সৌদি আরবের বাদশাহ

সৌদি আরবের বাদশাহ হলেন সৌদি আরবের রাষ্ট্রপ্রধান। তিনি সৌদি রাজতন্ত্রের প্রধান হিসেবে দায়িত্বপালন করেন। বাদশাহকে খাদেমুল হারামাইন শরিফাইন (خادم الحرمين الشريفين) বলা হয়। ১৯৮৬ খ্রিষ্টাব্দে হিজ ম্যাজেস্টি সম্বোধনকে এই সম্বোধন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে। এই উপাধি দ্বারা মসজিদুল হারামমসজিদে নববীর উপর সৌদি আরবের তত্ত্বাবধান বোঝানো হয়।

সৌদি আরবের বাদশাহ
ملك المملكة العربية السعودية
দায়িত্ব
সালমান বিন আবদুল আজিজ
২৩ জানুয়ারি ২০১৫ থেকে
বিস্তারিত
আপাত উত্তরাধিকারীমুহাম্মদ বিন সালমান
প্রথম সম্রাট/সম্রাজ্ঞীআবদুল আজিজ ইবনে সৌদ
গঠন২২ সেপ্টেম্বর ১৯৩২
বাসভবনরাজপ্রাসাদ, রিয়াদ[১]

ইতিহাস

আবদুল আজিজ ইবনে সৌদ রিয়াদে তার পরিবারকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে ১৯০২ সালে বর্তমান সৌদি আরব জয় করা শুরু করেন। তিনি প্রথমে ১৯২২ সালে নজদ জয় করেন এবং এরপর ১৯২৫ সালে হেজাজ জয় করেন। এর ফলে তিনি নজদের সুলতান থেকে হেজাজ ও নজদের বাদশাহ এবং ১৯৩২ সালে সৌদি আরবের বাদশাহ হন।

উত্তরাধিকার

বাদশাহ আবদুল আজিজের মৃত্যুর পর থেকে তার ছেলেরা সৌদি আরব শাসনের দায়িত্ব পালন করছেন। সৌদি সিংহাসনের উপর তার সন্তানদের প্রাথমিক অধিকার বলে ধরে নেয়া হয়। এ দিক থেকে সৌদি রাজতন্ত্রের সাথে পাশ্চাত্য রাজতন্ত্রের পার্থক্য রয়েছে। পাশ্চাত্য রাজতন্ত্রে স্পষ্ট নির্দিষ্ট রাজপরিবার ও উত্তরাধিকারের ক্রম ঠিক করা থাকে।

আইনি অবস্থান

সৌদি আরব ইসলামি আইন দ্বারা শাসিত হয় এবং একটি ইসলামি রাষ্ট্র হিসেবে পরিচিত। তবে অনেক মুসলিম উত্তরাধিকার সূত্রে পাওয়া রাজত্বকে ইসলামে অনুমোদিত না বলে বিবেচনা করেন।[২]

অন্যান্য কর্মকাণ্ড

সৌদি আরবের বাদশাহ রাজ পরিবার আল সৌদের প্রধান ও প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হন। যুবরাজ উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন। ফয়সাল বিন আবদুল আজিজের পর থেকে বাদশাহরা দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী হিসেবে যুবরাজের উত্তরসুরি নিয়োগ দিয়েছেন।

সৌদি আরবের বাদশাহগণ (১৯৩২-বর্তমান)

নাম
জীবনকাল
শাসন শুরু
শাসন শেষ
নোট
পরিবার
আলোকচিত্র
আবদুল আজিজ
  • ইবনে সৌদ
  • عبد العزيز
(১৮৭৬-১১-২৬)২৬ নভেম্বর ১৮৭৬ – ৯ নভেম্বর ১৯৫৩(1953-11-09) (বয়স ৭৬)২২ সেপ্টেম্বর ১৯৩২৯ নভেম্বর ১৯৫৩দ্বিতীয় সৌদি রাষ্ট্রের শেষ শাসক আবদুর রহমান বিন ফয়সালের সন্তান এবং সৌদি আরবের প্রথম বাদশাহআল সৌদ
সৌদ
  • سعود
(১৯০২-০১-১২)১২ জানুয়ারি ১৯০২ – ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯(1969-02-23) (বয়স ৬৭)৯ নভেম্বর ১৯৫৩২ নভেম্বর ১৯৬৪
(অপসারণ)
ইবনে সৌদ ও ওয়াদাহ বিনতে মুহাম্মাদ বিন আকাবের সন্তানআল সৌদ
ফয়সাল
  • فيصل
(১৯০৬-০৪-১৪)১৪ এপ্রিল ১৯০৬ – ২৫ মার্চ ১৯৭৫(1975-03-25) (বয়স ৬৮)২ নভেম্বর ১৯৬৪২৫ মার্চ ১৯৭৫
(নিহত)
ইবনে সৌদ ও তারফা বিনতে আবদুল্লাহ বিন আবদুল আতিফ আল শাইখের সন্তানআল সৌদ
খালিদ
  • خالد
(১৯১৩-০২-১৩)১৩ ফেব্রুয়ারি ১৯১৩ – ১৩ জুন ১৯৮২(1982-06-13) (বয়স ৬৯)২৫ মার্চ ১৯৭৫১৩ জুন ১৯৮২ইবনে সৌদ ও আল জাওহারা বিনতে মুসাইদ আল জুলুউয়ির সন্তানআল সৌদ
ফাহাদ
  • فهد
(১৯২১-০৩-১৬)১৬ মার্চ ১৯২১ – ১ আগস্ট ২০০৫(2005-08-01) (বয়স ৮৪)১৩ জুন ১৯৮২১ আগস্ট ২০০৫ইবনে সৌদ ও হাসা বিনতে আহমেদ আল সুদাইরির সন্তানআল সৌদ
আবদুল্লাহ
  • عبد الله
(১৯২৪-০৮-০১)১ আগস্ট ১৯২৪ – ২৩ জানুয়ারি ২০১৫(2015-01-23) (বয়স ৯০)১ আগস্ট ২০০৫২৩ জানুয়ারি ২০১৫ইবনে সৌদ ও ফাহদা বিনতে আসি আল শুরাইমের সন্তানআল সৌদ
সালমান
  • سلمان
(1935-12-31) ৩১ ডিসেম্বর ১৯৩৫ (বয়স ৮৮)২৩ জানুয়ারি ২০১৫বর্তমানইবনে সৌদ ও হাসা বিনতে আহমেদ আল সুদাইরির সন্তানআল সৌদ

বর্তমান ভবিষ্যত-উত্তরাধিকারীগণ

সময়কাল

সালমান বিন আবদুল আজিজআবদুল্লাহ বিন আবদুল আজিজফাহাদ বিন আবদুল আজিজখালিদ বিন আবদুল আজিজফয়সাল বিন আবদুল আজিজসৌদ বিন আবদুল আজিজআবদুল আজিজ ইবনে সৌদ

রাজকীয় পতাকা

রাজকীয় পতাকায় সবুজ জমিনের উপর সাদা কালিতে তলোয়ার অঙ্কিত ও সুলুস লিপিতে শাহাদাহ্‌ لَا إِلٰهَ إِلَّا الله مُحَمَّدٌ رَسُولُ الله (আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ তার রাসুল) লেখা রয়েছে। এর নিচের ডান কোণে সোনালি কালিতে সৌদি আরবের জাতীয় প্রতীক অঙ্কিত রয়েছে।

রাজকীয় পতাকা

আরও দেখুন

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ