীত
২০০৫শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)ম্যায় ইয়াহ হু ইয়াহ – বীর জারামনোনীত
শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) মাস্টার ভিগনেসের সঙ্গে ইয়ে তারা ও তারা – স্বদেশমনোনীত
ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ
২০১১শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)বামা দুরিয়ামনা – মাদ্রাসাপাতিনামমনোনীত
বিজয় পুরস্কার
২০০৮শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)সাহানা – শিবাজীমনোনীত
স্টার স্ক্রিণ পুরস্কার
১৯৯৭শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)আয়ে হো মেরী জিন্দেগী মে – রাজা হিন্দুস্তানীবিজয়ী
২০০১সেরা প্লেব্যাক শিল্পী (পুরুষ)দিল নে ইয়ে কাহা হে দিল – ধাড়কানমনোনীত
সেরা প্লেব্যাক শিল্পী (পুরুষ)আজা মাহিয়া – ফিজামনোনীত
সেরা প্লেব্যাক শিল্পী (পুরুষ)কাহো না প্যায়ার হে – কাহো না প্যায়ার হেমনোনীত
২০০২সেরা প্লেব্যাক শিল্পী (পুরুষ)মিতয়া – লগনমনোনীত
সেরা প্লেব্যাক শিল্পী (পুরুষ)উড়জা কালে কাওয়া – গাদার: এক প্রেম কথামনোনীত
২০০৩সেরা প্লেব্যাক শিল্পী (পুরুষ)ও চান্দ জ্যাসে লাড়কী – দেবদাসবিজয়ী
২০০৪সেরা প্লেব্যাক শিল্পী (পুরুষ)তেরে নাম – তেরে নামমনোনীত
২০০৫সেরা প্লেব্যাক শিল্পী (পুরুষ)ম্যায় ইয়াহ হু ইয়াহ – বীর জারামনোনীত
২০০৬সেরা প্লেব্যাক শিল্পী (পুরুষ)হাম হ্যা ইস পাল ইহা – কিসনামনোনীত
জি সিনে এ্যাওয়ার্ডস
২০০০শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)চান্দ ছুপা বাদাল ম্যায় – হাম দিল দে চুকে সানামবিজয়ী
২০০২শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)মিওয়া – লগনমনোনীত
শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)উড়জা কালে কাওয়া – গাদার: এক প্রেম কথামনোনীত
২০০৪শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)তেরে নাম – তেরে নামমনোনীত
২০১৩বেস্ট ট্র্যাক অব দ্যা ইয়াররাধা – স্টুডেন্ট অব দ্যা ইয়ারবিজয়ী
আইফা এ্যাওয়ার্ডস
২০০০শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)চান্দ ছুপা বাদাল ম্যায় – হাম দিল দে চুকে সানামবিজয়ী
২০০১শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)আজা মাহিয়া – ফিজামনোনীত
শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)কাহো না প্যায়ার হে – কাহো না প্যায়ার হেমনোনীত
২০০২শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)মিতয়া – লগনমনোনীত
শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)উড়জা কালে কাওয়া – গাদার: এক প্রেম কথামনোনীত
শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)বোলে চুড়িয়া – কাভি খুশি কাভি গামমনোনীত
২০০৪শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)তেরে নাম – তেরে নামমনোনীত
শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)কই মিল গ্যায়া – কই মিল গ্যায়ামনোনীত
২০০৫শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)আখে বন্দ করকে – এতরাজমনোনীত
শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)লাল ডুপাট্টা – মুজসে শাদি কারোগীমনোনীত
শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)ইয়ে তারে ও তারে – স্বদেশমনোনীত
অপ্সরা ফিল্ম ও টেলিভিশন প্রডুসার গিল্ড অ্যাওয়ার্ডস
২০০৪শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)ইধার চালা ম্যায় উধার চালা – কই মিল গ্যায়ামনোনীত
২০০৫শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)ম্যায় ইয়াহ হু্ ইয়াহ – বীর জারামনোনীত
জি গোল্ড এ্যাওয়ার্ডস
২০০২শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)ম্যা নিকলা গাড্ডি লেকে – গাদার: এক প্রেম কথামনোনীত
বলিউল মুভি এ্যাওয়ার্ডস
১৯৯৯শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)তুম পাস আয়ে – কুছ কুছ হোতা হেবিজয়ী
কালাকার এ্যাওয়ার্ডস
২০০১শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)হার দিল জো প্যায়ার কারেগা – হার দিল জো প্যায়ার কারেগাবিজয়ী
২০০৬শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)ইক দিলরুবা হে – বেওয়াফাবিজয়ী
২০১১শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)তুম দর্শন হাম নায়না –ইস লাইফ ম্যায়বিজয়ী
২০১৩শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ)জগনু বানকে তু – জোকার (২০১২) ছবি বিজয়ী
গিমা এ্যাওয়ার্ডস
২০১৩বেস্ট ছবির গানরাধা – স্টুডেন্ট অব দ্যা ইয়ারমনোনীত
সেরা দ্বৈত গানরাধা – স্টুডেন্ট অব দ্যা ইয়ারমনোনীত

বলিউড চলচ্চিত্রের তালিকা

বছরছবিগানের নামসহ-শিল্পীসঙ্গীত পরিচালক
১৯৮০ইউনিস বিস"মিল গ্যায়া"মোহাম্মাদ রফি, উষা মঙ্গেশকাররাজেশ রোশান
১৯৮১সান্নাটা"সুন জানে জা"অলকা ইয়াগনিকরাজেশ রোশান
১৯৮৩বাদে দিলওয়ালা"জীবন কে দিন"লতা মঙ্গেশকার, বেবী প্রিতীআর ডি বর্মন
১৯৮৬তান বাদান"মেরী নায়ি বানসি কি ধুন"এককআনান্দ মিলিন্দ
১৯৮৮কেয়ামত সে কেয়ামত তাক"ইয়ে মেরী হামসাফার", "পাপ্পা ক্যাহতে হে"অলকা ইয়াগনিক, এককআনান্দ মিলিন্দ
প্যায়ার কা মন্দির"লোগ জাহা পার রেহতিহে"মোহাম্মাদ আজিজ, কবিতা কৃষ্ণমূর্তি, সুরেশ ওয়াদকারলক্ষীকান্ত প্যারেলাল
১৯৮৯লাল ডুপাট্টা মালমাল কা"লাল ডুপাট্টা মালমাল কা", "না জানি কিউ ম্যায় বেকারার"অনুরাধা পাড়োয়ালআনান্দ মিলিন্দ
১৯৯০দিল"মুঝে নিন্দ না আয়ে", "হাম নে ঘর ছোড়া হে", "হাম প্যায়ার কারণে ওয়ালে"অনুরাধা পাড়োয়াল, সাধনা সারগমআনান্দ মিলিন্দ
আশিকি"মেরে দিল তেরে লিয়ে ধাড়াকতাহে "অনুরাধা পাড়োয়ালনদীম-শ্রবন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ