এল সালভাদোর জাতীয় ফুটবল দল

ফুটবল দল

এল সালভাদোর জাতীয় ফুটবল দল (স্পেনীয়: Selección de fútbol de El Salvador, ইংরেজি: El Salvador national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে এল সালভাদোরের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম এল সালভাদোরের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সালভাদোরীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৩৮ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৬১ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্য হিসেবে রয়েছে।[৪] ১৯২১ সালের ১৪ই সেপ্টেম্বর তারিখে, এল সালভাদোর প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; গুয়াতেমালার গুয়াতেমালা সিটিতে অনুষ্ঠিত উক্ত ম্যাচে এল সালভাদোর কোস্টা রিকার কাছে ৭–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

এল সালভাদোর
দলের লোগো
ডাকনামলা সেলেসিওন
লস কুস্কাতলেকোস
লা আসুল ই ব্লাঙ্কো
অ্যাসোসিয়েশনসালভাদোরীয় ফুটবল ফেডারেশন
কনফেডারেশনকনকাকাফ (উত্তর আমেরিকা)
প্রধান কোচকার্লোস দে লস কোবোস
অধিনায়কএনরি এর্নান্দেস
সর্বাধিক ম্যাচআলফ্রেদো পাচেকো (৮৬)
শীর্ষ গোলদাতারাউল দিয়াস আর্কে (৩৯)[১]
মাঠকুস্কাতলান স্টেডিয়াম
ফিফা কোডSLV
ওয়েবসাইটfesfut.org.sv
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ৭৮ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[২]
সর্বোচ্চ৪৯ (এপ্রিল ২০১২)
সর্বনিম্ন১৯০ (নভেম্বর ২০০৬)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১০২ হ্রাস ১৯ (১২ জানুয়ারি ২০২৪)[৩]
সর্বোচ্চ৪০ (ডিসেম্বর ১৯৪৩)
সর্বনিম্ন১২৫ (এপ্রিল ২০০৭)
প্রথম আন্তর্জাতিক খেলা
 কোস্টা রিকা ৭–০ এল সালভাদোর 
(গুয়াতেমালা সিটি, গুয়াতেমালা; ১৪ সেপ্টেম্বর ১৯২১)
বৃহত্তম জয়
 এল সালভাদোর ১২–০ অ্যাঙ্গুইলা 
(সান সালভাদোর, এল সালভাদোর; ৬ ফেব্রুয়ারি ২০০৮)
বৃহত্তম পরাজয়
 হাঙ্গেরি ১০–১ এল সালভাদোর 
(এলচে, স্পেন; ১৫ জুন ১৯৮২)
বিশ্বকাপ
অংশগ্রহণ২ (১৯৭০-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (১৯৭০, ১৯৮২)
কনকাকাফ গোল্ড কাপ
অংশগ্রহণ১৭ (১৯৬৩-এ প্রথম)
সেরা সাফল্যরানার-আপ (১৯৬৩, ১৯৮১)

৫৩,৪০০ ধারণক্ষমতাবিশিষ্ট কুস্কাতলান স্টেডিয়ামে লা সেলেসিওন নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় এল সালভাদোরের রাজধানী সান সালভাদোরে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন কার্লোস দে লস কোবোস এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন মালাকাতেকোর গোলরক্ষক এনরি এর্নান্দেস।

এল সালভাদোর এপর্যন্ত ২ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে প্রত্যেক আসরে তারা গ্রুপ পর্বে অংশগ্রহণ করেছে। অন্যদিকে, কনকাকাফ গোল্ড কাপে এল সালভাদোর এপর্যন্ত ১৭ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৬৩ এবং ১৯৮১ কনকাকাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানো।

রামোন ফাগোয়াগা, লুইস গেবারা মোরা, আলফ্রেদো পাচেকো, রাউল দিয়াস আর্কে এবং রদোলফো সেলায়ার মতো খেলোয়াড়গণ এল সালভাদোরের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১২ সালের এপ্রিল মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এল সালভাদোর তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৪৯তম) অর্জন করে এবং ২০০৬ সালের নভেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৯০তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে এল সালভাদোরের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৪০তম (যা তারা ১৯৪৩ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১২৫। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[২]
অবস্থানপরিবর্তনদলপয়েন্ট
৭৬  হন্ডুরাস১৩১৩.৮
৭৭  জর্জিয়া১৩১২.৪৫
৭৮  এল সালভাদোর১৩০৬.১৪
৭৯  চীন১২৯৯.৪৯
৮০  গিনি১২৯০.০১
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[৩]
অবস্থানপরিবর্তনদলপয়েন্ট
১০০  সিরিয়া১৪১৭
১০১  গিনি-বিসাউ১৪১০
১০২  অ্যাঙ্গোলা১৪০৯
১০২ ১৯  এল সালভাদোর১৪০৯
১০৪  ফিলিস্তিন১৪০৮

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
১৯৩০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
১৯৩৪
১৯৩৮প্রত্যাহারপ্রত্যাহার
১৯৫০
১৯৫৪অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
১৯৫৮
১৯৬২
১৯৬৬
১৯৭০গ্রুপ পর্ব১৬তম১০১৯১২
১৯৭৪উত্তীর্ণ হয়নি১৫
১৯৭৮১১১৮১৬
১৯৮২গ্রুপ পর্ব২৪তম১৩১৩১৪
১৯৮৬উত্তীর্ণ হয়নি১৫
১৯৯০
১৯৯৪১৪২৮১১
১৯৯৮১৬২৩২২
২০০২১০২৩১৫
২০০৬১৪
২০১০২০৩৯২১
২০১৪১২২৮১৬
২০১৮১০১২১৬
২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোটগ্রুপ পর্ব২/২১২২১৪০৬৪২৭৪৭২৩৩১৬১

অর্জন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ