বৃহৎ হ্রদসমূহ

বৃহৎ হ্রদসমূহ (অন্য নাম- Laurentian Great Lakes,[১] বা Third Coast, বা Great Lakes of North America) উত্তর আমেরিকাতে কানাডা ও আমেরিকা যুক্তেরাষ্ট্রের সীমাতে অবস্থিত কিছুসংখ্যক নির্মল জলের হ্রদর সমষ্টি৷ এই হ্রদসমূহ সেইন্ট লরেন্স নদী (Saint Lawrence River)র মাধ্যমে আটলান্টিক মহাসাগরের সঙ্গে সংযোজিত ৷ সুপিরিয়র হ্রদ (Superior Lake), মিশিগান হ্রদ (Michigan Lake), হুরন হ্রদ (Huron Lake), এরি হ্রদ (Erie lake) ও অন্টারিও হ্রদ (Ontario lake) এর এই সমষ্টি পৃথিবীর মধ্যে অবস্থিত বৃহৎ নির্মল জলের হ্রদের সমষ্টি ও এই সমষ্টি বিশ্বের প্রায় ২১% জল বহন করছে৷ [২][৩][৪] এই হ্রদ সমষ্টির মোট পৃষ্ঠতল (total surface) ৯৪,২৫০ বর্গমাইল (২,৪৪,১০৬ কিমি), ও মোট আয়তন ৫,৪৩৯ ঘনমাইল (২২,৬৭১ কিমি)৷ [৫] এই হ্রদসমূহের সমুদ্রের মতো বৈশিষ্ট্য, যেমন- সামুদ্রিক ঢেউয়ের মতো ঢেউ, বাতাস, তীব্র স্রোত , গভীরতা, বৃহৎ আকার আদির জন্য এই পাঁচটি হ্রদকে ’inland seas’ বলেও উল্লেখ করা হয় ৷ [৬] সুপিরিয়র হ্রদ আকারে বিশ্বের দ্বিতীয় বৃহৎ হ্রদ ও মিচিগান হ্রদ কেবল একটি দেশের মধ্যে সীমাবদ্ধ হ্রদসমূহের ভিতরে বৃহত্তম।[৭][৮][৯]

বৃহৎ হ্রদসমূহের স্যাটেলাইটের মাধ্যমে তোলা চিত্র
২০০৫ সালের জানুবারী মাসে বরফাবৃত বৃহৎ হ্রদসমূহের চিত্র
Photograph of Lakes Ontario, Erie and Huron plus the Finger Lakes of upstate New York, June 14, 2012, taken aboard the International Space Station, with lake names added

বৃহৎ হ্রদসমূহ প্রায় ১০,০০০ বছর পূর্বে শেষ হিমবাহ পিরিয়ডের শেষ সময় বিগলিত বরফ আটকে যাওয়াতে সৃষ্টি হয়৷ [১০] এই হ্রদসমূহ পরিবহণ, বাণিজ্য আদির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তদুপরি এই হ্রদসমূহ জীব-বৈচিত্র্যের ক্ষেত্রে অতি চমকপ্রদ।

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

উইকিমিডিয়া কমন্সে বৃহৎ হ্রদসমূহ সম্পর্কিত মিডিয়া দেখুন।

Dynamically updated data
🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ