নেদারল্যান্ডস ইস্ট ইন্ডিজ

নেদারল্যান্ডস পূর্ব ভারত বা ওলন্দাজ পূর্ব ভারত (আনুষ্ঠানিক নাম "নেদারল্যান্ডস ইস্ট ইন্ডিজ"; ইংরেজি: Netherlands East Indies; ওলন্দাজ: Nederlandsch Indie; ইন্দোনেশীয়: Hindia Belanda) ছিল দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি ওলন্দাজ উপনিবেশ। বর্তমানে এর অধিকাংশই ইন্দোনেশিয়ার অংশ।

নেদারল্যান্ডস ইস্ট ইন্ডিজ

Nederlandsch Indie (ওলন্দাজ)
Hindia Belanda (ইন্দোনেশিয়)
১৮০০-১৯৪৯
ইস্ট ইন্ডিজ, ইস্ট ইন্ডিয়া, পূর্ব ভারত, ইন্দোনেশিয়ার জাতীয় পতাকা
পতাকা
ইস্ট ইন্ডিজ, ইস্ট ইন্ডিয়া, পূর্ব ভারত, ইন্দোনেশিয়ার জাতীয় মর্যাদাবাহী নকশা
জাতীয় মর্যাদাবাহী নকশা
জাতীয় সঙ্গীত: "ভিলহেমাস" (ওলন্দাজ)
বাংলা: উইলিয়াম
১৮০০ থেকে ১৯৪২ সালে জাপানি দখলদারির আগে পর্যন্ত নেদারল্যান্ডস ইস্ট ইন্ডিজ অঞ্চলে নেদারল্যান্ডস সরকারের অগ্রাসনের একটি মাচচিত্র
১৮০০ থেকে ১৯৪২ সালে জাপানি দখলদারির আগে পর্যন্ত নেদারল্যান্ডস ইস্ট ইন্ডিজ অঞ্চলে নেদারল্যান্ডস সরকারের অগ্রাসনের একটি মাচচিত্র
অবস্থাউপনিবেশ
রাজধানীজাকার্তা
বৃহত্তম নগরীসুরাবায়া
সরকারি ভাষাওলন্দাজ
প্রচলিত ভাষাইন্দোনেশিয়, জাভা
ধর্ম
ইসলাম (প্রধান), বৌদ্ধধর্ম, খ্রিস্টধর্ম, হিন্দুধর্ম, আদিবাসী ধর্মবিশ্বাসসমূহ ইত্যাদি
সরকারঔপনিবেশিক সাম্রাজ্য
রাষ্ট্র প্রধান 
• ১৮০০
গ্র‍্যান্ড পেনশনারি আউগুস্তিন গারহার্দ বেসিয়ার (প্রথম)
• ১৯৪৮-১৯৪৯
রাণী জুলিয়ানা (শেষ)
গভর্নর জেনারেল 
• ১৮০০-১৮০১
পিয়েতার ভান ওভারস্ত্রাতেন (প্রথম)
• ১৯৪৯
টনি লোভিঙ্ক (শেষ)
জনসংখ্যা
• ১৯৩০
৬০,৭২৭,২৩৩
মুদ্রাগিল্ডার
পূর্বসূরী
উত্তরসূরী
কোম্পানি ইস্ট ইন্ডিজ
ব্রিটিশ বেনকুলেন
জাপান সাম্রাজ্য
প্রণালী বসতি
জাপান সাম্রাজ্য
ইন্দোনেশিয়া
নেদারল্যান্ডস নিউ গিনি
বর্তমানে যার অংশ ইন্দোনেশিয়া
 মালয়েশিয়া

১৬০৭ সালে ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মালাক্কায় ঘাঁটি স্থাপন করে। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝিতে ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জাভা দ্বীপের পশ্চিম প্রান্তরে জাকার্তা শহরটি অধিকার করে সেখানে "বাটাভিয়া" নামে একটি ঘাঁটি স্থাপন করে। খুব শীঘ্রই ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদরদপ্তর আমস্টার্ডাম থেকে সরিয়ে বাটাভিয়ায় স্থানান্তর করা হয়। এভাবেই মালয় দ্বীপপুঞ্জ অঞ্চলে ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা ও কর্তৃৃত্ব বৃৃদ্ধি পেতে থাকে।

মালয় দ্বীপপুঞ্জ-অঞ্চলে ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘাঁটিসমূহ ১৮০০ সালে সরাসরি নেদারল্যান্ডসের অধীনে এলে সকল ঘাঁটি একত্রিত করে এই উপনিবেশটি তৈরি করা হয়। ১৮০৬ সালে তৎকালীন বাটাভিয়া প্রজাতন্ত্রে (বর্তমানে নেদারল্যান্ডস) নেপোলিয়ানের নেতৃৃত্বাধীন ফরাসি সাম্রাজ্যের আক্রমণের পর এই উপনিবেশটির মালিকানা ফ্রান্সের হাতে চলে যায়। ফ্রান্স ১৮১১ সাল পর্যন্ত ইস্ট ইন্ডিজ শাসন করে। ১৮১১ সালে ব্রিটিশ সরকার এর মালিকানা হাতে তুলে নেয় এবং ১৮১৫ সাল পর্যন্ত এই উপনিবেশটিতে ব্রিটেনের কর্তৃৃত্ব ছিল। ১৮১৫ সালে ওয়াটার লু যুদ্ধের পর এর মালিকানা পুনরায় ওলন্দাজ সরকারের হাতে চলে যায়। ১৯৪২ সালে জাপান উপনিবেশটি অধিকার করে নেয় এবং ১৯৪৫ সাল পর্যন্ত এটি জাপানের অধিকারেই ছিল। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হলে নেদারল্যান্ডস সরকার পুনরায় এর মালিকানা ফিরে পায়। ১৯৪৯ সালে ইন্দোনেশিয়ার স্বাধীনতার পর নেদারল্যান্ডস ইস্ট ইন্ডিজে ওলন্দাজ শাসনের অবসান ঘটে। কিন্তু পশ্চিম পাপুয়া অঞ্চলে নেদারল্যান্ডসের শাসন ১৯৬২ সাল পর্যন্ত বহাল ছিল, পরবর্তীতে তা ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্ত হয়।

"নেদারল্যান্ডস ইস্ট ইন্ডিজ" নামটি এসেছে ইংরেজি "Nethelands East Indies" নাম থেকে, বাংলায় যার অর্থ "নেদারল্যান্ডস পূর্ব ভারত"। একে ইংরেজি "Dutch East Indies" বা "ওলন্দাজ পূর্ব ভারত" নামেও ডাকা হয়। ওলন্দাজ ভাষায় এর নাম "Nederlandsch Indie" (বাংলা: নেদারল্যান্ডস ভারত)।

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ