দোহা

কাতারের রাজধানী এবং বৃহত্তম শহর

দোহা (আরবি: الدوحة, আদ-দৌহা অথবা আদ-দোহা, উচ্চারণ [adˈdawħa])' হল মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কাতারের রাজধানী। এটি কাতারের সবচেয়ে জনবহুল শহর। এটির জনসংখ্যা আনুমাণিক ১,৮৫০,০০০ জন যারা শুধু মুল শহরে বসবাস করে। মরুভূমিতে অবস্থিত জনবসতি হিসেব করে মোট জনসংখ্যা প্রায় ২৪ লক্ষ। এই শহর কাতার দেশটির পূর্বে পারস্য সাগরের উপকূল ঘেঁষে অবস্থিত। এটি কাতারের সবচেয়ে দ্রুতবর্ধনশীল শহর। এর ৮০ শতাংশ লোক শহরের প্রাণকেন্দ্রে অথবা শহরতলিতে বসবাস করে।[১] দোহা কাতারের প্রধান অর্থনৈতিক অঞ্চল।

দোহা
الدوحة
রাজধানী
দোহা দিগন্ত রূপরেখা
ওয়েস্ট বে দিগন্ত রূপরেখা
আমিরি দিওয়ান
সৌক ওয়াকিফ
কাতার জাতীয় জাদুঘর
মশাইরেব
কাতারা গ্রাম
উপর থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে: রাতে দোহার দিগন্ত রূপরেখা; ওয়েস্ট বে জেলায় আধুনিক ভবন; আমিরি দিওয়ান, যেটি কাতারের আমিরের অফিস হিসাবে কাজ করে; সৌক ওয়াকিফ; কাতার জাতীয় জাদুঘর; মশাইরেব ডাউনটাউন দোহা; এবং কাতারা সাংস্কৃতিক গ্রাম
দোহা কাতার-এ অবস্থিত
দোহা
দোহা
দোহা পারস্য উপসাগর-এ অবস্থিত
দোহা
দোহা
দোহা এশিয়া-এ অবস্থিত
দোহা
দোহা
কাতারের মধ্যে দোহার অবস্থান##পারস্য উপসাগর অঞ্চলের মধ্যে দোহার অবস্থান
স্থানাঙ্ক: ২৫°১৭′১২″ উত্তর ৫১°৩২′০″ পূর্ব / ২৫.২৮৬৬৭° উত্তর ৫১.৫৩৩৩৩° পূর্ব / 25.28667; 51.53333
সার্বভৌম রাষ্ট্রের তালিকা কাতার
পৌরসভাআদ্ দৌহাহ্
প্রতিষ্ঠিত১৮২৫
আয়তন
 • শহর যথাযথ১৩২ বর্গকিমি (৫১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১৮)
 • শহর যথাযথ২৩,৮২,০০০
 • জনঘনত্ব১৮,০০০/বর্গকিমি (৪৭,০০০/বর্গমাইল)
সময় অঞ্চলএএসটি (ইউটিসি+৩)

দোহা শহরটির প্রতিষ্ঠা হয়েছিল ১৮২০ সালে কাতারের অন্য একটি শহর আলবিদ্দা এর উপশহর হিসেবে। ১৯৭১ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর এটিকে কাতারের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।[২] এটি কাতারের বাণিজ্যিক অঞ্চল হওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যতম উদীয়মান অর্থনৈতিক অঞ্চল। যার জন্য বিশ্বায়ন ও বিশ্বের শহর গবেষণা নেটওয়ার্ক এটিকে আন্তরজাতিক শহর হিসেবে স্বীকৃতি দিয়েছে। দোহা শহরটি শিক্ষাঞ্চল হিসেবেও সুপ্রতিষ্ঠিত। এটিকে ঘিরে অনেক গবেষণা প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

দোহা অনেক আন্তরজাতিক অনুষ্ঠানের সফল আয়োজক হিসেবে সুপ্রতিষ্ঠিত। এটি বিশ্ব লেনদেন সংস্থার অধিনে অনুষ্ঠিত দোহা উন্নয়ন কার্যক্রমের মন্ত্রিপরিষদ সমন্নীত বৈঠকের প্রথম সফল আয়োজক। দোহা অনেক ক্রীড়া অনুষ্ঠানেরও সফল আয়োজক যার মধ্যে রয়েছে ২০০৬ সালের এসিয়ান গেমস্, ২০১১ সালের প্যান আরব গেমস্ এবং ২০১১ সালের ডিসেম্বর মাসে এ এফ ছি গেমস্ এর অনেক খেলা দোহাতে অনুষ্ঠিত হয়। বিশ্ব তেলজাত পরিষদের ২০ তম আন্তর্জাতিক সভাও দোহাতে অনুষ্ঠিত হয়।[৩] এরপর ২০১২ সালের ইউ এন এফ ছি ছি ছি এর জলবায়ু সম্মেলনের ও সফল আয়োজক দোহা। উল্লেখ্য কাতারে অনুষ্ঠিত ২০২২ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের অনেক খেলার ভেণ্যু হিসেবে দোহাকে তৈরী করা হয়েছে। [৪] সর্বশেষ ২০১৯ সালের এপ্রিলে ১৪০ তম আন্ত-দেশীয় সংসদ সমিতির সমাবেশের সফল আয়োজক ছিল কাতারের দোহা।

২০১৫ সালের মে মাসে, প্রাতিষ্ঠানিক ভাবে দোহাকে নতুন সপ্তাশ্চর্যের শহর হিসেবে স্বীকৃতি দেয়া হয় যেখানে দোহার সাথে এই গৌরব এর সম্মান পেয়েছিল ভিগান, লা পায, ডারবান, হাভানা, বৈরুত, কুয়ালালামপুর।

শহরটি কাতার বিশ্ববিদ্যালয় এবং এইচইসি প্যারিস বিজনেস স্কুলের একটি ক্যাম্পাস।

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ