ফ্যারো দ্বীপপুঞ্জ জাতীয় ফুটবল দল

ফ্যারো দ্বীপপুঞ্জ জাতীয় ফুটবল দল (ফ্যারো: Føroyska fótbóltsmanslandsliðið, ইংরেজি: Faroe Islands national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ফ্যারো দ্বীপপুঞ্জের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম ফ্যারো দ্বীপপুঞ্জের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফ্যারো দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৮৮ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৯০ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯৮৮ সালের ২৪শে আগস্ট তারিখে, ফ্যারো দ্বীপপুঞ্জ প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; আইসল্যান্ডের আক্রানেসে অনুষ্ঠিত উক্ত ম্যাচে ফ্যারো দ্বীপপুঞ্জ আইসল্যান্ডের কাছে ১–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

ফ্যারো দ্বীপপুঞ্জ
দলের লোগো
ডাকনামলান্ডস্লিদিদ
অ্যাসোসিয়েশনফ্যারো দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনউয়েফা (ইউরোপ)
প্রধান কোচহাকান এরিকসন
অধিনায়কহালুর হানসন
সর্বাধিক ম্যাচফ্রদি বেনিয়ামিনসেন (৯৪)
শীর্ষ গোলদাতারগবি জাকবসেন (১০)
মাঠথোশলুর
ফিফা কোডFRO
ওয়েবসাইটwww.fsf.fo
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১৩৫ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[১]
সর্বোচ্চ৭৪ (জুলাই ২০১৫, অক্টোবর ২০১৬)
সর্বনিম্ন১৯৮ (সেপ্টেম্বর ২০০৮)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১৫০ হ্রাস ১৫ (১২ জানুয়ারি ২০২৪)[২]
সর্বোচ্চ১৩৬ (মার্চ ২০১৮)
সর্বনিম্ন১৭৩ (জুন ২০০৮, সেপ্টেম্বর ২০০৮)
প্রথম আন্তর্জাতিক খেলা
 আইসল্যান্ড ১–০ ফ্যারো দ্বীপপুঞ্জ 
(আক্রানেস, আইসল্যান্ড; ২৪ আগস্ট ১৯৮৮)
বৃহত্তম জয়
 ফ্যারো দ্বীপপুঞ্জ ৩–০ সান মারিনো 
(তোফতির, ফ্যারো দ্বীপপুঞ্জ; ২৫ মে ১৯৯৫)
 জিব্রাল্টার ১–৪ ফ্যারো দ্বীপপুঞ্জ 
(জিব্রাল্টার; ১ মার্চ ২০১৪)
 ফ্যারো দ্বীপপুঞ্জ ৩–০ লিশটেনস্টাইন 
(মারবেয়া, স্পেন; ২৫ মার্চ ২০১৮)
বৃহত্তম পরাজয়
 যুগোস্লাভিয়া ৭–০ ফ্যারো দ্বীপপুঞ্জ 
(বেলগ্রেড, যুগোস্লাভিয়া; ১৬ মে ১৯৯১)
 রোমানিয়া ৭–০ ফ্যারো দ্বীপপুঞ্জ 
(বুখারেস্ট, রোমানিয়া; ৬ মে ১৯৯২)
 ফ্যারো দ্বীপপুঞ্জ ০–৭ নরওয়ে 
(তোফতির, ফ্যারো দ্বীপপুঞ্জ; ১১ আগস্ট ১৯৯৩)
 ফ্যারো দ্বীপপুঞ্জ ১–৮ যুগোস্লাভিয়া 
(তোফতির, ফ্যারো দ্বীপপুঞ্জ; ৬ অক্টোবর ১৯৯৬)

৫,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট থোশলুরে লান্ডস্লিদিদ নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় ফ্যারো দ্বীপপুঞ্জের রাজধানী তোশনে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন হাকান এরিকসন এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন হোসন্সের মধ্যমাঠের খেলোয়াড় হালুর হানসন।

ফ্যারো দ্বীপপুঞ্জ এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপেও ফ্যারো দ্বীপপুঞ্জ এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি।

ফ্রদি বেনিয়ামিনসেন, ওলি ইয়োহানেসেন, ইয়াকুপ মিকেলসেন, রগবি জাকবসেন এবং তদি ইয়নসনের মতো খেলোয়াড়গণ ফ্যারো দ্বীপপুঞ্জের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১৫ সালের জুলাই মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ফ্যারো দ্বীপপুঞ্জ তাদের ইতিহাসে সর্বপ্রথম সর্বোচ্চ অবস্থান (৭৪তম) অর্জন করে এবং ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৯৮তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে ফ্যারো দ্বীপপুঞ্জের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৩৬তম (যা তারা ২০১৮ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৭৩। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[১]
অবস্থানপরিবর্তনদলপয়েন্ট
১৩৩  রুয়ান্ডা১১০৭.০৪
১৩৪  নিকারাগুয়া১১০৪.২৬
১৩৫  ফ্যারো দ্বীপপুঞ্জ১১০২.১
১৩৬  কুয়েত১০৯৮.০৭
১৩৭  লাতভিয়া১০৯৭.৮৪
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[২]
অবস্থানপরিবর্তনদলপয়েন্ট
১৪৮ ১০  কঙ্গো১২৭১
১৪৯  কিরগিজস্তান১২৬৮
১৫০ ১৫  ফ্যারো দ্বীপপুঞ্জ১২৬৪
১৫১ ১৭  লাইবেরিয়া১২৬১
১৫২  ভারত১২৬০

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
১৯৩০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
১৯৩৪
১৯৩৮
১৯৫০
১৯৫৪
১৯৫৮
১৯৬২
১৯৬৬
১৯৭০
১৯৭৪
১৯৭৮
১৯৮২
১৯৮৬
১৯৯০
১৯৯৪উত্তীর্ণ হয়নি১০১০৩৮
১৯৯৮১০১০৩১
২০০২১০২৩
২০০৬১০২৭
২০১০১০২০
২০১৪১০২৯
২০১৮১০১৬
২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট০/২৩৭০৫৬৩৫১৮৪

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ