সেস্‌ ফাব্রিগাস

স্পেনীয় ফুটবলার

ফ্রান্সেস ‘‘সেস’’ ফাব্রিগাস সোলের (জন্ম মে ৪, ১৯৮৭) একজন পেশাদার স্পেনীয় ফুটবলার, যিনি বর্তমানে স্পেন জাতীয় ফুটবল দল এবং চেলসি ফুটবল ক্লাব এ একজন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলছেন।

সেস্‌ ফাব্রিগাস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামফ্রান্সেস ফাব্রিগাস সোলের
উচ্চতা১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)
মাঠে অবস্থানমধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
মোনাকো
জার্সি নম্বর
যুব পর্যায়
১৯৯৫–১৯৯৭মাতারো
১৯৯৭–২০০৩বার্সেলোনা
২০০৩আর্সেনাল
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
২০০৩–২০১১আর্সেনাল২১২(৩৫)
২০১৪–চেলসি১৩২(১৫)
জাতীয় দল
২০০২–২০০৩স্পেন অনূর্ধ্ব ১৬(০)
২০০৩–২০০৪স্পেন অনূর্ধ্ব ১৭১৪(৭)
২০০৫স্পেন অনূর্ধ্ব ২০(০)
২০০৪–২০০৫স্পেন অনূর্ধ্ব ২১১২(৮)
২০০৬–স্পেন১১০(১৫)
২০০৪–কাতালোনিয়া(০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১০ মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৭ অগাস্ট ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক।

ফাব্রিগাস বার্সেলোনায় একজন শিক্ষানবিস হিসেবে ক্যারিয়ার শুরু করলেও, ২০০৩ সালের সেপ্টেম্বরে প্রিমিয়ার লিগের দল আর্সেনালে যোগ দেন। সেখানে তিনি নিজেকে দলের একজন নিয়মিত খেলোয়াড়ে পরিণত করেন এবং মাত্র ২১ বছর বয়সেই দলের অধিনায়কের দায়িত্ব নেন। ২০১১ সালে ব্যাপক দর কষাকষি শেষে প্রাথমিক ২৯ মিলিয়ন ইউরো এবং পরবর্তীতে আরও ৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে তিনি পুনরায় বার্সেলোনায় ফিরে আসেন। ২০১৪ সালে তিনি তিন কোটি পাউন্ডের বিনিময়ে ইংলিশ প্রিমিয়ার লিগ এর দল চেলসিতে যোগ দেন।

প্রারম্ভিক সময়

ফাব্রিগাস বার্সেলোনার অ্যারিনেস দি মার শহরে জন্মগ্রহণ করেন।[১] তার বাবা ফ্রান্সেস ফাব্রিগাস সিনিয়র একজন আবাসন ব্যবসায়ী এবং মা নুরিয়া সলের পেস্ট্রি কোম্পানির মালিক। কাতালান ক্লাব সিই মাতারো’র হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করেন ফাব্রিগাস। অবশ্য ছোটবেলা থেকেই তিনি ছিলেন বার্সেলোনার সমর্থক। ১৯৯৭ সালে ১০ বছর বয়সে তিনি বার্সেলোনার যুব একাডেমী লা মাসিয়ায় যোগ দেন।[২]

লোক মুখে শোনা যায় যে তার প্রথম কোচ, সেনিয়র ব্লাই বার্সেলোনার বিপক্ষে খেলায় তাকে মাঠে নামাতেন না। বার্সেলোনার স্কাউটদের নজর থেকে ফাব্রিগাসকে লুকিয়ে রাখার জন্য তিনি এই কাজ করতেন।[৩] তবে, বার্সেলোনার কাছে তাদের এই কৌশল বেশি দিন টেকেনি, তারা ফাব্রিগাসকে সপ্তাহে একদিন করে বার্সেলোনার সাথে প্রশিক্ষনের অনুমতি দেন। অবশেষে তিনি পুরোপুরিভাবে বার্সার যুব একাডেমীতে যোগ দেন।

প্রাথমিকভাবে, তাকে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে প্রশিক্ষন দেওয়া হত। যদিও তিনি একজন দূর্দান্ত গোল স্কোরার ছিলেন, এমনকি যুব দলের হয়ে এক মৌসুমে ৩০ এরও অধিক গোল করতেন, তিনি বার্সেলোনার প্রথম একাদশে নিজের নাম লেখাতে পারেননি।[৪]

বার্সেলোনার যুব একাডেমীতে থাকার সময়, বার্সেলোনার তত্‍কালীন অধিনায়ক এবং নম্বর ৪ পেপ গার্দিওলাকে নিজের আদর্শ হিসেবে মানতে শুরু করেন ফাব্রিগাস। পরবর্তীতে তার বাবা-মা’র বিচ্ছেদ ঘটলে গার্দিওলা তাকে সেই চার নম্বর জার্সি সান্ত্বনা হিসেবে দেন।[৫]

ক্লাব ক্যারিয়ার

আর্সেনাল

বার্সেলোনা

আন্তর্জাতিক ক্যারিয়ার

খেলার ধরন

ক্যারিয়ার পরিসংখ্যান

ক্লাব পরিসংখ্যান

৫ ফেব্রুয়ারি ২০১৪ অনুসারে।[৬]

ক্লাবমৌসুমলিগকাপ[৭]ইউরোপমোট
বিভাগউপস্থিতিগোলসহায়তাউপস্থিতিগোলসহায়তাউপস্থিতিগোলসহায়তাউপস্থিতিগোলসহায়তা
আর্সেনাল২০০৩–০৪প্রিমিয়ার লিগ
২০০৪–০৫৩৩৪৬
২০০৫–০৬৩৫১৩৫০
২০০৬–০৭৩৮১৩১০৫৪১৬
২০০৭–০৮৩২২০১০৪৫১৩২৩
২০০৮–০৯২২১১১০৩৩১৬
২০০৯–১০২৭১৫১৩৩৬১৯১৭
২০১০–১১২৫১১৩৬১৪
মোট২১২৩৫৭৭৩০৬১১৭১৫৩০৩৫৭৯৮
বার্সেলোনা২০১১–১২লা লিগা২৮১০১১৪৮১৫২০
২০১২–১৩৩২১১১১৪৮১৪১২
২০১৩–১৪২১১০৩৪১২১২
মোট৮১২৭৩০২৫২৪১৩০৪১৪৪
ক্যারিয়ারে সর্বমোট২৯৩৬২১০৭৫৫১৪১৪৮৫২২২০৪৩৩৯৮১৪২
২০০৮ সালের জানুয়ারিতে নিউকাসল ইউনাইটেডের বিপক্ষে একটি খেলার পূর্বে ফাব্রিগাস।

আন্তর্জাতিক

১ সেপ্টেম্বর ২০১৩ অনুসারে।[৮]

স্পেন জাতীয় ফুটবল দল
সালউপস্থিতিগোল
২০০৬১৪
২০০৭
২০০৮১৫
২০০৯১০
২০১০১১
২০১১
২০১২১৩
২০১৩১০
মোট৮৫১৩

সম্মাননা

স্পেনের প্রধানমন্ত্রী রোদ্রিগেজ জাপাতেরো (বামে) এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের (ডানে) সাথে ফাব্রিগাস।

আর্সেনাল

বার্সেলোনা

জাতীয় দল

ব্যক্তিগত অর্জন

সম্মানসূচক পদক

  • প্রিন্স অফ আস্তুরিয়াস পুরস্কার: ২০১০
  • রয়্যাল অর্ডার অফ স্পোর্টিং মেরিট স্বর্ণপদক: ২০১১[৯]

আরো দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ