কোম

কোম (এছাড়াও উচ্চারণ করা হয় : "ঘোম", "ঘুম", বা, "কুম") (ফার্সি: قم [ɢom] ()) হলো ইরানের কোম প্রদেশের কোম কাউন্টির কেন্দ্রীয় জেলার একটি শহর। এই শহরটি প্রদেশ, কাউন্টি ও জেলার রাজধানী হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি ইরানের সপ্তম বৃহত্তম মহানগর[৪] এবং একই সঙ্গে সপ্তম বৃহত্তম শহরও।[৫] এই শহরটি ইরানের রাজধানী তেহরান হতে ১৪০ কিমি (৮৭ মা) উত্তরে[৬] এবং কোম নদীর তীরে অবস্থিত।

কোম
قم
শহর
کلانشهر قم · কোম পৌরশহর
শীর্ষ: ফাতিমা মাসুমেহের মাজার, দ্বিতীয় সারি: বামে: বাগ-ই গনবাদ-ই সবজ ডানে: কোমের গ্র্যান্ড টিমচে, তৃতীয় সারি: বাম: ফেইজিয়েহ মাদ্রাসা ডান: কোম জামকারান মসজিদ, নীচে: কোমের কেন্দ্রস্থলের মনোরম দৃশ্য
কোমের পতাকা
পতাকা
ডাকনাম: ইরানের ধর্মীয় রাজধানী
কোম ইরান-এ অবস্থিত
কোম
কোম
স্থানাঙ্ক: ৩৪°৩৮′২৪″ উত্তর ৫০°৫২′৩৫″ পূর্ব / ৩৪.৬৪০০০° উত্তর ৫০.৮৭৬৩৯° পূর্ব / 34.64000; 50.87639[২]
দেশইরান
প্রদেশকোম
জেলাকেন্দ্রীয়
উচ্চতা৯৩৬ মিটার (৩,০৭১ ফুট)
জনসংখ্যা (২০১৬)
 • শহর১২,০১,১৫৮[১]
 • মহানগর১২,৬০,০০০[৩]
 • ইরানের শহরগুলোর মধ্যে৭ম
সময় অঞ্চলআইআরএসটি (ইউটিসি+৩:৩০)
পোস্টাল কোড৩৭১০০
এলাকা কোড(+৯৮) ০২৫
জলবায়ুবিডব্লিউএইচ
ওয়েবসাইটwww.qom.ir

২০০৬ সালের আদমশুমারী অনুসারে এখানকার ২৪১,৮২৭টি গৃহে বাসকারী জনসংখ্যা ছিলো ৯৫৭,৪৯৬ জন।[৭] ২০১১ সালে অনুষ্ঠিত পরবর্তী আদমশুমারীতে ২৯৯,৭৫২টি গৃহে বাসকারী জনসংখ্যা হয় ১,০৭৪,০৩৬ জন।[৮] সর্বশেষ ২০১৬ সালের আদমশুমারী অনুসারে এখানকার ৩৫৬,৯৭৬টি গৃহে মোট ১,২০১,১৫৮ জন লোকের বাস।[১]

ভূগোল

কোম প্রদেশের রাজধানী কোম শহরটি ইরানের রাজধানী তেহরান হতে ১২৫ কিলোমিটার উত্তরের একটি নিম্ন সমভুমিতে অবস্থিত। শিয়া ইমাম ইমাম রেজার ভগ্নী ফাতিমা মাসুমেহ-এর দরগাহ এখানে অবস্থিত হওয়ায় এটি শিয়া জনগোষ্ঠীর নিকট পবিত্র হিসেবে পরিগণিত হয়। এই শহরটি ইরানের মরুভূমির কোল ঘেঁষে অবস্থান করছে। ২০১১ সালে অনুষ্ঠিত আদমশুমারী অনুসারে এখানকার মোট লোকসংখ্যা ১,০৭৪,০৩৬ জন; যাদের মধ্যে ৫৪৫,৭০৪ জন পুরুষ ও ৫২৮,৩৩২ জন নারী।[৯]

জলবায়ু

কোমের জলবায়ু মূলতঃ উষ্ণ মরু জলবায়ু, যা শীতল মরু জলবায়ু দ্বারা প্রভাবিত (কোপেনের জলবায়ু শ্রেণিবিভাগ অনুসারে বিডব্লিউকে-এর সীমান্তবর্তী বিডব্লিউএইচ) হয়; যা মূলত সমুদ্র থেকে দূরত্ব এবং উপক্রান্তীয় প্রতীপ ঘূর্ণিবাত এলাকায় অবস্থানের কারণে ঘটেছে। এখানকার গ্রীষ্মের আবহাওয়া প্রচণ্ড গরম এবং শীতকাল উষ্ণ হলেও কখনও কখনও সাইবেরিয়া হতে বাহিত শীতল বায়ু এলবুর্জ পর্বতমালায় বাঁধা পাওয়ার ফলশ্রুতিতে বরফাচ্ছাদিতও হতে পারে।

এখানকার সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়েছিলো ২০১০ সালের ১১ জুলাই তারিখে ৪৭°সে (১১৭° ফা) এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছিলো ২০০৮ সালের ১৫ জানুয়ারি তারিখে -২৩° সে (-৯° ফা)।

প্রশাসন

শহরের প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি পরিষদ রয়েছে যার সদস্যগণ সময় সময় শহরের অধিবাসীদের ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এই পরিষদের সদস্যরা পৌরসভার মেয়র নির্বাচন করে থাকেন যার নেতৃত্বে এই পরিষদের কার্যক্রম পরিচালনা করেন। পৌরসভার সদরদপ্তর সাহিল স্ট্রিটে অবস্থিত। কোমের বর্তমান মেয়র মোহাম্মদ দেলবারি।

পর্যটন

ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য সংস্থা কোমের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ ১৯৫টি স্থানের তালিকা তৈরি করেছে। তবে, কোমের অধিক পরিদর্শনকৃত স্থানগুলোর মধ্যে অন্যতম কয়েকটি হলো:

  • ফাতিমাহ আল-মাসুমার মাজার
  • জামকারাণ মসজিদ
  • আজম মসজিদ
  • ইমাম হাসান আল-আসগরী মসজিদ।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ