জর্জো পারিসি

ইতালীয় পদার্থবিজ্ঞানী

জর্জো পারিসি (ইতালীয়: Giorgio Parisi; জন্ম ৪ই আগস্ট ১৯৪৮) একজন ইতালীয় তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, যিনি মূলত কোয়ান্টাম ক্ষেত্র তত্ত্ব, পরিসংখ্যানিক বলবিজ্ঞানজটিল ব্যবস্থার উপর গবেষণায় নিয়োজিত আছেন। তাঁর সর্বাধিক পরিচিত অবদানগুলি হল গুইদো আলতারেলির সাথে প্রাপ্ত পার্টন ঘনত্বের জন্য কিউসিডি বিবর্তন সমীকরণ, যা আলতারেলি-পারিসি বা ডিজিএলপি সমীকরণ নামে পরিচিত, স্পিন গ্লাসের শেরিংটন–কার্কপ্যাট্রিক মডেলের সঠিক সমাধান, কারদার–পারিসি–চাং সমীকরণ ক্রমবর্ধমান ইন্টারফেসের গতিশীল স্কেলিং ও পাখির ঘূর্ণায়মান ঝাঁকের অধ্যয়ন বর্ণনা করে।[১] তিনি জটিল ব্যবস্থার তত্ত্বের অবদান রাখার জন্য, বিশেষ করে "পারমাণবিক থেকে গ্রহের পরিসরে ভৌত ব্যবস্থায় বিকার ও বিচলনের পারস্পরিক আবিষ্কারের জন্য" ক্লাউস হাসেলমানসিউকুরো মানাবে-এর সাথে যৌথভাবে ২০২১ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।"[২]

জর্জো পারিসি
জন্ম (1948-08-04) ৪ আগস্ট ১৯৪৮ (বয়স ৭৫)
শিক্ষাসাপিয়েনৎসা বিশ্ববিদ্যালয় (বিএস, এমএস, পিএইচডি)
পরিচিতির কারণপরিসংখ্যান বলবিদ্যা, কোয়ান্টাম ক্ষেত্র তত্ত্ব, স্পিন গ্লাস, জটিল ব্যবস্থা
পুরস্কারবোলৎসমান পদক
দিরাক পদক
এনরিকো ফার্মি পুরস্কার
ডানিয়ে হাইনেমান পুরস্কার
ননিনো পুরস্কার
মাইক্রোসফট অ্যাওয়ার্ড
লেগ্রেনস পুরস্কার
ম্যাক্স প্ল্যাঙ্ক পদক
উচ্চশক্তি ও কণা পদার্থবিজ্ঞান পুরস্কার
লার্স অনসেজার পুরস্কার
পোমেরানচুক পুরস্কার
উলফ পুরস্কার
ক্ল্যারিভেট সাইটেসন লরিয়েটস
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (২০২১)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহসাপিয়েনৎসা বিশ্ববিদ্যালয়
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়

পেশা

জর্জো পারিসি ১৯৭০ সালে নিকোলা কাবিবোর তত্ত্বাবধানে রোমা লা সাপিয়েনৎসা বিশ্ববিদ্যালয় থেকে তার ডিগ্রি লাভ করেন। তিনি ল্যাবরেটরি নাৎসিওওনালি ডি ফ্রেস্কাটির (১৯৭১-১৯৮১) গবেষক এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের (১৯৭৩-১৯৭৪), ইনস্টিটিউট দি হাউটস ইটুডস সায়েন্টিফিক্স (১৯৭৬-১৯৭৭) ও ইকোল নমাল সুপেরিয়ার (১৯৭৭-১৯৭৮) একজন পরিদর্শক বিজ্ঞানী ছিলেন। তিনি ১৯৮১ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত রোম বিশ্ববিদ্যালয়ে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের পূর্ণ অধ্যাপক ছিলেন এবং বর্তমানে তিনি রোম সাপিয়েনৎসা বিশ্ববিদ্যালয়ের কোয়ান্টাম তত্ত্বের অধ্যাপক। তিনি সাইমন্স কলাবোরেশন "ক্র্যাকিং দ্য গ্লাস প্রবলেম" এর একজন সদস্য।[৩] তিনি ২০১৮ সালে অ্যাকাদেমিয়া দেই লিন্সেইর সভাপতি নির্বাচিত হন।[৪]

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ