প্যারাগুয়ে জাতীয় ফুটবল দল

প্যারাগুয়ে জাতীয় ফুটবল দল (স্পেনীয়: Selección de fútbol de Paraguay, ইংরেজি: Paraguay national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে প্যারাগুয়ের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম প্যারাগুয়ের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা প্যারাগুয়ীয় ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯২৫ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯২১ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা কনমেবলের সদস্য হিসেবে রয়েছে। ১৯১৯ সালের ১১ই মে তারিখে, প্যারাগুয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; প্যারাগুয়ের আসুনসিওনে অনুষ্ঠিত উক্ত ম্যাচে প্যারাগুয়ে আর্জেন্টিনার কাছে ৫–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

প্যারাগুয়ে
দলের লোগো
ডাকনামলস গুয়ারানিয়েস (গুরানি)
লা আলবিরোহা (সাদা-লাল)
অ্যাসোসিয়েশনপ্যারাগুয়ীয় ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনকনমেবল (দক্ষিণ আমেরিকা)
প্রধান কোচএদুয়ার্দো বেরিসো
অধিনায়কগুস্তাবো গোমেস
সর্বাধিক ম্যাচপাওলো দা সিলবা (১৪৮)
শীর্ষ গোলদাতারোকে সান্তা ক্রুস (৩২)
মাঠএস্তাদিও দেফেন্সোরেস দেল চাকো
ফিফা কোডPAR
ওয়েবসাইটwww.apf.org.py
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ৫৩ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[১]
সর্বোচ্চ(মার্চ ২০০১)
সর্বনিম্ন১০৩ (মে ১৯৯৫)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ৪৩ হ্রাস ৫ (১২ জানুয়ারি ২০২৪)[২]
সর্বোচ্চ(ফেব্রুয়ারি ১৯৫৪)
সর্বনিম্ন৪৩ (আগস্ট ১৯৬২, মার্চ ২০১৪, মার্চ ২০১৫)
প্রথম আন্তর্জাতিক খেলা
 প্যারাগুয়ে ১–৫ আর্জেন্টিনা 
(আসুনসিওন, প্যারাগুয়ে; ১১ মে ১৯১৯)
বৃহত্তম জয়
 প্যারাগুয়ে ৭–০ বলিভিয়া 
(রিউ দি জানেইরু, ব্রাজিল; ৩০ এপ্রিল ১৯৪৯)
 হংকং ০–৭ প্যারাগুয়ে 
(হংকং; ১৭ নভেম্বর ২০১০)
বৃহত্তম পরাজয়
 আর্জেন্টিনা ৮–০ প্যারাগুয়ে 
(সান্তিয়াগো, চিলি; ২০ অক্টোবর ১৯২৬)
বিশ্বকাপ
অংশগ্রহণ৮ (১৯৩০-এ প্রথম)
সেরা সাফল্যকোয়ার্টার-ফাইনাল (২০১০)
কোপা আমেরিকা
অংশগ্রহণ৩৮ (১৯২১-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (১৯৫৩, ১৯৭৯)

৪২,৩৫৪ ধারণক্ষমতাবিশিষ্ট এস্তাদিও দেফেন্সোরেস দেল চাকোে লস গুয়ারানিয়েস নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন এদুয়ার্দো বেরিসো এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন পালমেইরাসের রক্ষণভাগের খেলোয়াড় গুস্তাবো গোমেস।

প্যারাগুয়ে এপর্যন্ত ৮ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০১০ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো, যেখানে তারা স্পেনের কাছে ১–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে। অন্যদিকে, কোপা আমেরিকায় প্যারাগুয়ে অন্যতম সফল দল, যেখানে তারা ২টি (১৯৫৩ এবং ১৯৭৯) শিরোপা জয়লাভ করেছে। এছাড়াও ২০০৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে প্যরাগুয়ে রৌপ্য পদক অর্জন করে, যেখানে তারা ফাইনালে আর্জেন্টিনার কাছে ১–০ গোলে গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।[৩]

পাওলো দা সিলবা, হুস্তো বিয়ার, রোকে সান্তা ক্রুস, নেলসন বালদেস এবং হোসে কারদোসোর মতো খেলোয়াড়গণ প্যারাগুয়ের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০০১ সালের মার্চ মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে প্যারাগুয়ে তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৮ম) অর্জন করে এবং ১৯৯৫ সালের মে মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১০৩তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে প্যারাগুয়ের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৪র্থ (যা তারা ১৯৫৪ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৪৩। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[১]
অবস্থানপরিবর্তনদলপয়েন্ট
৫১  মালি১৪৪৫.৬
৫২  কোস্টা রিকা১৪৩৭.৫৭
৫৩  প্যারাগুয়ে১৪৩০.৭৩
৫৪  স্লোভেনিয়া১৪২৭.৮৪
৫৫  জ্যামাইকা১৪২১.৫৪
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[২]
অবস্থানপরিবর্তনদলপয়েন্ট
৪২  কানাডা১৭০৬
৪৩  প্যারাগুয়ে১৭০৫
৪৪  চিলি১৭০০
৪৫  ওয়েলস১৬৯৬

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
১৯৩০গ্রুপ পর্ব৯মআমন্ত্রণের মাধ্যমে উত্তীর্ণ
১৯৩৪অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ প্রত্যাখ্যান
১৯৩৮
১৯৫০গ্রুপ পর্ব১১তমস্বয়ংক্রিয়ভাবে উত্তীর্ণ
১৯৫৪উত্তীর্ণ হয়নি
১৯৫৮গ্রুপ পর্ব১২তম১২১১
১৯৬২উত্তীর্ণ হয়নি
১৯৬৬
১৯৭০
১৯৭৪
১৯৭৮
১৯৮২
১৯৮৬১৬ দলের পর্ব১৩তম১৪
১৯৯০উত্তীর্ণ হয়নি
১৯৯৪
১৯৯৮১৬ দলের পর্ব১৪তম১৬২১১৪
২০০২১৬ দলের পর্ব১৬তম১৮২৯২৩
২০০৬গ্রুপ পর্ব১৮তম১৮২৩২৩
২০১০কোয়ার্টার-ফাইনাল৮ম১৮১০২৪১৬
২০১৪উত্তীর্ণ হয়নি১৬১০১৭৩১
২০১৮১৮১৯২৫
২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোটকোয়ার্টার-ফাইনাল৮/২১২৭১০১০৩০৩৮১৫৪৬৬৩০৫৮২০১১৮৯

অর্জন

শিরোপা

  • চ্যাম্পিয়ন (২): ১৯৫৩, ১৯৭৯
  • রানার-আপ (৬): ১৯২২, ১৯২৯, ১৯৪৭, ১৯৪৯, ১৯৬৩, ২০১১
  • তৃতীয় স্থান (৭): ১৯২৩, ১৯২৪, ১৯২৫, ১৯৩৯, ১৯৪৬, ১৯৫৯ (আর্জেন্টিনা), ১৯৮৩
  • চতুর্থ স্থান (৭): ১৯২১, ১৯২৬, ১৯৩৭, ১৯৪২, ১৯৬৭, ১৯৮৯, ২০১৫
  • প্যানআমেরিকান গেমস:
  • চতুর্থ স্থান (১): ১৯৫১

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ