বিহারি ভাষাসমূহ

বিহারী ভারতের বিহার রাজ্যে সাধারণভাবে ব্যবহৃত ভাষাসমূহকে বোঝানো হয়, যা পূর্বাঞ্চলীয় ভারতীয় ভাষাসমূহের পশ্চিমাঞ্চলীয় গোষ্ঠী পরিবারের অন্তর্ভুক্ত। ভারতের বিহার এবং প্রতিবেশী রাজ্যেসমূহে এই ভাষাসমূহে কথা বলা হয়। পাশাপাশি নেপালের কিছু অঞ্চলেও আঙ্গীকা, বাজ্জিকা, ভোজপুরি, মাগধী, এবং মৈথিলী ভাষা প্রচলিত। নেপালের মোট জনসংখ্যার ২১% আঙ্গীকা, বাজ্জিকা, ভোজপুরি, মাগধী, এবং মৈথিলী ভাষায় কথা বলে। এই ভাষার ভাষাভাষী এত সংখ্যক হওয়া সত্ত্বেও (মৈথিলী ব্যতীত) এই ভাষাগুলি ভারতে সাংবিধানিকভাবে স্বীকৃত হয়নি। মৈথিলী ভাষা ২০০৩ সালে ভারতের সংবিধানের ৯২তম সংশোধনী মাধ্যমে তার সাংবিধানিক অবস্থা অর্জন করে। এমনকি বিহারেও, হিন্দি ভাষা শিক্ষা এবং সরকারী বিষয়গুলি জন্য ব্যবহৃত হয়।

বিহারি
ভৌগোলিক বিস্তারবিহার
ভাষাগত শ্রেণীবিভাগইন্দো-ইউরোপীয়
উপবিভাগ
  • Majhi
  • Musasa
  • Panchpargania
  • Sadri
  • Oraon Sadri
  • Sarnami Hindustani
আইএসও ৬৩৯-১bh
আইএসও ৬৩৯-২/৫bih
গ্লটোলগbiha1245[১]

বিহারী দলের মধ্যে অন্তর্ভুক্ত ভাষাসমূহ

ভাষা [২]আইএসও ৬৩৯-৩লিপিভাষাভাষীর সংখ্যা [৩]ভৌগোলিক
অঙ্গিকাanpপূর্বে অঙ্গ লিপি; দেবনাগরী৭,২৫,০০০পূর্বাঞ্চলীয় বিহার, উত্তর পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ
বজ্জিকাmai?দেবনাগরী৮৭,৩৮,০০০উত্তর-মধ্য বিহার পূর্বাঞ্চলীয় তরাই
ভোজপুরিbhoপূর্বে কায়থি; দেবনাগরী৩,৮৫,৪৬,০০০পশ্চিমা বিহার, পূর্বাঞ্চলীয় উত্তর প্রদেশ এবং কেন্দ্রীয় তরাই, দক্ষিণাঞ্চলীয় নেপাল
কুরমালীkywদেবনাগরী, কাইস ( সম্ভাব্য লিপি হিসাবে প্রস্তাবিত)৩৭,০০০পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ
মগধীmagপূর্বে কাইথি; দেবনাগরী২,০৩,৬২,০০০দক্ষিণ পশ্চিম বিহার
মৈথিলীmaiপূর্বাঞ্চলীয় নাগরি লিপি-এর বৈকল্পিক মৈথিলী, দেবনাগরী২,৫২,০৪,০০৫উত্তরাঞ্চলীয় বিহার নেপাল ঝাড়খণ্ড
Majhimjzপ্র.না২১,৮৪১পূর্বাঞ্চলীয় বিহার, নেপাল
Musasasmmপ্র.না৫০,০০০পূর্বাঞ্চলীয় বিহার, নেপাল
Panchparganiatdbদেবনাগরী, কখনও কখনও বাংলাকাইথি২,৭৪,০০০পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড অসম
সাদ্রিsckদেবনাগরী১,৬৫,৬৮৩ঝাড়খণ্ড বিহার এবং বাংলাদেশ
খোরঠাsdrপূর্বাঞ্চলীয় নাগরি লিপি, দেবনাগরী১৯,৬৫,০০০উত্তরাঞ্চলীয় ঝাড়খণ্ড
Sarnami Hindustani[৪]hnsলাতিন এবং দেবনাগরী

১৫,০০,০০ || সুরিনাম}

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ