বলিভিয়া জাতীয় ফুটবল দল

বলিভিয়া জাতীয় ফুটবল দল (স্পেনীয়: Selección de fútbol de Bolivia, ইংরেজি: Bolivia national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে বলিভিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম বলিভিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বলিভীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯২৬ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা কনমেবলের সদস্য হিসেবে রয়েছে। ১৯২৬ সালের ১২ অক্টোবর তারিখে, বলিভিয়া প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; চিলির সান্তিয়াগোর অনুষ্ঠিত উক্ত ম্যাচে বলিভিয়া চিলির কাছে ৭–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

বলিভিয়া
দলের লোগো
ডাকনামলা বের্দে (সবুজ)[১]
অ্যাসোসিয়েশনবলিভীয় ফুটবল ফেডারেশন
কনফেডারেশনকনমেবল (দক্ষিণ আমেরিকা)
প্রধান কোচসেসার ফারিয়াস
অধিনায়কমার্সেলো মার্তিন মরেনো
সর্বাধিক ম্যাচরোনালদ রালদেস (১০২)
শীর্ষ গোলদাতামার্সেলো মার্তিন মরেনো (২১)
মাঠএর্নান্দো সিলেস স্টেডিয়াম
ফিফা কোডBOL
ওয়েবসাইটwww.fbf.com.bo
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ৮৫ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[২]
সর্বোচ্চ১৮ (জুলাই ১৯৯৭)
সর্বনিম্ন১১৫ (অক্টোবর ২০১১)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ৫৯ হ্রাস ২ (১২ জানুয়ারি ২০২৪)[৩]
সর্বোচ্চ২২ (জুন ১৯৯৭[৪])
সর্বনিম্ন৮৬ (জুলাই ১৯৮৯[৪])
প্রথম আন্তর্জাতিক খেলা
 চিলি ৭–১ বলিভিয়া 
(সান্তিয়াগো, চিলি; ১২ অক্টোবর ১৯২৬)
বৃহত্তম জয়
 বলিভিয়া ৭–০ ভেনেজুয়েলা 
(লা পাস, বলিভিয়া; ২২ আগস্ট ১৯৯৩)
 বলিভিয়া ৯–২ হাইতি 
(লা পাস, বলিভিয়া; ৩ মার্চ ২০০০)
বৃহত্তম পরাজয়
 উরুগুয়ে ৯–০ বলিভিয়া 
(লিমা, পেরু; ৬ নভেম্বর ১৯২৭)
 ব্রাজিল ১০–১ বলিভিয়া 
(সাও পাওলো, ব্রাজিল; ১০ এপ্রিল ১৯৪৯)
বিশ্বকাপ
অংশগ্রহণ৩ (১৯৩০-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (১৯৩০, ১৯৫০, ১৯৯৪)
কোপা আমেরিকা
অংশগ্রহণ২৮ (১৯২৬-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (১৯৬৩)
কনফেডারেশন্স কাপ
অংশগ্রহণ১ (১৯৯৯-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (১৯৯৯)

৪১,১৪৩ ধারণক্ষমতাবিশিষ্ট এর্নান্দো সিলেস স্টেডিয়ামে লা বের্দে নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় বলিভিয়ার রাজধানী কোচাবাম্বায় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সেসার ফারিয়াস এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন ক্রুজেইরোর আক্রমণভাগের খেলোয়াড় মার্সেলো মার্তিন মরেনো।

বলিভিয়া এপর্যন্ত ৩ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে প্রত্যেক বার তারা শুধুমাত্র গ্রুপ পর্বে অংশগ্রহণ করতে পেরেছে। অন্যদিকে, কোপা আমেরিকায় বলিভিয়া অন্যতম সফল দল, যেখানে তারা ১টি (১৯৬৩) শিরোপা জয়লাভ করেছে। এছাড়াও, বলিভিয়া ১৯৯৯ ফিফা কনফেডারেশন্স কাপে অংশগ্রহণ করেছিল।

রোনালদ রালদেস, মার্কো সান্দি, লুইস ক্রিস্তালদো, মার্সেলো মার্তিন মরেনো এবং হোয়াকিন বোতেরোর মতো খেলোয়াড়গণ বলিভিয়ার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ১৯৯৭ সালের জুলাই মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বলিভিয়া তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (১৮তম) অর্জন করে এবং ২০১১ সালের অক্টোবর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১১৫তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে বলিভিয়ার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ২২তম (যা তারা ১৯৯৭ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৮৬। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[২]
অবস্থানপরিবর্তনদলপয়েন্ট
৮৩  লুক্সেমবুর্গ১২৮৫.৪১
৮৪  জাম্বিয়া১২৮৪.৫৬
৮৫  বলিভিয়া১২৮৪.৫৫
৮৬  বাহরাইন১২৭৭.২৯
৮৭  জর্ডান১২৭২.৬৩
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[৩]
অবস্থানপরিবর্তনদলপয়েন্ট
৫৭  ইরাক১৬১৫
৫৭ ১১  ক্যামেরুন১৬১৫
৫৯  বলিভিয়া১৬১২
৬০ ১৩  প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড১৬০৮
৬১  ইসরায়েল১৬০৩

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
১৯৩০গ্রুপ পর্ব১২তমআমন্ত্রণের মাধ্যমে উত্তীর্ণ
১৯৩৪অংশগ্রহণ করেনিপ্রত্যাখ্যান
১৯৩৮
১৯৫০গ্রুপ পর্ব১৩তমস্বয়ংক্রিয়ভাবে উত্তীর্ণ
১৯৫৪অংশগ্রহণ করেনিপ্রত্যাখ্যান
১৯৫৮উত্তীর্ণ হয়নি
১৯৬২
১৯৬৬
১৯৭০
১৯৭৪১১
১৯৭৮১০২৫
১৯৮২
১৯৮৬
১৯৯০
১৯৯৪গ্রুপ পর্ব২১তম২২১১
১৯৯৮উত্তীর্ণ হয়নি১৬১৮২১
২০০২১৮২১৩৩
২০০৬১৮১২২০৩৭
২০১০১৮১১২২৩৬
২০১৪১৬১৭৩০
২০১৮১৮১২১৬৩৮
২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোটগ্রুপ পর্ব৩/২১২০১৫০৩৯২৯৮২১৭৭২৮৪

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ